𖤍999┈༝༚༝༚🆃🅾🅷🅸🅳☠︎ :
ভেঙ্গে পড়ার কিছু নেই, একা বাঁচতে শিখো। খারাপ সময় একাই বাঁচতে হয়...!
জীবনের সবচেয়ে কঠিন শিক্ষা হয়তো এটাই—সব সময় পাশে কেউ থাকে না। অনেক সম্পর্ক, অনেক ভালোবাসা, অনেক কথার আশ্বাসগুলো সময়ের সাথে কেমন যেন হারিয়ে যায়। তখন আর কাঁধে মাথা রাখার কেউ থাকে না, হাত ধরে বলার কেউ থাকে না যে "তুমি একা না।"
কিন্তু ঠিক সেইখান থেকেই শুরু হয় নিজের পথ চলা। যখন চারপাশে নিরবতা, যখন চোখে জল লুকিয়ে হাসতে হয়, তখনই বুঝি—নিজেকেই নিজের আশ্রয় হতে হয়। নিজেকেই সান্ত্বনা দিতে হয়, নিজেকেই বোঝাতে হয়—তুমি পারবে, তুমি ভাঙবে না।
সবাই বলে না, সময় বদলায়। কিন্তু সেই সময়টা পার করে যেতে যে মানসিক শক্তি লাগে, সেটা শুধু একাই টের পাওয়া যায়। কেউ জানে না, রাতে ঘুম আসেনি বলে সকালে ক্লান্ত মুখটা কীভাবে হাসিমুখ বানাতে হয়। কেউ বোঝে না, বুকের ভেতরের ঝড়কে কীভাবে থামিয়ে রাখতে হয় যেন বাইরে কেউ কিছু না টের পায়।
তাই আজ নিজেকে বলি—তুই একা, ঠিকই। কিন্তু তুই দুর্বল না। তোকে কেউ ঠেকাতে পারবে না, যদি তুই নিজে নিজের পাশে থাকিস।
যারা গেছে, যাক। যারা বুঝেনি, তাদের আর বোঝানোর কিছু নেই। কিন্তু নিজেকে বোঝাতে হবে—তুই যথেষ্ট। তুই অনেক কিছু পারিস।
ভরসা রাখ, দিনের শেষে তুই-ই তোকে জিতিয়ে নিবি।💔😅
2025-08-09 22:38:31