রাজ্যহীন রাজপুত্র :
আমি আপনাকে কারো মত করে ভালবাসতে পারব না তবে আমার ভালবাসার কোন কমতি থাকবে না। রাগের মাথায় হাজার হাজার কথাও করব তবে কখনো ছেড়ে যাবো না। আপনি কখনো ভুল করলে আপনাকে শান্তি দেবো না তবে নিজেকে নিজে শাস্তি করব। আপনার সব স্বপ্ন আমি পূর্ণ করব তবে নিজের স্বপ্নগুলোকে দাফন করে। ছোট কুলের ঘরে আপনারই স্বপ্ন সাজাবো, গানে গানে আপনার নামটা রাজা না ভাবলেও চলবে, বৃদ্ধ বয়সে আপনার সাথে একসাথে রাতের চাঁদের আলো দেখে শুয়ে শুয়ে আপনার ছায়ার ছায়া হিসেবেও চলবে। তবে যদি কখনো অন্য কেউ ভালোবাসার অভিনয় করে আপনাকে দূরে নিয়ে যেতে চায়, তবে আমি আপনাকে ফিরে আনব একবার নয় হাজার বার, নতু হব, তাও শেষ অবধি আপনাকে চাইবো। আপনি আমার জীবন, আপনি আমার মরণ, আপনি আমার শুরু, আপনি আমার শেষ, আপনি আমার নিশ্চিন্ততা, আপনি আমার বিশ্বাস। ভালবাসলেও আপনাকে ছুঁবো না, আপনাকে নাই টাই নিঃসন্দেহে, আপনি আমার আশা, হাজার অভিমানেও পরে ও আপনি আমার ভালবাসা...!!😥💝🥀
2025-08-06 04:27:54