J > Y ❤️🩹 :
আমি তোমাকে ভুলবো কিভাবে?
আমি তোমায় ভুলবো কিভাবে? আজও তোমাকে দেখি তুমি সেই রকমই আছো,,
আমি তোমাকে ভালোবাসি, আর তুমি ভালোবাসা অন্যকে,, আমি যে তোমায় আগের মতই ভালবেসে,,
শুধু তোমাকে ভুলে যেতে পারি না। তুমি যে অন্যের সেটা আমি কখনো ভাবতেই পারি না,, আমার যে মন মানে না। তুমি কেন আমার মনের কথা শোনার আগে তুমি অন্য কারো,, আজও তোমাকে দেখি একি চোখে একই মায়ার চোখে আমি চাইলেও এখন তোমাকে পাবো না,, কারণ আমি আর কখনো কষ্ট পেতে চাই না,, কিন্তু হ্যাঁ আমি তোমাকে চিরদিন ভালোবেসে যাবো তোমাকে নিয়ে আমার সব স্মৃতি অতুলনীয় থাকবে ভালো থেকো সুস্থ থেকো
2025-08-19 17:35:43