@nicolasherve76:

nicolasherve76
nicolasherve76
Open In TikTok:
Region: FR
Wednesday 06 August 2025 16:49:51 GMT
385
9
2
7

Music

Download

Comments

corinnemorra
Coco :
😂😂😂
2025-08-06 16:58:22
1
To see more videos from user @nicolasherve76, please go to the Tikwm homepage.

Other Videos

দিনটা ছিল ১১ অগাষ্ট,২০২৫, আনুমানিক সকাল ১১টা। ব্রেক টাইমে হঠাৎ পেয়ারা মাখা খাওয়ার ইচ্ছে হলো, ভার্সিটির মোরে প্রতিদিন পেয়ার ওয়ালা মামা বসে কিন্তু সামনে এগিয়ে গিয়ে দেখলাম মামা আসেনি । পেয়ারা মাখা আমার খুবই পছন্দের তাই মেডিকেলের দিকে এগিয়ে গেলাম। সাথে আমার একটা ফ্রেন্ডও ছিল, পেয়ারাওয়ালা মামাকে বললাম আপনি পেয়ারা  বানান আমরা আসছি, এই ফাঁকে আমার ফ্রেন্ডকে বললাম চলো কয়েকটা ছবি তুলে আসি। ছবি তুলতে তুলতেই হঠাৎ একজনকে আমার চোখে পড়লো মুহূর্তের মধ্যে আমি নিস্তব্ধ হয়ে গেলাম, আমার শ্বাস যেন বন্ধ হয়ে আসছিল, হার্টবিট বেড়ে গিয়েছিল,খুবই অস্থিরতা কাজ করছিল নিজেকে সামলাতে পারছিলাম না মনে হচ্ছিল ওখানে পড়ে যাব। মনে হলো চোখের ভুল তাই সিওর হওয়ার জন্য আবার তাকালাম এবং দেখলাম সেও আমার দিকে তাকিয়ে আছে। তার চোখে দেখেছিলাম আমি
দিনটা ছিল ১১ অগাষ্ট,২০২৫, আনুমানিক সকাল ১১টা। ব্রেক টাইমে হঠাৎ পেয়ারা মাখা খাওয়ার ইচ্ছে হলো, ভার্সিটির মোরে প্রতিদিন পেয়ার ওয়ালা মামা বসে কিন্তু সামনে এগিয়ে গিয়ে দেখলাম মামা আসেনি । পেয়ারা মাখা আমার খুবই পছন্দের তাই মেডিকেলের দিকে এগিয়ে গেলাম। সাথে আমার একটা ফ্রেন্ডও ছিল, পেয়ারাওয়ালা মামাকে বললাম আপনি পেয়ারা বানান আমরা আসছি, এই ফাঁকে আমার ফ্রেন্ডকে বললাম চলো কয়েকটা ছবি তুলে আসি। ছবি তুলতে তুলতেই হঠাৎ একজনকে আমার চোখে পড়লো মুহূর্তের মধ্যে আমি নিস্তব্ধ হয়ে গেলাম, আমার শ্বাস যেন বন্ধ হয়ে আসছিল, হার্টবিট বেড়ে গিয়েছিল,খুবই অস্থিরতা কাজ করছিল নিজেকে সামলাতে পারছিলাম না মনে হচ্ছিল ওখানে পড়ে যাব। মনে হলো চোখের ভুল তাই সিওর হওয়ার জন্য আবার তাকালাম এবং দেখলাম সেও আমার দিকে তাকিয়ে আছে। তার চোখে দেখেছিলাম আমি "আক্ষেপ", আসলে আক্ষেপটা কিসের সেটা বুঝতে পারিনি.. আমি যা অনুভব করছিলাম সেও কি তা অনুভব করছিল? সেও কি পুরনো দিনের স্মৃতি গুলো মনে করতে পারছিল? নাকি পরিচিত মুখ হঠাৎ অপরিচিত হয়ে যাওয়ার ব্যাপারটা সে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। মাথার মধ্যে তখন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল আর অনেক অস্থিরতা কাজ করছিলো শুধু ভাবতেছিলাম নিজেকে কিভাবে সামলাবো, তারপর সেই বিষাদময় দিনগুলোর কথা চিন্তা করলাম সে যেভাবে আমাকে ঠকিয়েছিল...!কত নির্ঘুম রাত কেটেছে, দিন- রাত কান্না করেছি কাউকে বলিনি। বস্তুত আমি অনেক ইমোশনাল একজন পার্সন.! মানুষের দেয়া কষ্ট আমি নিতে পারি না। একটা মানুষ কিভাবে পারে এত সহজে সবকিছু ভুলে যেতে? এত এফোর্ট,ভালোবাসা, কেয়ার, প্রমিস, প্রতিশ্রুতি সবকিছু ভঙ্গ করে কিভাবে করে মানুষ একজন অপরজনের থেকে দূরে সরে যেতে? তাদেরকে একটুও বুক কাঁপে না ? এগুলো কি সবই মিথ্যা?নাকি কিছু হলেও সত্যি? যদি তারা এসব পূরণ করতেই পারবেই না তাহলে কথা দেয় কেন? সামান্য তুচ্ছ কারণে কিভাবে পারে দূরে সরে যেতে? সে চাইলে সারা জীবন আগলে রাখতে পারতো। কিন্তু সে চায়নি সেই ইচ্ছা করেই ছেড়ে গিয়েছে আমাকে। হ্যাঁ, সে আমার "প্রাক্তন"এবং সে একজন "প্রতারক" সে আমাকে কথা দিয়ে কথা রাখেনি..! সে আমাকে ঠকিয়েছে। আমার বিশ্বাস ভঙ্গ করেছে সে চলে যাওয়ার পরে অনেকেই আমার জীবনে এসেছে কিন্তু আমি আর কাউকে বিশ্বাস করতে পারিনি 😅 অনেক প্রশ্ন মনের মধ্যে জমা আছে। আসলেই কি সে আমাকে ভালোবেসেছিল? নাকি সবই তার অভিনয় ছিল..! জানিনা, আর জানতেও চাই না, শুধু জানি সে একজন প্রতারক এবং তার কোনো ক্ষমা নেই..!😅 শুধু একটাই কথা বলব তুমি যে কারণে বা যার জন্য আমাকে ছেড়ে গিয়েছো দোয়া করব তুমি তাকেই পাও,,,কিন্তু সারা জীবন কখনোই ভালোবাসা না পাও ভালো থেকো..😊 #fyppppppppppppppppppppppppp #foryou #unfreezemyacount #bdtiktokofficial🇧🇩 #caption @TikTok @TikTok Bangladesh

About