️ :
শেষবার যখন ওর চোখের দিকে তাকিয়েছিলাম, মনে হচ্ছিল আজ কিছু একটা বদলে যাবে, ও হয়তো বলবে থেকে যেতে, হয়তো বলবে -"তুই ছাড়া কই যবো?" কিন্তু না, সে শুধু তাকিয়ে রইল, কোনো কথা বলল না, একটা পাতলা হাসি দিল আর বলল -" ভালো থাকিস!" আমি তখন বুঝে গিয়েছিলাম, গল্পটা এখানেই শেষ, আর আমি সেই চরিত্র, যে নায়ক না হয়েও পুরোটাই ভালোবেসে ফেলেছি, চুপচাপ।
আমি কখনও বলিনি তাকে, কীভাবে রাতগুলো তার ভেবে কেটেছে, কীভাবে নিজের সবটা উজাড় করে দিয়েছিলাম শুধু একটুখানি গুরুত্ব পাওয়ার আশায়। সে প্রতিদিন হাসত, আমার সঙ্গে গল্প করত, কিন্তু
জানত না, আমার মনটা ধীরে ধীরে ভেঙে পরছে, প্রতিবার যখন সে কারও ভালোবাসায় ভরসা করত, সেটা আমি হেসে শুনলেও ভিতরে ভিতরে ভেঙে যেতাম।
একদিন সে খুব খুশি হয়ে বলল-"সে আমায় ভালোবাসে, ভাবতে পারিস?" আমি হাসলাম, বললাম -" কুব ভালো খবর! " অথচ সেদিন রাতে আমি একা ঘরের কোণে বসে ছিলাম, কান্নার শব্দ পর্যন্ত নিজের কাছেই লুকিয়ে রেখেছিলাম। আমি জানতাম, সে কখনোই বুঝবে না আমি কী হারিয়েছি, কারণ সে তো কখনো পায়নি আমার ভালোবাসার ওজন।
আজ অনেকদিন কেটে গেছে, সে এখন কারো গল্পে হাসে, কারো ভালোবাসায় ভেজে, আর আমি? আমি এখনো সেই পুরনো স্মৃতিগুলো আগলে রেখে নিঃশব্দে বাঁচি। আমি বলি না, আমি অভিযোগ করি না, শুধু চোখ বন্ধ করলে এখনো ওর মুখটা ভেসে ওঠে.... আর আমি কেবল মনে মনে বলি -"ভালো থাকো, আমি তো ভালো না, তবু তোর জন্য দোয়া করি...চুপচাপ, সব সময় 😔
2025-08-21 13:43:04