Mahir babu :
আজও 𝗕𝗟𝗢𝗖𝗞 করিনি তোমায়, অথচ তুমি কোথাও বাদ রাখো নি আমায়.!
কেমন করে যে মানুষ টা একদিন বলেছিল তোমাকে ছাড়া থাকতে পারবো না, সেই মানুষটাই আজ আমাকে সব জাইগা থেকে সরিয়ে ফেলছে, তবুও দেখো, অভিমান যতই হোক, ভালোবাসা আজও হার মানতে জানে না.!
চাইলেই পারি,, আমিও তোমার মতো দূর করে দিতে, সব মুছে দিতে ভুলে থাকার অভিনয় করতে কিন্তু জানি 𝗕𝗟𝗢𝗖𝗞 করে দিলে রাগের জেদটুকু হয়তো থাকবে, কিন্তু তোমার খবর জানতে শেষ সুযোগটুকু আর থাকবে না, তাই আজও রেখেছি, তোমাকে দেখতে না, দেখতে দেখতে, তোমার ছায়া খুজে নিতে,না থাকলেও যেন থেকো পাশে!
তুমি যদি থেকেও না থাকো, আমি কেন না থাকার অভিনয় করবো? ভালোবাসা তো কখনো 𝗕𝗟𝗢𝗖𝗞 হয় না, ভালোবাসা শুধু একপাশে চুপচাপ পড়ে থাকে, অভিমানের ধুলোয় ঢেকে থাকে হয়তো কোনো এক দুপুরে, রাতে বা একাকীত্বের ভিড়ে হঠাৎ মনে পড়বে, কোথাও একজন আছে, যে তোমাকে আজও 𝗕𝗟𝗢𝗖𝗞 করেনি...!❤️🩹✨
2025-08-09 17:13:35