একটা সম্পর্ক শুরুর আগমুহূর্তে কি অসাধারণ তাই না?কত মনোযোগ দিয়ে কথার সংখ্যা বাড়াতে থাকে দুজন মানুষ । তার চেয়েও বেশি সুন্দর হয় সম্পর্ক শুরুর মুহূর্তগুলো। মনে হয় এই একটা মানুষ যাকে, আমার সবটুকু বলে দিতে মন চায়।
শুরুর দিকগুলোতে অনেক সুন্দর সুন্দর স্মৃতি জন্ম নেয়। দুজন মিলে একে অপরকে নিয়ে কত স্বপ্ন দেখে ফেলে মানুষ। রাগ করে দু চার দিন কথা না বলে থাকা। তারপর আবার সব ঠিক হয়ে যাওয়ার পরের মুহূর্তটা। কি অদ্ভুত রকমের সুন্দর লাগে সবকিছু। অনুভব হয় আমার একটা ব্যক্তিগত মানুষ আছে।
তারপর যখন সম্পর্কের বয়স বাড়ে হঠাৎ সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে যায়। কোন একজনের কথা ফুরিয়ে যায়। ধীরে ধীরে ব্যস্ততা অজুহাত কথা কম হতে থাকে। তারপর শুরু হয়ে যায় কথার আঘাতের পর্ব। আচমকা হঠাৎ শুরুর দিন গুলো হারিয়ে যায়।
মানুষগুলো কি অদ্ভুত। কাছে আসার জন্য কত বাহানা, কত অনুরোধ, তারপর যখন কাছে আসার অনুমতি পায় তাদের আগ্রহ কমে যায়। একটা সময় পর দূরে যাওয়ার জন্য ছটফট করতে থাকে। কি ভয়ংকর ব্যাপার। সত্যি দুনিয়াতে মানুষ আছে ভয়ঙ্কর কিছু নাই 🙂💔
2025-08-05 06:37:57
4
নিষিদ্ধ ল্যাম্পোস্টss :
:সম্পর্ক..
রক্তের হয় না বিশ্বাসের হয়..!
2025-08-05 06:22:35
8
🍁MD,ALIF🍁 :
তাকে আমি কোন দিন ক্ষমা করব না 💔
2025-08-14 16:16:40
0
👑𝑴𝒂𝒉𝒊𝒎_𝒗𝒂𝒊👑 :
__তিলে তিলে আমি সেষ হয়ে যাচ্ছি
তুমি নিলে না খোঁজ তোমার.....!
ভালোবাসার অভাবে আমি নিখোঁজ
হচ্ছি রোজ.....💔💔
2025-08-06 19:41:10
2
@REJAUL :
ওহে মায়াবতী আমি ছোঁয়ার পূর্বে যদি তোমায় একশো পুরুষ ও ছুঁয়ে দেয় তারপর ও তুমি আমার কাছে কুমারী -কারন আমি তোমায় ছুঁইনি 🥺💔🥀
বিশ্বাস করে ঠকার পর আবার বিশ্বাস করে ঠকার পর ও আবার বিশ্বাস করে ঠকার পর আবার ও ঠকার পর আবার বিশ্বাস করে ঠকেও কেন শিক্ষা হয় না আমার খারাপ মানুষেরাই ভালো থাকে যারা সামনে ভালো পিছে খারাপ অমন হতে পারলাম না বলেই ভালো নেই এই আমি 💔😅