༒︎Riyad༒︎ᎶᎯℳℐℕᎶ༒︎ :
তুমি আমার জীবনে খুব অল্প সময়ের জন্য এসেছিলে, তবে চিরজীবনের মতো স্মৃতি রেখে গেলে। তোমার প্রতিটা কথা, প্রতিটা হাসি, এখনো আমার নিঃশ্বাসে বাজে, নিঃশব্দ কোনো সুরের মতো। তুমি চলে গেছো অনেক আগে, কিন্তু এখনো মনে হয়—এই তো একটু আগেই ছিলে পাশে। তোমার ছোঁয়া, তোমার চোখের ভাষা, সব কিছুই যেন এক অলিখিত কবিতার মতো রয়ে গেছে মনে। আমরা একসাথে ছিলাম খুব অল্প কিছু দিন, কিন্তু সেই দিনগুলো যেন আমার জীবনের সবচেয়ে বড় অধ্যায়। তুমি ছিলে হঠাৎ আসা এক বসন্ত, যে ঋতু কেটে গেলেও রেখে যায় রঙ ও ঘ্রাণের দীর্ঘচিহ্ন। তোমার চলে যাওয়াটা যেমন ছিল নিরব, তেমনি তোমার রেখে যাওয়া স্মৃতিগুলোও যেন নিঃশব্দ যন্ত্রণার মতো। তুমি আজ নেই, অথচ আছো— আমার প্রতিদিনের ভাবনায়, আমার রাতের স্বপ্নে, আমার একাকিত্বে। তুমি খুব কম সময়ের অতিথি, কিন্তু চলে গেলে চিরস্থায়ী হয়ে আমার ভেতরে। তোমাকে ভুলতে পারিনি, আর পারবও না কখনো, কারণ তুমি হয়ে গেছো আমার জীবনের সেই অধ্যায়— যেটা আর কখনো লেখা যাবে না, শুধু পড়া যাবে চোখের জলে।
2025-08-12 19:08:35