Md Somrat Khan :
পুরুষ মানুষের জীবন যেন এক অনিশ্চিত সফর!"তার জীবনের গতি কখনো স্থির থাকে না, ঠিক যেন এক বাঁকানো নদীর মতো,বয়ে চলে অজানা গন্তব্যের দিকে!"একজন পুরুষ জানে না, এখন থেকে এক ঘন্টা পর তার জীবনে কি ঘটবে?তবুও সে নিজেকে বিলিয়ে দেয় পরিবারের প্রত্যেকটি মানুষের সুখের জন্য! নিজের স্বপ্ন,ইচ্ছে,আরাম,ভালো লাগা ক্লান্ত হওয়া_সব ত্যাগ করে। জীবনের প্রতিটি ধাপে তাকে লড়াই করতে হয়,কখনো নিজের সঙ্গে, কখনো সমাজের সঙ্গে। কিন্তু এই লড়াইয়ের কথা কেউ শোনে না, ব্যর্থতার যন্ত্রণা তাকে গ্ৰাস করে দিন-রাত...!"একজন পুরুষ যখন সফল হয়,সবাই তার প্রশংসা করে কিন্তু যখন ব্যর্থ হয়, কেউ পাশে থাকে না। আর এ সব কিছুর জন্য দায়ী কে?বলছি, মেশিনে প্রিন্ট করা টুকরো কাগজ গুলো,হ্যাঁ!যদি তা'ই না হবে,মানুষ সৃষ্টির সেরা হয়েও কেন এই টুকরো কাগজ গুলোর কাছে বারবার হেরে যায়!"কেন?
কারণ আমাদের দৈনন্দিন জীবনের চাহিদা,ভোগ-বিলাসিতা, উচ্চাকাঙ্ক্ষা সমস্ত কিছুর নেতা এই টুকরো কাগজ।পুরুষও কম না ভাই"ব্যর্থতার গ্লানি নিয়ে তবুও সে হাল ছাড়ে না!শত দুঃখ, কষ্ট হতাশার মাঝেও মুখে হাসি রাখে।নিজেই নিজের সান্ত্বনা হয়ে,নিজেই নিজের কাছে আশ্রয় খোঁজে!"পুরুষ মানুষের জীবন মানেই"নিরব"সহ্য করার গল্প।তার হাসির আড়ালে লুকিয়ে থাকে অজস্র না বলা কথা, চাঁপা কষ্ট, অব্যক্ত কান্না!এবং সবাইকে ভালো রাখার অনন্ত- প্রচেষ্টা..!"হয়তো সে একদিন সাকসেস হয় বা হবে, কিন্তু ততদিনে বয়স বাড়ার সাথে সাথে তার বেঁচে থাকার
শক্তি এবং আশাট'ই মরে যাবে!"
"হ্যাঁ এটাই পুরুষ মানুষের জীবন-----"একটা নিরব যুদ্ধ,যে যুদ্ধের সৈনিক হয়ে সে কখনো নিজের অস্তিত্বের দাবি করে না!! পুরুষ সারাজীবন অন্যের জন্য বাঁচে, নিজের জন্য নয়..
🙏🙏❤️
2025-08-15 03:56:43