কিছু চোখের জলে ভালোবাসা ভাসে। কিছু চোখের জলে ভালবাসা হাসে।
2025-08-07 15:42:49
8
slaman ahamed shamim :
🥰🥰🥰🥰🥰🥰
2025-08-23 17:22:08
0
MD Shohel Mia :
রাইট ❤️❤️❤️❤️
2025-08-08 02:43:47
1
Shahdot Sheikh :
মাথা নষ্ট ভিডিও 🥰🥰🥰🥰🥰
2025-08-28 19:12:07
0
@Sa dill Kumar🙏🥰🥰🌹 :
আসলে তোমার ভিডিওগুলো অনেক সুন্দর অনেক সুন্দর খুব ভালো লাগছে খুব সুন্দর তাই সাপোর্ট করে দিলাম বোন আমার একটা গান রয়েছে এই গান একটা ভিডিও বানিয়ে আমার খুশি করে দিও মন কিছুট বোন না তোমার ভাইরাল পারসেন্স আমি ছোট্ট ক্ষুদ্র শিল্পী তোমরা যদি একটু সহযোগিতা করো গানটা যদি ভাইরাল করো তবেই কিছু করা সম্ভব একটু সাপোর্ট কর সবাই মিলে টিকটক বাসি সকলের সাপোর্টের অপেক্ষায় আমি আছি আমি ডালিম ভাই নিজে গানটা লিখেছি নিজে গাইছি তাই সকলের কাছে সহযোগিতা চাইছি সবাই একটা করে ভিডিও বানিয়ে দিয়ে আমাকে সামনে এগিয়ে চলার পথটা একটু করে দাও সবাই মিলেমিশে ভাই শুভ রাত্রি গুড নাইট
পরান-)::তোমার সাথে মন ভরে কথা বলবো বলে। আমি অপক্ষা করেছি আমার হৃদয়ে। অনেক ছিলো, তোমার জন্য, আমার অপেক্ষা ফুরায় না। সকাল থেকে আমি আমি ঘন্টা হিসেব করি। দিন চলে গিয়ে রাত চলে আসে,আমার আর অপেক্ষা ফুরায় না। আমার ধৈর্য শক্তি কম। অপেক্ষা থাকতে আমার ভিষণ কষ্ট হয়। অথচ তোমাকে ভালোবেসে আমি ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। অপেক্ষা বেশি যন্ত্রণা হলেও। আমি আজকাল অপেক্ষা করতে জানি। চারিদিকে দুঃখ পেয়ে ও আমি নীরব থাকি। তীব্র হতাশায় আমি কাদঁতে থাকি এক সময় চুপ হয়ে যাই মন খারাপে দিনে আমি নিজেকে ভীষণ ব্যাস্ত রাখি। ভালোবাসা আমাকে ধৈর্যশীল করেছে। শিখিয়েছে আদীম জাতীর মতো সেই ধৈর্য ধরার কৌশল। তবুও আমি মাঝেমধ্যে হাঁপিয়ে ওঠি। অপেক্ষা যে যন্ত্রণার নিশ্চিত অপেক্ষা মানুষ কে করে তুলে চঞ্চল। আর অনিশ্চিত অপেক্ষায় মানুষ হয়ে যায় হতাশ গস্ত। বয়স ফুরায় সময় ফুরায় সবুজ পাতা ঝরে পরে। তার যৌবন ও ফুরিয়ে যায়। অথচ দেখো আমার আর অপেক্ষা ফুরায় না। ❤️🩹😫i love my koliza,,,01343525115💖💖
2025-08-08 17:45:33
2
সত্যেন রায় নীলফামারী :
@@Sa dill Kumar🙏🥰🥰🌹:সাপোর্ট করে দিলাম সাপোর্ট ♥️♥️♥️অবশ্যই সকলের সাপোর্ট চাই তাছাড়া আমি কিছু 🥰🥰♥️আপনার একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমার আরো ভিডিও বানানোর মডিফাইড বাড়ায় তাই সকলকে দিলাম আমন্ত্রণ আমার গানের ভিডিও বানায়া একটু খুশি করে দিও আমার মন সাপোর্ট চাই সাপোর্ট চাই নিয়ে যাই ছবি রাম সাপোর্ট করে দিলাম
সাপোর্ট করে দিলাম সাপোর্ট চাই আমি সকলের এস এ দিল কুমার ভাই ♥️♥️♥️অবশ্যই সকলের সাপোর্ট চাই তাছাড়া আমি কিছুই নাই 🥰🥰♥️আপনার একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমার আরো ভিডিও বানানোর মডিফাইড বাড়ায় তাই সকলকে দিলাম আমন্ত্রণ আমার গানের ভিডিও বানায়া একটু খুশি করে দিও আমার মন সাপোর্ট চাই সাপোর্ট চাই নিয়ে যাই ছবি রাম সাপোর্ট করে দিলাম
2025-08-07 16:32:09
2
To see more videos from user @user8112596600218, please go to the Tikwm
homepage.