Rifat R :
আমার সবচেয়ে বড় ব্যর্থতা হলো, কেউ আমাকে কষ্ট দিলে আমি অভিযোগ করতে পারি না। খা'রাপ আচরণ করলে বলতে পারি না, “এমনটা করো না, আমার খারাপ লাগে।” কেউ আমাকে ভেঙ্গে দিলে সেই ক্ষত তার কাছে ফুটিয়ে তুলতে পারি না। কীভাবে জানি চুপ হয়ে যাই। অভিমান হয়, যন্ত্রণা হয়, অনেককিছু বলতে ইচ্ছে হয়৷ তবুও এই ভেবে বলি না, হয়তো সে নিজে বুঝবে। কিংবা কষ্ট পাবে।
আসলে আমরা যাদেরকে নিজের ভুল বুঝার সুযোগ দেই, তারা তা কখনোই বুঝে ওঠতে পারে না। অভিযোগ করলেও বুঝে না। বুঝার চেষ্টাও করে না। হাজারো আঘাত করার পর সবসময় তারা-ই ঠিক থেকে যায়।
আমার সবচেয়ে বড় শক্তি হলো, এসব কষ্ট আমার একসময়ে সয়ে আসে। হঠাৎ করে নিজের মধ্যে বড্ড পরিবর্তন অনুভব করি৷ কথা পরিবর্তন হয়, আচরণ বদলায়। নিজেকে গুটিয়ে নিতে শুরু করি। এই গুটিয়ে নেওয়াটা একদিনে হয় না। ধীরে ধীরে! এতোটাই ধীরে যে, তারা কবে আমার মন থেকে ওঠে যায়, নিজেও টের পাই না।
সবশেষে তারা আবারো আমাকে কষ্ট দেয়। দোষারোপ করে, বদনাম করে। বলে যে, আমি না-কি বদলে গেছি। অথচ, তারা কখনোই বদলে যাওয়ার কারণটা খুঁজতে চায় না।
2025-08-16 09:28:18