@blink_riki10: True love s2 Ep:8 তখন রুমে এসে vusang এন্ড sana ঢুকে। sana: ভাইয়া আমার মনে হয় আমাদের আদরের ছোট ভাইটা কারো প্রেমে পরছে lisa: আমাকে দেখে কী তোর সেটা মনে হবে Sana: yeah brother Lisa: মইরা যা শয়তান এমনি মানুষের উপর দোষ চাপায় দেয় Sana: ঠাডা পড়ুক তোর উপর Lisa: শকুনের দোয়ায় মানুষ মরে না Vusang: hmm তোরা এখন চুপ কর Lisa: আচ্ছা ভাইয়া তোমরা বিয়েতে আমার একটা প্ল্যান আছে Vusang: কী Lisa: তুমি আর ভাবি মিলে একটা couple dance দিবা। তুমি কী রাজি Vusang: আমি তো রাজি but সে ই রাজি আছে Lisa: এইসব নিয়ে চিন্তা করো না। ভাবির বোনেরা ভাবিকে যেকোনো ভাবে manage করে নিবে ওরাও চায় তোমরা couple dance করো Vusang: তো কী নাচে নাচবো সেটা কী select করে রাখছিস Lisa: না।আচ্ছা বেয়াইনএর সাথে মিলে select করবো Sana: hmm আচ্ছা lisa ভাইয়া এই বেয়াইনটা কে আমাকে দেখাবা Lisa: গায়ে হলুদের দিন দেখবি এখন না। Sana: তাহলে অন্তত নামটা বল Lisa: Jennie Sana: hmm অনেক সুন্দর নাম আমার মনে হচ্ছে নাম যেহেতু সুন্দর না জানি মেয়েটা কতো সুন্দর Lisa: সুন্দর হলে কী হয়েছে। ওর ছেলেদের সাথে একদমই মিল নাই। আমার সাথে অনেক দিন ঝগড়া করছে Sana: করারই তো কথা তুই যে মানুষ যে কেওই তোর সাথে ঝগড়া লেগে যাবে Lisa: তুই চুপ কর পাগল।আচ্ছা ভাইয়া তুমি বলো গায়ে হলুদে করবা নাকি বিয়েতে Vusang: তোরা যা চাস তাই হবে Lisa: Ok next day,,,, Lisaআর জেনিকে একসাথে দেখা যায় ওরা একটা লেকের পাড়ে দাঁড়িয়ে আছে। Jennie: আমাকে এখানে কেনো ডেকে এনেছেন সেটা বলেন আমার এতো ফালতু সময় নেই আপনার সাথে কথা বলার Lisa: একটু মুখের ভাষা মিষ্টি করিয়েন তারপর কথা বলিয়েন। আচ্ছা এইসব বাদদেন আমার কথা শুনেন Jennie: কী? Lisa: ভাবী আর ভাইয়া যে couple dance করবে কোন dance stepটা করবে ভেবে দেখছো Jennie: না এখনো ভাবা হয়নি আপনি ভেবে রেখেছেন Lisa: Same অবস্থা এখনো ভাবা হয়নি। আজকে আপনাকে ডাকলাম আপনার সাথে মিলে ভেবে রাখি ওরা দুইটা couple danceএর ভিডিও দেখে তারপর সেই ভিডিও থেকে একটা select করে নেয়। Jennie: এই dance step মোতাবেক দুলাভাইকে ভালো ভাবে practice করাবেন Lisa: আপনিও ভাবিকে ভালো ভাবে dance stepটা শিখাবেন Jennie: আমাকে আর বলে দিতে হবে না আমি শিখিয়ে দিতে পারবো। but দুলাভিয়ের কোনো dance stepএ যদি কোনো প্রকার ভুল দেখি তাহলে তোর খবর আছে মনে রাখিস Lisa: ঠিক আছে mam কোনো প্রকার ভুল থাকবে না Jennie: মনে থাকে যেনো Lisa: hmm বিষাক্ত সাপের কথা এমনিতেই মনে থাকবে Jennie: শয়তানের বাচ্চা কিছু বলতেছি না দেখে আমাকে যা তা বলতেছিস তোকে আমি দেখে নিবো Lisa: আচ্ছা আচ্ছা এইসব নিয়ে অযথা ঝগড়া করে লাভ নাই। বরং এটা ভাবুন অনুষ্ঠানটি কিভাবে করবেন। decoration কেমন করে করবেন নিজের বাসার সেটা ভাবুন Jennie: আমি already সব কিছু ভেবে রেখছি কারণ একটা মাত্র বোনের বিয়ে তাই বেশি late করলে চলবে না Lisa: good girl। আচ্ছা অন্য আরেকদিন দেখা হবে আপনার সাথে bye Jennie: দেখা না হলেই ভালো হয় অযথা দেখা হওয়া ঝগড়া করা Lisa: এখন আমাদের মাঝে আত্মীয়তা হয়েছে তাই প্রতিদিনই দেখা হবে Jennie: বিরক্তিকর🙄 Lisa: By The Way Mam আমি কিন্তু নিজের প্রতিশোধটা খুব ভালো করেই নিবো Jennie: কী করবেন্ আর প্রতিশোধই বা কিভাবে নিবেন Lisa: সেটা বলা যায় নাকি mam সাহেবা Jennie: আচ্ছা বলিয়েন না আমিও দেখে নিবো আপনি কিভাবে প্রতিশোধ নেন এই বলে দুইজন দুই দিকে চলে যায়।জেনি। নিজের বাসায় এসে ফ্রেস হয়ে রুমে বসে সে অনেক ক্লান্ত copylink please my pretty girl’s🎀