"*🖤 অবুঝ প্রেমিক 🖤"* :
পৃথিবীতে শত শত কোটি মানুষ থাকা সত্ত্বেও,, আমি শুধু তোমাকে বেছে নিয়েছি,, পৃথিবীর শত শত কোটি মানুষের মাঝে,,, তবে দিনশেষে হার মানতে হলো,, তোমার চাওয়া তোমার প্রিয় মানুষটার কাছে,,, আমি জানি তুমি আমার হয়ে ফিরবে না,,, তবে আমার মন বোঝেনা একতরফা অপেক্ষাটাও আর ফুরায় না,,,তুমি শীতের সকালে ধোয়ার মতই দেখতে কুয়াশা,,, তোমাকে অনুভব করা যায় দেখা যায় তবে ছোঁয়া যায় না,, তুমি রাতের ওই সুন্দরতম চাঁদের আলো,, তোমাকে দেখা যায় ছোঁয়া যায় না,, শুধু দূর থেকে ভালোবাসা যাই,, আমি তোমার রুপ দেখিনি দেহ চাইনি চোখ দেখে প্রেমে পড়েছে মন থেকে ভালোবেসেছি,,, দেহ আবদার করা এবং অশ্লীলতার এই যুগে,, আমাকে ঘাতও করতে পারিনি মরনঘাতক কিছু রোগে,, তবে প্রতিনিয়ত আমি দুর্বল হয়ে যাচ্ছি,, তোমাকে হারানোর শোকে..! 😓❤️🩹☹️
2025-08-15 06:55:21