🚩༺M̶a̶h̶f̶u̶z̶༻🥂 :
আজ আমি ১৪০০ বছর পেছনে ফিরে গেছি... ধুলোমাখা মদিনার সেই সরু গলিগুলোয়, বালির ওপর হেঁটে চলেছি প্রিয় হাবিব-এর পায়ের ছায়া ধরে ধরে। একটুখানি দূরে, এক গাছতলায় বসে আছেন তিনি – নূরের চেহারা, চোখে অপার মায়া। -
আমি কাঁপা কণ্ঠে বলছি, 'ইয়া রাসূলাল্লাহ, এই যে আমার নাত, আমি জানি আমার কণ্ঠ তোমার সাহাবাদের মতো মধুর না – তবুও আজ শুধু তোমার জন্য গাইছি।'
নবিজির চোখে পানি, তিনি হাত তোলেন, আমি থেমে যাই।
তিনি বলেন, “গাও, ও আমার উম্মতি... আল্লাহ তোমার হৃদয় দেখে।"
আমি চোখ বন্ধ করি, আর আমি হারিয়ে যাই সেই আলোয়, সেই ভালোবাসায়, যেখানে শুধু আছে – একটা নাত, একটুকু কান্না, আর রাসূলের ছায়া।
2025-08-20 05:52:59