🫒🎀 𝑺.𝑬.𝑻.𝑼 🎀✨ :
আম্মু! তুমি সব সময় এত সত্যি কথা কেমনে বলো, বলো তো😕, তুমি কেন সব সময় ঠিক বলো আম্মু, তোমার ঠিক কথা গুলো যে আমাকে অনেক কষ্ট দেই গো আম্মু😅❤️🩹, তুমি দু একবার বেঠিক বলে আমাকে খুশিও তো করতে পারো আম্মু ও আম্মু তোমার কথা তো আবার ও ঠিক হয়ে গেল, ও তো আমাকে রেখে চলে গেছে গো আম্মু😅❤️🩹, আমি তোমারে কেমনে বলবো আম্মু যে যার জন্য এত খারাপ হোলাম ফ্যামেলির কাছে সে আমাকে বাদ দিয়ে দিছে আম্মু, ও আম্মু তোমার মেয়ে ভালো নাই গো আম্মু আমি কাউকে বলতে পারতেছি না এ কথা 😅❤️🩹, কেমনে বলবো বলো তো সবাইকে যে বলছিলাম ওর কথা গলা উচু করে সবার বিরুদ্ধে গিয়ে তার সাথে সম্পর্ক রাখছিলাম এখন কি বলবো বলোতো তাদের আমি😕❤️🩹, আম্মুরে আমি আর সহ্য করতে পারতেছি না গো আম্মু তোমার এই সত্যি কথা গুলো আমাকে খুব কষ্ট দিচ্ছে আম্মু 😭❤️🩹,জানো আম্মু তুমি না বলছিলা এত কিছু না করতে সবাই নাকি এক রকম হয়, আমি তাও জোর করে ওর জন্য সব করতাম লুকায় লুকায় সব নিয়ে যেতাম, দেখো তুমি বলতে না বলতে সে তার রুপ দেখাই দিল😅, সে আবার প্রমান করে দিলো তোমার কথাই সত্যি আম্মু, 😅❤️🩹 জানো আম্মু ও আমাকে কেন ছারছে🥲, একটা হারাম সম্পর্কের জন্য আম্মু একটা হারাম সম্পর্ক আমার থেকে ওর কাছে বেশি হয়ে গেছে আম্মু🥲❤️🩹, আম্মু আমার অনেক ইচ্ছা করতেছে তোমারে জড়ায় ধরে সব বলি কিন্তু ও কোনো রাস্তায় রাখে নাই বলার আম্মু....! 😭❤️🩹😅
2025-08-14 19:05:39