❤️🩹 👀 Tattoo RIYAZ 👀 ❤️🩹 :
"আমার কিছু হয়ে গেলে, আমাকে মনে রাখবে তো?"
এই প্রশ্নটা সবার কাছে হয়তো ছোট মনে হয়, কিন্তু আমার কাছে এটা অনেক বড় একটা চাওয়া। হয়তো কোনো একদিন আমি আর থাকবো না, হয়তো কোনো এক সন্ধ্যায় হঠাৎ করেই আমার নামটা হারিয়ে যাবে তোমার কললিস্ট থেকে… চ্যাটবক্সে ‘Last seen’ হয়ে যাবে চিরতরের জন্য। তখন কি একবার হলেও মনে পড়বে আমার কথা? যে মানুষটা নিঃশব্দে তোমার সবটুকু বুঝতে চেয়েছিল, ভালোবেসেছিল নিজের সমস্তটা দিয়ে?
যেদিন আমি থাকবো না, সেদিন কি হঠাৎ করে কোনো গান শুনে মনে পড়বে আমার কথা? মনে হবে, “এই গানটা তো ওর প্রিয় ছিল…” অথবা বৃষ্টি হলে কি জানালার পাশে দাঁড়িয়ে ভাববে, “ও বলতো, বৃষ্টি মানেই পুরনো স্মৃতি...”
আমার পাগলামি, আমার ছোট ছোট অভিমান, আমার বলা কথাগুলো—সবটা কি একেবারে মুছে যাবে? নাকি কোন অজানা সময়ে হঠাৎ করেই মনে পড়ে যাবে, "আচ্ছা, ও তো এমন বলতো..."
আমি চাই না তুমি কাঁদো আমার জন্য। শুধু চাই, কোথাও একটুখানি জায়গায় আমি থেকে যাই তোমার স্মৃতিতে। খুব একটা না হয়, এক কাপ চায়ের সময়টুকু বা এক নিঃশ্বাসের ফাঁকে—সেইটুকু মনে রাখলেই আমি নিশ্চিত হবো, ভালোবেসে ভুল করিনি।
কারণ আমার জন্য ভালোবাসা মানে ছিল না শুধু থাকার প্রতিশ্রুতি, বরং হারিয়েও থেকে যাওয়ার সাহস।
তাই শেষবারের মতো জিজ্ঞাসা করছি—"আমার কিছু হয়ে গেলে, আমাকে মনে রাখবে তো?"😅💔
2025-08-14 14:37:29