ᎻRIDOY 100k :
জানো প্রিয়..!!
তুমি ছিলে আমার জীবনের সবচয়ে সুন্দর অধ্যায়..!
আমার পৃথিবী.! তোমার সাথে কাটানো প্রতিটি মুহুর্ত এক অমুল্য রত্ন,, যা আমি কখনো ভুলকে পারবো না.! তোমার হাসি..!তোমার কথা.!তোমার চোখের মাঝে হারিয়ে যাওয়ার প্রতিটি মায়া স্বপ-সব কিছুই যেনো আজও আমাকে ঘিরে আছে.! তোমার অনুপস্থিতি যেন আমার সমস্ত পৃথিবী থামিয়ে দিবে.!আমি জানি,, সময় কখনও অপেক্ষা করে না,,সম্পর্ক কখনো কেউ ভুলে না
!আমরা যখন একে অপরকে ভালোবাসি তখন মনে হয় সব কিছু সম্ভব,,একটা সৃতি হয়ে দাঁড়াবে,, যে সৃতি আমাকে প্রতিনিয়ত স্বপ্ন দেখায় আশা দেয়, আমার রিদয় এখনো তোমাকে খুঁজে,,,, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও,,মনে হয় যেনো আমি জীবনে আরও বড় কিছু হারাবো,,আর কখনো উঠে দাঁড়াতে পারবো না,আমি কিছুটা দুর্লভ হয়ে যাবো, কিন্তু তোমার প্রতি ভালোবাসা কখনো কমবে না,,আমি জানি,,তুমি আমাকে ছেড়ে যাবে না কখনো..? আমার তোমার প্রতি এক আকাশ পরিমাণ বিশ্বাস আছে,আমি তোমাকে কখনো ভুলতে পারবো না,,!
তোমারে কল্পনার জগতে চেয়েও বেশি ভালোবাসি,,!
আমার আর কোনো কিছুর দরকার নাই,, আমি তোমারে ভালোবাসি..! অনেক ভালোবাসি তোমারে বুঝাইতে পারবো না কারন অনূভুতি গুলো আছে শুধু তোমাকে ঘিরে..!!🥹😌
2025-08-03 23:52:15