Heartless🖤❌ :
স্বাধীনতার আগের শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধা চলাকালীন শেখ মুজিবুর রহমান অত্যন্ত জনপ্রিয় অত্যন্ত শ্রদ্ধার ব্যক্তি ছিলেন,, স্বাধীন বাংলাদেশ তৈরি হওয়ার পর অর্থাৎ মুক্তিযুদ্ধের পর শেখ মুজিবুর রহমান এক নায়ক তন্ত্র তৈরি করার জন্য বাকশালের জন্ম দিয়ে বাংলাদেশে তার যে শাসনামল সেটা ছিল বাংলাদেশের মানুষের জন্য দুর্বিষহ এক শাসন ব্যবস্থা,,, যেখানে ছিল দুর্নীতি, অন্যায় অত্যাচার দুর্ভিক্ষে মানুষের মৃত্যু , বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম গুম, ও ক্রসফায়ার করে মানুষকে হত্যা এছাড়া তার বর্বর শাসন আমল যা মানুষের শ্বাস কেড়ে নিচ্ছিলো, অসংখ্য অন্যায় যা মানুষের কাছে স্বাধীনতার পরবর্তী শেখ মুজিবুর রহমানকে ঘৃণিত করে তুলে,,,আমি মনে করি ,,একজন জনপ্রিয় নেতার মধ্যে সততা নিষ্ঠা না থাকে তাহলে ওই জনপ্রিয় ব্যক্তি কতটুকু ও ঘৃণিত হতে পারে তার একটা উদাহরণ শেখ মুজিবুর রহমান হতে পারে
2025-08-15 05:59:29