𝐀𝐭𝐢𝐤 𝙷𝙰𝚂𝙰𝙽 𝐒𝐡𝐮𝐯𝐨 :
,,চিরকাল এই হৃদয়টা ছটফট করবে, তোমাকে না পাওয়ার যন্ত্রণায়। সময়ের স্রোত যতই দূরে নিয়ে যাক, মানুষের ভিড় যতই ভুলতে বলুক, ভেতরের শূন্যতা কোনোদিন ও পূরণ হবে না। তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে বড় আশা, স্বপ্নের সবচেয়ে উজ্জ্বল আলো, অথচ নিয়তির নিষ্ঠুর খেলায় সেই আলোকে আমি স্পর্শই করতে পারলাম না।হাজার মানুষের কাছে থেকেও, তোমার অভাব আমাকে প্রতিটি মূহুর্তে গ্রাস করে। প্রতিদিনের হাসির আড়ালে লুকিয়ে থাকা এক গভীর বেদনা__ যেখানে শুধু তোমার নামের প্রতিধ্বনি বাজে। আমি জানি, পৃথিবীর কোনো প্রার্থনা, কোনো কান্না কোনো আকুলতা তোমাকে আর আমার করে তুলতে পারবে না, তবুও হৃদয়টা হাল ছাড়তে জানে না। ভালোবাসার এই তীব্র তৃষ্ণা আমাকে সারাজীবন কষ্ট দেবে, আমাকে বারবার মনে করিয়ে দেবে__সবচেয়ে বেশি যাকে চাই, সেই মানুষটাই চিরকাল আমার নাগালের বাইরে রয়ে গেল। এমন এক আফসোস থাকবে আজীবন
2025-09-26 10:57:09