কে জানে কে আমি :
:ব্যর্থ আমি, ব্যর্থ আমার মন, ভিক্ষুকের মত ভিক্ষা চেয়েও, পাইনি তোমার মন..."
এক সময় ভাবতাম, ভালোবাসা মানেই সমানভাবে অনুভব করা, সমানভাবে চাওয়া-পাওয়া। কিন্তু আজ বুঝি, আমি শুধু চেয়েছি, শুধু ভালোবেসেছি, একপাক্ষিক এই অনুভবের ভার বয়ে চলেছি দিনের পর দিন।
তুমি ছিলে আমার পৃথিবী, আর আমি ছিলাম তোমার ছায়ায় হারিয়ে যাওয়া কোনো অচেনা মুখ। বারবার চেষ্টা করেছি তোমার মন জয়ের, হয়তো তোমার চোখে একটুখানি জায়গা পাবো বলে।
ভালোবাসার ভিক্ষা চেয়েছি, সম্মানের তোয়াক্কা না করেই হাত পেতেছি তোমার সামনে। কিন্তু তুমি? তুমি কখনো বুঝলে না, আমার চোখের জল, কাঁপা কণ্ঠ, অথবা রাতভর জেগে থাকা নিঃশব্দ কান্নার মানে।
ভেবেছিলাম তুমি ফিরে তাকাবে, হয়তো একদিন বলবে, "তোমাকে ছাড়া আমি অপূর্ণ!"
কিন্তু না... সময়ের পাতায় তুমি শুধু স্মৃতি হয়ে থাকলে, আর আমি রয়ে গেলাম এক নিঃসঙ্গ যোদ্ধা হয়ে—ভালোবাসার ময়দানে বারবার হারতে থাকা এক ব্যর্থ সৈনিক।
আজ আর কিছু চাই না, শুধু একটু শান্তি... আমার ভাঙা মনটার জন্য।🙂💔
2025-08-20 05:00:02