চেনা শহরে অচেনা মানুষ :
আজ অনেক দিন হলো তার চির চেনা কন্ঠ শুনি না,,,যার কন্ঠ শুনে পেতাম পৃথিবীর সব সুখ,,,
তার সেই মায়াবী মুখ অনেক দিন দেখি না,,,,
যে মুখ দেখে কষ্ট ভরা মুখ ও হাসি খুশি হয়ে যেতো,,,
সে এখন ভালোই আছে আমাকে ছেড়ে
যে বলতো তোমাকে ছাড়া কখনো ভালো থাকবো না,,
মরেই যাবো আমি
কই তুমি দেখা দেও একবার আমায়,, 💔
2025-09-01 08:51:12