𝙎....🧠 :
আচ্ছা ভালো যেহেতু বাসবানা,তাহলে ভালোবাসি বলছিলা কেন, সারা জীবন যেহেতু পাশে থাকবে না, তাহলে ক্ষণিকের জন্যই কাছে আসছিলা কেন, সত্যিই তোমার অভিনয়টা সেরাছিলো, তোমার অভিনয়ের কাছে হার মানবে, চলচ্চিত্রের অভিনেত্রীরা, প্রতিদিন নিয়ম করে আজ সবই হয়, সকাল থেকে দুপুর দুপুর থেকে সন্ধ্যা, শুধু হয়না তোমার সাথে আমার কথা, তুমি না ঘুমাইলে আমি ঘুমাবো না, তুমি আগে না খেলে আমি খাব না, এমন অবুঝদের মত বাহি না, আর করা হয় না, তুমি ইচ্ছে করে হারিয়ে গিয়েছো দূর কোন অজানায়, ক্ষতি করব না তোমার, আর তোমার প্রতি কোন অভিযোগ রাখবো না, নিশ্চিত থাকো, তোমার কাছে চাওয়া একটাই, শেষবারের মতো দেখায় দিও আমায়, দূর থেকে দুই চোখ ভরে দেখব তোমায়..! 😓💔
2025-07-21 21:28:43