mastar..Mafia :
@📜🖋️ব্যর্থ কবি🖋️📜:ধ্বংসের দিকে তাকিয়ে মুচকি হাসি দেওয়া অদ্ভুত মানুষ আমি!"
হয়তো আমি পাগল, নয়তো অনুভূতির ভেতরেই কোনো এক গভীর অতল দুঃখ বাসা বেঁধেছে… তবুও নিজেকে জোর করে হাসাতে শিখে গেছি। যেদিন ভেতরটা একেবারে ভেঙে গিয়েছিল, সেদিনও বাইরে থেকে এক চিলটে হাসি- মুখে সবার সামনে দাঁড়িয়েছিলাম"
কষ্টগুলোকে আমি বানিয়েছি বন্ধু একাকিত্বকেও আপন করে নিয়েছি".
মানুষ ভাবে আমি হয়তো সুখী,-শক্ত, -নির্লিপ্ত—কিন্তু তারা জানে না, প্রতিটি সময় আমার এক একটা লড়াই'.
নিজেকে নিজেই বুঝিয়ে রাখি, “তুই ভালো আছিস”.(হ্যা ভালো -ই আছি).. অথচ জানি, আমি ভালো নেই। ভেঙে যাচ্ছি প্রতিদিন একটু একটু করে, আর এই ধ্বংস হওয়া-টা'কেই যেন ভালোবেসে ফেলেছি।
আমি সেই মানুষ, যে হার মানার আগেই হাসে—কারণ জানি, কান্না দেখিয়ে লাভ নেই। পৃথিবী শুধু শক্তদের মনে রাখে, দুর্বলদের নয়। তাই আমি অদ্ভুত, আমি অনুভূতির আগুনে পুড়ে যাওয়া এক নীরব যোদ্ধা।
আমার জীবন কোনো সুখের গল্প নয়—এটা এক নিঃশব্দ বিপ্লব। যেখানে হাসির আড়ালে লুকানো থাকে হাজারো না বলা কথা, ভাঙা স্বপ্ন আর হারিয়ে যাওয়া আমি...😅💉🚬তোমাকে নিয়ে ভাবলেই কেন যেন চোখের কোনায় জমে ওঠে একফোঁটা অশ্রু। বুকের ভেতর এক অজানা ব্যথা, যা কেবল তোমার জন্যই। তুমি ছিলে অন্য সবার চেয়ে আলাদা, বিশেষ। তুমি ছিলে আমার হৃদয়ের খুব কাছের, একদম গভীরে থাকা মানুষ। তোমার স্মৃতি, তোমার হাসি, তোমার স্পর্শ-সব যেন এখনও মনে হয় কালকের কথা। অথচ সেই সব স্মৃতি আজ আমাকে একা করে তোলে। আমি আজও প্রভুর কাছে প্রার্থনা করি, তুমি যেন ভালো থাকো।_তোমার নতুন শহর, নতুন জীবনের নতুন মানুষ-সবকিছু যেন তোমার জন্য সুখ বয়ে আনে। তবে, আমার চোখের কোনায় জমে থাকা এই অশ্রু যেন কোনো অভিশাপ হয়ে তোমাকে ছুঁতে না পারে। তোমার জন্য হৃদয়ের গভীর থেকে ভালোবাসা, আর প্রার্থনা। ভালো থেকো তুমি, যেখানে আছো, যার সঙ্গে আছো। তুমি সুখেই থাকো নতুন কোনো শহরে, নতুন কোনো গল্পে, নতুন কোনো মায়ায়। _তবুও একটা দীর্ঘশ্বাস রয়ে যায়-তুমি আর আমি, আমরা এক হয়ে উঠতে পারলাম না। আমার মনে তুমি সেই একমাত্র বিশেষ মানুষ, যাকে ভুলে যাওয়া অসম্ভব। তোমার ভালো থাকা যেন আমার সমস্ত কষ্টকে সার্থক করে তোলে। -তোমার স্মৃতি যতই কষ্ট দিক, আমি তবুও চাই, তুমি হাসিখুশি থাকো। নতুন জীবনের প্রতিটি মুহূর্ত যেন তোমার জন্য আনন্দ বয়ে আনে। ভালো থেকো তুমি, প্রিয়। তোমার এই স্মৃতি হৃদয়ের এক কোণায় বেচে থাকবে, যতদিন আমি আছি.!☺️🤎***তোমাকে নিয়ে ভাবলেই কেন যেন চোখের কোনায় জমে ওঠে একফোঁটা অশ্রু। বুকের ভেতর এক অজানা ব্যথা, যা কেবল তোমার জন্যই। তুমি ছিলে অন্য সবার চেয়ে আলাদা, বিশেষ। তুমি ছিলে আমার
2025-08-23 20:24:32