꧁̶R̶,̶J̶.̶R̶i̶p̶o̶n̶ ̶⌐╦╦═─📸 :
একদিন তুমিও বুঝবা একদিন তুমিও বুঝবা, সবাই ভালোবাসে কিন্তু আমার মতো করে না। তখন তোমার বুকের ভেতর হাহাকার জাগবে, কারণ তুমি অনুভব করবা এই স্বার্থপর দুনিয়ায় কেউ ছিলো, যে নিঃস্বার্থভাবে শুধু তোমার ছিলো। তুমি ভাববে কেউ তোমার জন্য রাতের নির্জনতায় খোদার দরবারে কান্না করতো! কারো কাছে তুমি শুধু একটি মানুষ ছিলে না, ছিলে পুরো একটি জগত, কিন্তু তখন আমি শিখে ফেলবো তোমাকে ছাড়া বাঁচতে। তোমার বদলে আমিও বদলে যাবো, তোমার নামে যে হৃদয় কাঁপতো তা, হবে নীরব, ঠান্ডা এক শহর। তখন তুমি ফিরে তাকাতে চাইবে, কিন্তু আমি আর থাকবো না সেই পুরনো জায়গায়। কারণ মানুষ একবার মুখ ফিরিয়ে নিলে সেই দিকে আর ফিরে তাকায় না। তুমি সব সুখের মাঝে থেকেও শুন্যতা টের পাবা, যখন দেখবা, আমার মতো ভালোবাসা আর কোথাও নেই। তখন তোমার মনে হবে, যে, ভালোবাসাটা তুমি এক সময় অবহেলা করেছিলে, তা-ই ছিলো তোমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।
2025-09-08 09:22:44