KAISAR chy..🌿❤️ :
@KAISAR chy..🌿❤️:গানের অর্থ, নিয়ম করে ভোর হয়, সূর্য উঠে।সন্ধ্যা নামে,চাঁদ উঠে, কিন্তু আমাদের আর কথা হয় না,পাখিরা ডাকে,মানুষ জেগে ওঠে, শহর ব্যাস্ত হয়ে পড়ে,সবকিছু চলে এক নিখুঁত নিয়মে,শুধু আমাদের দেখা এবং কথা হওয়াটা আর কোনো নিয়ম মানে না।একসময় যেভাবে চোখে চোখ পড়ত,যেভাবে কিছু না বলেও সব বলা হয়ে যেত--তা আর ফিরে আসে না,আমরা এখন এক আকাশ দেখি, তবু দুই ভিন্ন দিকের যাত্রী হয়ে গেছি।প্রকৃতি তার নিয়মে ঠিকই আছে,শুধু আমাদের গল্পটা থেমে গেছে সময়ের বাইরে কোথাও।😅❤️🩹
2025-08-04 14:05:17