—͟͞͞★Cʜᴀɴᴅᴀɴ࿐ :
এই জন্মে কী কোনভাবে রেখে দেওয়া যায় না? কারণ পুনর্জন্ম আর হবে না..."
একটা সময় ছিল, যখন ভেবেছিলাম—জীবন অনেক লম্বা। সময় আছে, মানুষও পাশে থাকবে। কিন্তু এই পৃথিবী শেখায়—সব কিছু ক্ষণস্থায়ী। এই জন্মে যাকে ভালোবাসি, যাকে মন খুলে চেয়েছি, হয়তো তার সাথেই আমার জীবনের রাস্তা মিলবে না।
তবুও... চাই এই অনুভবটা থেকে যাক। এই হৃদয়ের টুকরো কথাগুলো যেন কোথাও হারিয়ে না যায়।
কারণ আমি জানি, পুনর্জন্ম বলে কিছু নেই। যদি থেকেও থাকে, এই চেনা মুখগুলো, এই মুহূর্তগুলো—ফিরে আসবে না একেই রকমে।
এই জন্মেই তো সব চাই। এই জন্মেই তো ভালোবাসতে চাই, যাকে নিঃশর্তভাবে ভালো লেগেছে। তাকে সময় দিতে চাই, পাশে থাকতে চাই, আগলে রাখতে চাই।
এই জন্মে যদি রাখতেই হয়, তবে রাখো আমায় এই মুহূর্তে, এই আজে, এই আমরা-তে।
পুনর্জন্মে আর দেখা হবে না—এই বিশ্বাসেই তোমায় আজও ভালোবাসি, আজও অপেক্ষায় থাকি।💔😅
2025-08-09 18:39:08