একটা সময় পর দেখবেন!
যাদের ছাড়া আপনি চলতে পারেন না,কথা ছাড়া থাকতে পারেন না,যাদের শূন্যতা আপনাকে শেষ করে দিচ্ছে!
একটা সময় পর সেগুলো আর আপনাকে পুঁড়াবে না,কারো শূন্যতার অভাবে আপনার কান্না আসবে না!
তাঁরপর? তাঁরপর দেখবেন আগে যাদের ছাড়া থাকতে পারতেন না পরে তাদের কথা বিন্দু পরিমাণও মনে হবে না,তাদের কথা মনে হলে বিরক্তি এসে পরবে! মানুষ এমনই পরিবর্তনশীল!😌🫀🖤
2025-07-23 13:12:06
54
💦Nothi ❤️🩹💦 :
what a line...
"আহারে জীবন" 😅
2025-07-22 16:47:07
96
ব্যার্থ মানুষ :
অভিমান জমেজনে আমি ব্যাথাহীন🥰
2025-08-20 16:46:40
0
✧𝐅𝐚𝐓𝐮!𐙚🕊 :
মাইলস্টোনে দূর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিলো।
ফায়ার ব্রিগেডের অফিসার বাধা দিয়ে বললেন, "আর লাভ নেই! তোমার বন্ধু জীবিত নেই
কিন্তু ছাত্র'টি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।
মৃতদেহ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম সে মা*রা গেছে"।
ছাত্র'টি উত্তর দেয়: 'স্যার, । যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জীবিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:
"আমি জানতাম বন্ধু তুই আসবি💔😅
2025-07-23 14:45:55
22
TAJ_MOHOL_🫀🖤 :
আমার কলেজের স্যার এর সাথে আমার রিলেশন ছিলো…!তার জন্য সবার চোখে খারাপ হইছি, সবার বাজে কথা মাথা নিচু করে শুনছি তাও তাকে নিচু হতে দেয়নি কিন্তু সবশেষে আমি জানিনা আমার কী দোষ ছিলো যে সে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিলো আমি আজো যখন তাকে দেখি তখন তাঁর চোখের দিকে অসহায় এর মতো তাকিয়ে থাকি আর ভাবি কি অন্যায় ছিলো আমার কেন আমাকে এভাবে ধ্বংস করে দিলেন 😅💔 কিন্তু সে তখনো আমার দিক থেকে মুখ ফিরেয়ে নেয়! আমি শেষ
2025-08-13 06:15:31
1
🌞Adnann Samim🌞 :
ভালবাসা মানে শুধু ভালোবাসি বলা না। ভালোবাসা মানে একজন আরেকজনের জীবনের প্রতি দায়বদ্ধ থাকা। তার হাসিতে নিজের আনন্দ খোঁজা। তার দুঃখে নিজের ভেতরটা কাপিয়ে তুলা। ভালোবাসা মানে তার সব কিছুর পাশে দাড়ানো - সুখে - দুখে ভালো সময়ে আর সবচেয়ে খারাপ সময়েও। ভালবাসা মানে নিজের ভালো লাগার চেয়ে তার ভালো থাকাকে বেশি গুরুত্ব দেওয়া। ভালোবাসা মানে নিজেকে হারিয়ে তার মাঝে নিজেকে খুজে। সত্যি কারের ভালোবাসা নিঃস্বার্থ হয়, কারন সেখানে চাওয়ার চেয়ে দেওয়ার আনন্দ টাই বড়। ♥️🫶