𐙚 𝐙𝐀𝐑𝐀 ࣪ ִֶָ☾✨ :
"যদি পারতাম তবে আমার বুকের ভিতরে লুকিয়ে রাখতাম তোমাকে, যেনো অন্য কারো দৃষ্টি না পড়ে...!"
কারণ তুমি কেবল একজন মানুষ নও, তুমি আমার হৃদয়ের নিঃশব্দ কাব্য। তুমি সেই অনুভব, যাকে ছুঁতে গেলেই মন কেঁপে ওঠে, চোখ ভিজে আসে। তোমাকে নিয়ে আমি কারও সঙ্গে ভাগাভাগি করতে চাই না—না সুখে, না দুঃখে। আমার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি প্রার্থনায় তুমি থাকো, যেন আর কেউ না জানে, তুমি শুধুই আমার।
তুমি কাছে থাকলে সময় থেমে যায়, আর দূরে গেলে মনে হয়, সব কিছু থেমে গেছে। পৃথিবী হাজারটা গল্প লিখুক, আমার একটাই গল্প—তুমি।
তুমি আমার শান্তি, আবার কখনো আমার সব অস্থিরতার কারণ।
তবুও যদি কখনো হারিয়ে যাও, আমার বুকের গভীর কোনে তোমার জন্য একটা জায়গা চিরকাল থাকবে...
নিঃশব্দে, নিঃস্বার্থে, নিঃশর্তে ভালোবেসে যাবো শুধু তোমাকে...❤️😌
2025-08-10 09:25:50