★.NEW LIFE_(🤟🤞) :
😅😓
অভাগা একটা ছেলের সপ্ন ছিলো, তার পছন্দের মেয়েটাকে নিজের করে নিবে, বহুদিন সে এই আসা নিয়েই সময় কটাচ্ছিল। হঠাৎ একদিন শুনে তার সপ্নের মানুষটির আজকে বিয়ে, এই সংবাদটি পেয়ে ছেলেটি ভিতর থেকে পুরোপুরি ভেঙ্গে পড়ে, কিন্তু কাউকে কিছু বুঝতে দেয়নি জে তার ভিতরে কি চলছে, সবাই জানতো ছেলেটি এখোন হয়তো কিছু জানে নাহ। কিন্তু সবাই এটা জানতো নাহ জে, তার প্রিয় মানুষটির খোঁজ,খবর তার থেকে বেশি আর কেউ নিত নাহ,,জাইহক, ছেলেটি সপ্ন কে সপ্ন ভেবেই একটা দিন কাটিয়ে দিলেন। পরের দিন ছেলেটার (মা❣️) জাকে সে তার জীবন এর চেয়ে বেশি ভালোবাসে তার হঠাৎ অনেক অসুস্থতা দেখা দেয়, ওইদিন ছেলেটি তার বুকে সকল কষ্টগুলো চাপা রেখে মায়ের পাসে থেকেই পার করে। পরের দিন ছেলেটার (মা❣️) একটু সুস্থ হয়, ছেলেটার মায়ের অসুস্থতার খবোর পেয়ে তার কাছের সকল আত্মীয়রা ছেলেটার মাকে দেখতে আসে, মেহমান এ বাড়ি ভরে জায়। কিন্তু ছেলেটা মন খারাপ নিয়ে একটা ফাকা জায়গায় বসে থাকে। দীর্ঘ সময় এক জায়গায় বসে থাকার কারনে ওই জায়গাটায় অনেক রৌদ্র চলে আসে, কিন্তু ছেলেটি যখন বসাচ্ছিল তখোন রৌদ্র ছিলো নাহ, মানষিক টেনশনে থাকার কারনে সে বুঝতে পারেনি জে তার বসে থাকার এস্থান এ রৌদ্র চলে আসচ্ছে, এটা দেখে ছেলেটার আত্মীয়দের মাজ থেকে কয়েকজন তাকে বকতে শুরু করে, জে ছলেটি এতো রৌদ্রের মাঝে কেনো বসে আছে। এটা দেখে ছেলেটি উঠে অন্য জায়গায় গিয়ে বসে। ছেলেটার এই মনখারাপের বিষয় টা ছেলেটার এক খালা মানে তার মায়ের বোন খেয়াল করেন। ছেলেটার খালা তার কাছে গিয়ে বলে, কিরে বাবা আমরা আসার পর থেকেই দেখতেছি তোকে কিরকম জেনো দেখাচ্ছে, কি হইছে আমার কাছে বল বাবা,ছেলেটি অনেক চেষ্টা করে মুখে হালকা করে মুচকি হাসি এনে বলে, আরে নাহ আমার কিছু হয়নি, এমনি ভালো লাগছিলো নাহ তাই বসে ছিলাম, এটা বলা মাত্রই ছেলেটি বসা থেকে দারিয়ে খালার থেকে মুখ অন্য দিকে ঘুরিয়ে আস্তে করে হাটতে সুরু করে আর বোবা কান্নায় চোখ দিয়ে পানি ঝরতে থাকে....!😅😅😓
এটা কিন্তু গল্প নয় পুরোটাই বাস্তব
2025-07-31 18:05:38