♣️🖤({ডি্ঁপ্রে্ঁশ্ঁন্ঁ})🖤♣️ :
কিছু সম্পর্ক শেষ হয় না-শুধু সময়ের সঙ্গে সঙ্গে তারা নিঃশব্দে আমাদের জীবন থেকে মুছে যায়..কখনো কখনো কিছু সম্পর্ক থেকে চাইলেও বের হওয়া যায় না, আর কিছু সম্পর্ক এমন হয়, যেখানে থেকেও যেন হারিয়ে যাই। তুমি তো বলেছিলে, আমার হাত কখনো ছাড়বে না, আমার পাশে থাকবে, আমার চোখের জল তোমার পৃথিবীকে কাঁপিয়ে দেবে। অথচ সময়ের সঙ্গে সঙ্গে সব বদলে গেল। আমি হারিয়ে গেলাম তোমার মনে, আর তুমিও হারিয়ে গেলে আমার জীবনের গল্প থেকে।
একদিন যে মানুষটা আমার মুখের হাসি দেখে নিজের আনন্দ খুঁজে পেত, আজ সে-ই মানুষটা আমাকে কাঁদিয়ে স্বস্তি খোঁজে। আমি জানি, ভালোবাসা কখনো দাবি করে না, কিন্তু এটাও তো সত্যি যে, ভালোবাসা কখনো অবহেলাও সহ্য করতে পারে না। আমার মন ভেঙেছে, কিন্তু আমি কারো কাছে কিছু বলতে পারি না। কারণ আমি জানি, দুঃখ প্রকাশ করলে মানুষ তা হাসির খোরাক বানিয়ে নেয়।
রাতের নীরবতায় যখন একা বসে থাকি, তখন কেবল পুরোনো স্মৃতিগুলো সামনে এসে দাঁড়ায়। মনে হয়, যদি সময়টাকে পেছনে নেওয়া যেত! যদি আবার সেই দিনগুলো ফিরে আসতো! কিন্তু বাস্তবতা এতটাই নির্মম যে, সময় কারো জন্য থেমে থাকে না, আর হারানো মানুষগুলোও আর ফিরে আসে না।.........😅🥺
2025-08-08 17:34:56