@mdriski4: “চাইনি হারাতে, তবু ভাগ্যের কাছে হেরে গেলাম… শুধু চাই, তুমি সুখে থেকে।” “তুমি আমার হওনি , এ জন্য—আমি তোমার হতে পারলাম না।” “আমার কাছে না থেকেও যদি ভালো থাকো, তাহলে দূর থেকে ও আমি শান্তি পাবো ।” “আমার না হয়েও যদি তোমার জীবন রঙিন হয়, তাহলে আমি সাদা-কালো নিয়েই বেঁচে থাকবো ।” “তুমি আমার হতে চাওনি, কিন্তু আমিও তো চাইনি তোমার ছাড়া বাঁচতে… আজ দু’জনেই আলাদা— তুমি সুখে, আমি কষ্টে।” “তুমি চলে গিয়েছো হাসি মুখে, আর আমি থেকে গেছি ভাঙা হৃদয় নিয়ে… তোমার জন্য হাসি এখনো আছে, কিন্তু আমার জন্য শুধুই কান্না।” __ “আমার স্বপ্ন ছিল, তোমাকে আঁকড়ে ধরা, একটা ভবিষ্যৎ ছিল… কিন্তু ভাগ্য এমন লিখলো— তুমি অন্য কারো, আমি একা অন্ধকারে।” “তুমি আমাকে ভুলে নতুন করে শুরু করেছো, আর আমি আজও ভাঙা স্মৃতিগুলো জড়িয়ে বেঁচে আছি।” “তুমি সুখে থেকো, দোয়া করি— কিন্তু আমায় ভুলে থেকো, কারণ আমার নাম মনে পড়লেই শুধু কষ্ট পাবে।” “আমি চাইনি কিছু, শুধু তোমাকে চেয়েছিলাম… আর আজ আমি সবকিছু হারিয়ে ফেলেও শুধু তোমাকেই হারানোর কষ্ট টা বয়ে বেড়াচ্ছি।” “আমার স্বপ্ন ভেঙে গেলেও প্রার্থনা করি, তোমার সব স্বপ্ন যেনো পূর্ণ হয়।” “আমি হারালাম শুধু তোমাকে, কিন্তু তুমি যেনো কখনো সুখ না হারাও।” “আমার না হওয়াটা হয়তো ভাগ্যের খেলা ছিলো, তবু মনে চাই—তুমি যেনো সব খেলায় জিতে যাও।” “আমি ভাঙা আয়নায় নিজের মুখ দেখি, শুধু চাই তুমি যেনো কখনো ভাঙা স্বপ্ন না দেখো।” “আমার পৃথিবী অন্ধকার হলেও, তোমার আকাশটা যেনো আলোয় ভরে থাকে।” “তুমি আমার হতে পারোনি, তবুও আমার প্রতিটা দোয়া তোমার জন্যই।” “তুমি সুখী থাকলেই আমি শান্তি পাই, যদিও সেই সুখের মাঝে আমি নেই।” “আমার ভালোবাসা প্রমাণ হলো না, তবুও মনে প্রাণে চাই তুমি যেনো ভালোবাসা পাও চিরকাল।” “হাজার মানুষে ভিড়ে থাকো তুমি, তবুও যেনো কখনো একা না মনে হয় তোমার।” “আমার কপালে তুমি ছিলে না, তবুও মন থেকে চাই তুমি সারাজীবন সুখী থাকো।” “আমার ভাগ্যে তুমি না থাকলেও, প্রার্থনা করি তোমার ভাগ্যে যেনো শুধু হাসি আর ভালোবাসা লেখা থাকে।” “হয়তো আল্লাহ আমাকে তোমার জন্য বানাননি, তবুও দোয়া করি—যার জন্য বানিয়েছেন,,, সে যেনো তোমাকে কোনোদিন কাঁদায় না।” “আমার দুনিয়াটা ভেঙে গেছে, কিন্তু তোমার দুনিয়াটা যেনো সাজানো থাকে সারাজীবন।” “আমার কপালে অশ্রু লিখে দিলো, তবুও চাই তোমার কপালে যেনো সুখ লেখা থাকুক।” “তুমি আমার স্বপ্নের শেষ অধ্যায় ছিলে, কিন্তু তোমার জীবনের গল্পটা যেনো সুখের শুরুতে থেমে না যায়।” “আমি ভেঙে গেছি , কিন্তু তোমাকে ভাঙতে চাই না; আমার কষ্টে যদি তোমার সুখ লুকিয়ে থাকে, তাহলে আমি হাসিমুখে সেই কষ্টই বয়ে নেবো।” “আমার দুনিয়াটা তোমাকে ছাড়া অন্ধকার, তবুও চাই তোমার আকাশটা আলোয় ভরে থাকুক।” “তুমি ছিলে আমার গল্পের শুরু আর শেষ, কিন্তু আমার গল্পটা শেষ হলো তোমাকে ছাড়া।” “আমি তোমার হতে পারলাম না, কিন্তু আমার দোয়া, আমার কান্না— সবটাই তোমার জন্য রেখে দিলাম।” 😅❤️‍🩹😅❤️‍🩹🖤🖤 লেখক= রাহুল প্রবাসী "🌺😊 @___ 🥀🇲🇾 আজব ছেলে..! 🇲🇾🥀 ক্যাপশন লাগলে= কমেন্ট করুন অথবা ইনবক্সে করুন 🙂 🙂 #বাংলায়_ক্যাপশন। #sad #furyou #funny #fffffffffffyyyyyyyyyyypppppppppppp @It’s ME ANTOR ☠️ @❤️‍🩹 নষ্ট ❤️‍🩹জিবন ❤️‍🩹 @MASUD RANA @🌷Kim Suraiya🌷 @🎀𝑺𝒂𝒃𝒏𝒖𝒓🎀 @🎀🍓 নিঝুম রাতের পরি 🎀🍓

😅 (অযোগ্য অবহেলিত আমি) 😅
😅 (অযোগ্য অবহেলিত আমি) 😅
Open In TikTok:
Region: MY
Tuesday 19 August 2025 15:50:49 GMT
345250
16064
361
2799

Music

Download

Comments

saifuli464
🇸🇦🖋️🌑الصفحة خيرة 📖🖤🇸🇦 :
"চাইনি হারাতে, তবু ভাগ্যের কাছে হেরে গেলাম… শুধু চাই, তুমি সুখে থেকে।” “তুমি আমার হওনি , এ জন্য—আমি তোমার হতে পারলাম না।” “আমার কাছে না থেকেও যদি ভালো থাকো, তাহলে দূর থেকে ও আমি শান্তি পাবো ।” “আমার না হয়েও যদি তোমার জীবন রঙিন হয়, তাহলে আমি সাদা-কালো নিয়েই বেঁচে থাকবো ।” “তুমি আমার হতে চাওনি, কিন্তু আমিও তো চাইনি তোমার ছাড়া বাঁচতে… আজ দু’জনেই আলাদা— তুমি সুখে, আমি কষ্টে।” “তুমি চলে গিয়েছো হাসি মুখে, আর আমি থেকে গেছি ভাঙা হৃদয় নিয়ে… তোমার জন্য হাসি এখনো আছে, কিন্তু আমার জন্য শুধুই কান্না।” __ “আমার স্বপ্ন ছিল, তোমাকে আঁকড়ে ধরা, একটা ভবিষ্যৎ ছিল… কিন্তু ভাগ্য এমন লিখলো— তুমি অন্য কারো, আমি একা অন্ধকারে।” “তুমি আমাকে ভুলে নতুন করে শুরু করেছো, আর আমি আজও ভাঙা স্মৃতিগুলো জড়িয়ে বেঁচে আছি।” “তুমি সুখে থেকো, দোয়া করি— কিন্তু আমায় ভুলে থেকো, কারণ আমার নাম মনে পড়লেই শুধু কষ্ট পাবে।” “আমি চাইনি কিছু, শুধু তোমাকে চেয়েছিলাম… আর আজ আমি সবকিছু হারিয়ে ফেলেও শুধু তোমাকেই হারানোর কষ্ট টা বয়ে বেড়াচ্ছি।” “আমার স্বপ্ন ভেঙে গেলেও প্রার্থনা করি, তোমার সব স্বপ্ন যেনো পূর্ণ হয়।” “আমি হারালাম শুধু তোমাকে, কিন্তু তুমি যেনো কখনো সুখ না হারাও।” “আমার না হওয়াটা হয়তো ভাগ্যের খেলা ছিলো, তবু মনে চাই—তুমি যেনো সব খেলায় জিতে যাও।” “আমি ভাঙা আয়নায় নিজের মুখ দেখি, শুধু চাই তুমি যেনো কখনো ভাঙা স্বপ্ন না দেখো।” “আমার পৃথিবী অন্ধকার হলেও, তোমার আকাশটা যেনো আলোয় ভরে থাকে।” “তুমি আমার হতে পারোনি, তবুও আমার প্রতিটা দোয়া তোমার জন্যই।” “তুমি সুখী থাকলেই আমি শান্তি পাই, যদিও সেই সুখের মাঝে আমি নেই।” “আমার ভালোবাসা প্রমাণ হলো না, তবুও মনে প্রাণে চাই তুমি যেনো ভালোবাসা পাও চিরকাল।” “হাজার মানুষে ভিড়ে থাকো তুমি, তবুও যেনো কখনো একা না মনে হয় তোমার।” “আমার কপালে তুমি ছিলে না, তবুও মন থেকে চাই তুমি সারাজীবন সুখী থাকো।” “আমার ভাগ্যে তুমি না থাকলেও, প্রার্থনা করি তোমার ভাগ্যে যেনো শুধু হাসি আর ভালোবাসা লেখা থাকে।”💔😅
2025-08-21 13:38:54
177
user499755666
অচেনা মানুষ :
@╰🍁 A...S... 🍁╯:তুমি চলে যাবার পর...!! আমি অনেক রাত নির্ঘুম কাটাইছি অনেক রাতে ফুপিয়ে ফুপিয়ে কান্না করেছি আমার আজীবন মনে থাকবে আমি ভাত খেতে বসেও তোমার জন্য কান্না করেছি। তোমাকে পাওয়ার জন্যে অনেক চেষ্টা করেছি। কিন্তু তোমাকে আমি পাইনি। তুমি হয়তো আমাকে ভুলে গেছো আর আমি তোমাকে আজও ভুলতে পারেনি।
2025-08-21 11:57:07
13
manikislam2285
🩷 অনুভূতি🩷 :
নীল রং যেমন আকাশে গায়ে মানায়, তোমাকেও শুধু আমার পাশে মানায় 🙂
2025-08-31 05:38:15
0
its_shakib_3
R :
@N❤️M:আসসালামু আলাইকুম 🥰 প্লিজ ভাইয়া ক্যাপশন টা দেওয়া যাবে আমাকে..?
2025-08-20 05:50:54
18
sakib_khan_100k
🌼 🇸 🇦 🇰 🇮 🇧 🌼 :
"চাইনি হারাতে, তবু ভাগ্যের কাছে হেরে গেলাম… শুধু চাই, তুমি সুখে থেকে।” “তুমি আমার হওনি , এ জন্য—আমি তোমার হতে পারলাম না।” “আমার কাছে না থেকেও যদি ভালো থাকো, তাহলে দূর থেকে ও আমি শান্তি পাবো ।” “আমার না হয়েও যদি তোমার জীবন রঙিন হয়, তাহলে আমি সাদা-কালো নিয়েই বেঁচে থাকবো ।” “তুমি আমার হতে চাওনি, কিন্তু আমিও তো চাইনি তোমার ছাড়া বাঁচতে… আজ দু’জনেই আলাদা— তুমি সুখে, আমি কষ্টে।” “তুমি চলে গিয়েছো হাসি মুখে, আর আমি থেকে গেছি ভাঙা হৃদয় নিয়ে… তোমার জন্য হাসি এখনো আছে, কিন্তু আমার জন্য শুধুই কান্না।” __ “আমার স্বপ্ন ছিল, তোমাকে আঁকড়ে ধরা, একটা ভবিষ্যৎ ছিল… কিন্তু ভাগ্য এমন লিখলো— তুমি অন্য কারো, আমি একা অন্ধকারে।” “তুমি আমাকে ভুলে নতুন করে শুরু করেছো, আর আমি আজও ভাঙা স্মৃতিগুলো জড়িয়ে বেঁচে আছি।” “তুমি সুখে থেকো, দোয়া করি— কিন্তু আমায় ভুলে থেকো, কারণ আমার নাম মনে পড়লেই শুধু কষ্ট পাবে।” “আমি চাইনি কিছু, শুধু তোমাকে চেয়েছিলাম… আর আজ আমি সবকিছু হারিয়ে ফেলেও শুধু তোমাকেই হারানোর কষ্ট টা বয়ে বেড়াচ্ছি।” “আমার স্বপ্ন ভেঙে গেলেও প্রার্থনা করি, তোমার সব স্বপ্ন যেনো পূর্ণ হয়।” “আমি হারালাম শুধু তোমাকে, কিন্তু তুমি যেনো কখনো সুখ না হারাও।” “আমার না হওয়াটা হয়তো ভাগ্যের খেলা ছিলো, তবু মনে চাই—তুমি যেনো সব খেলায় জিতে যাও।” “আমি ভাঙা আয়নায় নিজের মুখ দেখি, শুধু চাই তুমি যেনো কখনো ভাঙা স্বপ্ন না দেখো।” “আমার পৃথিবী অন্ধকার হলেও, তোমার আকাশটা যেনো আলোয় ভরে থাকে।” “তুমি আমার হতে পারোনি, তবুও আমার প্রতিটা দোয়া তোমার জন্যই।” “তুমি সুখী থাকলেই আমি শান্তি পাই, যদিও সেই সুখের মাঝে আমি নেই।” “আমার ভালোবাসা প্রমাণ হলো না, তবুও মনে প্রাণে চাই তুমি যেনো ভালোবাসা পাও চিরকাল।” “হাজার মানুষে ভিড়ে থাকো তুমি, তবুও যেনো কখনো একা না মনে হয় তোমার।” “আমার কপালে তুমি ছিলে না, তবুও মন থেকে চাই তুমি সারাজীবন সুখী থাকো।” “আমার ভাগ্যে তুমি না থাকলেও, প্রার্থনা করি তোমার ভাগ্যে যেনো শুধু হাসি আর ভালোবাসা লেখা থাকে।”💔😅 ইতি-তোমার ভালোবাসা-S+S
2025-08-30 15:08:31
4
fariha_tabassum05
~🎀♡ ꘘá𝕣𝙞𝗵á ♡🎀~ :
কেউ আমাকে নিয়ে পালিয়ে যাবে....! 🌸😩🥰
2025-08-21 21:33:32
7
nothing.can2
🦜🌿🌹ফুলের পাপড়ি🌹🌿🦜 :
আসসালামু আলাইকুম 🥰 প্লিজ ভাইয়া ক্যাপশন টা দেওয়া যাবে আমাকে..?
2025-08-30 14:05:10
1
alauddin1424
ꪑᦔ 𝘳ꪖꪗꫝꪖꪀ :
@😅 (অযোগ্য অবহেলিত আমি) 😅:১ ) "চাইনি হারাতে, তবু ভাগ্যের কাছে হেরে গেলাম… শুধু চাই, তুমি সুখে থেকে।” “তুমি আমার হওনি , এ জন্য—আমি তোমার হতে পারলাম না।” “আমার কাছে না থেকেও যদি ভালো থাকো, তাহলে দূর থেকে ও আমি শান্তি পাবো ।” “আমার না হয়েও যদি তোমার জীবন রঙিন হয়, তাহলে আমি সাদা-কালো নিয়েই বেঁচে থাকবো ।” “তুমি আমার হতে চাওনি, কিন্তু আমিও তো চাইনি তোমার ছাড়া বাঁচতে… আজ দু’জনেই আলাদা— তুমি সুখে, আমি কষ্টে।” “তুমি চলে গিয়েছো হাসি মুখে, আর আমি থেকে গেছি ভাঙা হৃদয় নিয়ে… তোমার জন্য হাসি এখনো আছে, কিন্তু আমার জন্য শুধুই কান্না।” __ “আমার স্বপ্ন ছিল, তোমাকে আঁকড়ে ধরা, একটা ভবিষ্যৎ ছিল… কিন্তু ভাগ্য এমন লিখলো— তুমি অন্য কারো, আমি একা অন্ধকারে।” “তুমি আমাকে ভুলে নতুন করে শুরু করেছো, আর আমি আজও ভাঙা স্মৃতিগুলো জড়িয়ে বেঁচে আছি।” “তুমি সুখে থেকো, দোয়া করি— কিন্তু আমায় ভুলে থেকো, কারণ আমার নাম মনে পড়লেই শুধু কষ্ট পাবে।” “আমি চাইনি কিছু, শুধু তোমাকে চেয়েছিলাম… আর আজ আমি সবকিছু হারিয়ে ফেলেও শুধু তোমাকেই হারানোর কষ্ট টা বয়ে বেড়াচ্ছি।” “আমার স্বপ্ন ভেঙে গেলেও প্রার্থনা করি, তোমার সব স্বপ্ন যেনো পূর্ণ হয়।” “আমি হারালাম শুধু তোমাকে, কিন্তু তুমি যেনো কখনো সুখ না হারাও।” “আমার না হওয়াটা হয়তো ভাগ্যের খেলা ছিলো, তবু মনে চাই—তুমি যেনো সব খেলায় জিতে যাও।” “আমি ভাঙা আয়নায় নিজের মুখ দেখি, শুধু চাই তুমি যেনো কখনো ভাঙা স্বপ্ন না দেখো।” “আমার পৃথিবী অন্ধকার হলেও, তোমার আকাশটা যেনো আলোয় ভরে থাকে।” “তুমি আমার হতে পারোনি, তবুও আমার প্রতিটা দোয়া তোমার জন্যই।” “তুমি সুখী থাকলেই আমি শান্তি পাই, যদিও সেই সুখের মাঝে আমি নেই।” “আমার ভালোবাসা প্রমাণ হলো না, তবুও মনে প্রাণে চাই তুমি যেনো ভালোবাসা পাও চিরকাল।” “হাজার মানুষে ভিড়ে থাকো তুমি, তবুও যেনো কখনো একা না মনে হয় তোমার।” “আমার কপালে তুমি ছিলে না, তবুও মন থেকে চাই তুমি সারাজীবন সুখী থাকো।” “আমার ভাগ্যে তুমি না থাকলেও, প্রার্থনা করি তোমার ভাগ্যে যেনো শুধু হাসি আর ভালোবাসা লেখা থাকে।”😅
2025-08-22 09:29:07
16
rsraju550
꧁🌸༒☬RS☬RAJU☬༒🌸꧂ :
আমার হওনি তো কি হয়েছে সুখী হও"।।😊
2025-08-31 03:59:49
1
tonmoyislam424
@@@❤️🥰🥀💐 :
আমার হওনি তো কি হইছে সুখি হও" "......🤲
2025-08-22 08:58:05
9
prajapati6271
ফুলকলি👩‍❤️‍👨 :
হটাৎ করে পরিচয় হওয়া মানুষ গুলো, বেশি মায়া দিয়ে আবার অপরিচিত হয়ে যায়..! 💔
2025-08-29 02:14:39
2
sm_shoriful21
🎀🇧 🇱 🇦 🇨 🇰 🇧 🇴 🇾 ℠ツ🎀 :
2025-08-27 07:49:54
2
mynameissharagvi1
Sk SHARAJ.. # :
আমার মনে হয় এ দুনিয়া দুঃখ নাই এমন কোন মানুষ নাই 🥹🥹
2025-08-30 16:50:00
1
sanviahmed20
আলভি আহমেদ🤍 :
@আলভি আহমেদ🤍:চাইনি হারাতে, তবু ভাগ্যের কাছে হেরে গেলাম… শুধু চাই, তুমি সুখে থেকে।” “তুমি আমার হওনি , এ জন্য—আমি তোমার হতে পারলাম না।” “আমার কাছে না থেকেও যদি ভালো থাকো, তাহলে দূর থেকে ও আমি শান্তি পাবো ।” “আমার না হয়েও যদি তোমার জীবন রঙিন হয়, তাহলে আমি সাদা-কালো নিয়েই বেঁচে থাকবো ।” “তুমি আমার হতে চাওনি, কিন্তু আমিও তো চাইনি তোমার ছাড়া বাঁচতে… আজ দু’জনেই আলাদা— তুমি সুখে, আমি কষ্টে।” “তুমি চলে গিয়েছো হাসি মুখে, আর আমি থেকে গেছি ভাঙা হৃদয় নিয়ে… তোমার জন্য হাসি এখনো আছে, কিন্তু আমার জন্য শুধুই কান্না।” __ “আমার স্বপ্ন ছিল, তোমাকে আঁকড়ে ধরা, একটা ভবিষ্যৎ ছিল… কিন্তু ভাগ্য এমন লিখলো— তুমি অন্য কারো, আমি একা অন্ধকারে।” “তুমি আমাকে ভুলে নতুন করে শুরু করেছো, আর আমি আজও ভাঙা স্মৃতিগুলো জড়িয়ে বেঁচে আছি।” “তুমি সুখে থেকো, দোয়া করি— কিন্তু আমায় ভুলে থেকো, কারণ আমার নাম মনে পড়লেই শুধু কষ্ট পাবে।” “আমি চাইনি কিছু, শুধু তোমাকে চেয়েছিলাম… আর আজ আমি সবকিছু হারিয়ে ফেলেও শুধু তোমাকেই হারানোর কষ্ট টা বয়ে বেড়াচ্ছি।” “আমার স্বপ্ন ভেঙে গেলেও প্রার্থনা করি, তোমার সব স্বপ্ন যেনো পূর্ণ হয়।” “আমি হারালাম শুধু তোমাকে, কিন্তু তুমি যেনো কখনো সুখ না হারাও।” “আমার না হওয়াটা হয়তো ভাগ্যের খেলা ছিলো, তবু মনে চাই—তুমি যেনো সব খেলায় জিতে যাও।” “আমি ভাঙা আয়নায় নিজের মুখ দেখি, শুধু চাই তুমি যেনো কখনো ভাঙা স্বপ্ন না দেখো।” “আমার পৃথিবী অন্ধকার হলেও, তোমার আকাশটা যেনো আলোয় ভরে থাকে।” “তুমি আমার হতে পারোনি, তবুও আমার প্রতিটা দোয়া তোমার জন্যই।” “তুমি সুখী থাকলেই আমি শান্তি পাই, যদিও সেই সুখের মাঝে আমি নেই।” “আমার ভালোবাসা প্রমাণ হলো না, তবুও মনে প্রাণে চাই তুমি যেনো ভালোবাসা পাও চিরকাল।” “হাজার মানুষে ভিড়ে থাকো তুমি, তবুও যেনো কখনো একা না মনে হয় তোমার।” “আমার কপালে তুমি ছিলে না, তবুও মন থেকে চাই তুমি সারাজীবন সুখী থাকো।” “আমার ভাগ্যে তুমি না থাকলেও, প্রার্থনা করি তোমার ভাগ্যে যেনো শুধু হাসি আর ভালোবাসা লেখা থাকে।”😳😅 Rana🗿🖋️
2025-08-21 09:17:45
10
simol966
Emran Hasan :
যখন কোনো সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে, তখন আমাদের মনের ভেতর থেকে এক ধরনের চাওয়া জন্ম নেয়। আমরা চাই প্রিয় মানুষটা আমাদের জন্য সময় দিক, গুরুত্ব দিক, আগের মতোই প্রতিটি মুহূর্ত আমাদের সঙ্গে ভাগ করে নিক। এই প্রত্যাশাগুলো মুখে বলি না, কিন্তু ভেতরে ভেতরে সেই চাহিদা তৈরি হয় নিঃশব্দে। আর যখন সেই প্রত্যাশা পূরণ হয় না, তখনই জন্ম নেয় অভিমান। ছোট ছোট উপেক্ষা, সময় না দেওয়া, বদলে যাওয়া আচরণ-সব মিলিয়ে মনটা ভারী হয়ে ওঠে। সেই অভিমান দিন দিন বাড়তে থাকে, জমে যায় কষ্টের পাহাড় হয়ে। একটা সময় সে পাহাড় ভেঙে পড়ে অভিযোগ হয়ে-প্রিয় মানুষটার দিকেই। এই অভিযোগ-অভিমান বাড়তে বাড়তে একসময় মনে হয়, মানুষটাকে বুঝি হারিয়ে ফেলবো। সেই ভয়টা এতটাই তীব্র হয়ে ওঠে যে, তখন আমরা অজান্তেই কিছু অস্বাভাবিক আচরণ করতে থাকি। হুটহাট রাগ, তুচ্ছ ব্যাপারে অভিমান, সবসময় খোঁজ নেওয়া, কারও সাথে বেশি মিশলে হিংসে হওয়া-সবকিছুর শিকড় সেই ভয় থেকে, হারিয়ে ফেলার আতঙ্ক থেকে। কিন্তু দুর্ভাগ্য এই যে, প্রিয় মানুষটা সব সময় আমাদের সেই ভয়টা বোঝে না। বরং সে ধীরে ধীরে বিরক্ত হতে শুরু করে। প্রতিদিনের অভিযোগ, বারবার অভিমান, একটানা মানসিক টানাপোড়েন তাকে ক্লান্ত করে তোলে। তখন সে একরকম হাঁপিয়ে ওঠে সম্পর্কটা থেকে, আর একসময় সে বেরিয়ে যেতে চায়। যে মানুষটাকে এত ভালোবেসে আগলে রাখতে চেয়েছি, তাকে নিয়েই একসময় সম্পর্ক বিষিয়ে ওঠে। আর সম্পর্কের অপর প্রান্তে থাকা মানুষটা যখন চলে যায়, তখন আমরা ভেঙে পড়ি ভেতর থেকে। সব কিছু থাকা সত্ত্বেও ভীষণ একা হয়ে যাই। এই সত্যটা খুব নির্মম-যে যত গভীরভাবে ভালোবাসে, তার কষ্টটাও হয় গভীর। আর যে গা ছাড়া ভাবে ভালোবাসে, সে কখনোই অতটা কষ্ট পায় না, কখনোই হারানোর ভয়টুকু বোঝে না। সম্পর্ক তখনই টিকে থাকে, যখন দুজন মানুষ একসাথে গভীর হয়। না হলে একপক্ষ ভালোবেসে ক্লান্ত হয়, আর অপরপক্ষ স্রোতের মতো ভেসে চলে যায়-নির্বাক, নিঃশব্দে, কোনোরকম উপলব্ধি ছাড়াই। এভাবেই একদিন সম্পর্কের শেষ হয়। ভালোবাসা থাকলেও, বোেঝাপোড়ার অভাবে। ভয় থাকলেও, ভাষাহীনতার কারণে। আর সবচেয়ে আপন মানুষটাকেই হারিয়ে ফেলি-যার জন্য একসময় নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলাম.!💔😌
2025-08-30 12:09:41
1
nm01103
N❤️M :
আসসালামু আলাইকুম 🥰 প্লিজ ভাইয়া ক্যাপশন টা দেওয়া যাবে আমাকে..?
2025-08-19 20:25:06
2
rifathfjshfhdhejdhdjdhde
RIFAT 10 :
চাইনি হারাতে, তবু ভাগ্যের কাছে হেরে গেলাম… শুধু চাই, তুমি সুখে থেকে।” “তুমি আমার হওনি , এ জন্য—আমি তোমার হতে পারলাম না।” “আমার কাছে না থেকেও যদি ভালো থাকো, তাহলে দূর থেকে ও আমি শান্তি পাবো ।” “আমার না হয়েও যদি তোমার জীবন রঙিন হয়, তাহলে আমি সাদা-কালো নিয়েই বেঁচে থাকবো ।” “তুমি আমার হতে চাওনি, কিন্তু আমিও তো চাইনি তোমার ছাড়া বাঁচতে… আজ দু’জনেই আলাদা— তুমি সুখে, আমি কষ্টে।” “তুমি চলে গিয়েছো হাসি মুখে, আর আমি থেকে গেছি ভাঙা হৃদয় নিয়ে… তোমার জন্য হাসি এখনো আছে, কিন্তু আমার জন্য শুধুই কান্না।” __ “আমার স্বপ্ন ছিল, তোমাকে আঁকড়ে ধরা, একটা ভবিষ্যৎ ছিল… কিন্তু ভাগ্য এমন লিখলো— তুমি অন্য কারো, আমি একা অন্ধকারে।” “তুমি আমাকে ভুলে নতুন করে শুরু করেছো, আর আমি আজও ভাঙা স্মৃতিগুলো জড়িয়ে বেঁচে আছি।” “তুমি সুখে থেকো, দোয়া করি— কিন্তু আমায় ভুলে থেকো, কারণ আমার নাম মনে পড়লেই শুধু কষ্ট পাবে।” “আমি চাইনি কিছু, শুধু তোমাকে চেয়েছিলাম… আর আজ আমি সবকিছু হারিয়ে ফেলেও শুধু তোমাকেই হারানোর কষ্ট টা বয়ে বেড়াচ্ছি।” “আমার স্বপ্ন ভেঙে গেলেও প্রার্থনা করি, তোমার সব স্বপ্ন যেনো পূর্ণ হয়।” “আমি হারালাম শুধু তোমাকে, কিন্তু তুমি যেনো কখনো সুখ না হারাও।” “আমার না হওয়াটা হয়তো ভাগ্যের খেলা ছিলো, তবু মনে চাই—তুমি যেনো সব খেলায় জিতে যাও।” “আমি ভাঙা আয়নায় নিজের মুখ দেখি, শুধু চাই তুমি যেনো কখনো ভাঙা স্বপ্ন না দেখো।” “আমার পৃথিবী অন্ধকার হলেও, তোমার আকাশটা যেনো আলোয় ভরে থাকে।” “তুমি আমার হতে পারোনি, তবুও আমার প্রতিটা দোয়া তোমার জন্যই।” “তুমি সুখী থাকলেই আমি শান্তি পাই, যদিও সেই সুখের মাঝে আমি নেই।” “আমার ভালোবাসা প্রমাণ হলো না, তবুও মনে প্রাণে চাই তুমি যেনো ভালোবাসা পাও চিরকাল।” “হাজার মানুষে ভিড়ে থাকো তুমি, তবুও যেনো কখনো একা না মনে হয় তোমার।” “আমার কপালে তুমি ছিলে না, তবুও মন থেকে চাই তুমি সারাজীবন সুখী থাকো।” “আমার ভাগ্যে তুমি না থাকলেও, প্রার্থনা করি তোমার ভাগ্যে যেনো শুধু হাসি আর ভালোবাসা লেখা থাকে।”❤️‍🩹😅
2025-08-22 01:23:21
5
mdarifuzzamanar96
Md Arifuzzaman Arif :
আমাদের এক সাথে থাকার কথা ছিল মৃত্যু পর্যন্ত অথচ তুমি হয়ে গেলে ক্লান্ত , আমি হলাম ব্যার্থ, আমাদের দুজনের ভিতরে দূরত্ব বাড়লো , তুমি ভুলে গেলে আমায় , আমি মনে রাখলাম তোমায় । আমি তোমাকে দোষ দেয় না , কারণ আমি জানি দোষ ছিল সময়ের , পরিস্থিতি আর হয়তো নিজের ই । সব কিছু ঠিক থাকার পর ও কেন জানি সব এলোমেলো হয়ে গেল । দোষ দেয় নিজের ভাগ্যকে , যে ভাগ্য কখনো আমার মনের কথা বুঝলো না । আমি চেয়েছিলাম শান্তি, ভালোবাসা আর একটু সুখ কিন্তু ভাগ্য আমাকে দিল শুধু কষ্ট , অভিমান আর একাকীত্ব । আমি চেয়েছিলাম তোমাকে জীবনের অংশ বানাতে কিন্তু ভাগ্য চাইলো আমাকে একা ফেলে দিতে । তোমার প্রতি কোন অভিযোগ নেই কারন আমি জানি ভালোবাসা জোর করে হয় না কিন্তু কষ্ট হয় এই ভেবে যদি ভাগ্য সহায় হ ত তাহলে হয়তো আমার গল্প টা অন্যরকম হতো । আজ ও নিজেকে প্রশ্ন করি , কোথায় ভুল করলাম ? কিন্তু উওর পাই না । হয়তো ভুলটা ছিল আমার স্বপ্ন দেখার । হয়তো ভুলটা ছিল আমার ভাগ্যের উপর ভরসা করার। একদিন তুমি বুঝবে , তুমি ঠিকই বুঝবে সবাই ভালোবাসে কিন্তু আমার মতো কেউ আর ভালোবাসে না । তার পর তোমার বুকে এক অজানা কষ্ট আসবে , কারণ তখন তুমি টের পাবে, এই স্বার্থপর দুনিয়াতে কেউ একজন ছিল, যে নিঃস্বার্থভাবে শুধু তোমার ই ছিল। তুমি ভাববে, কেউ একজন গভীর রাতে আল্লাহর দরবারে নিঃশব্দে তোমার জন্য কাঁদত । কারো কাছে তুমি শুধু একজন মানুষ ন ও, ছিলে পুরো একটা জগত। কিন্তু আমি শিখে যাবো তোমাকে ছাড়া বাঁচতে। তোমার বদলে আমি নিজেকেই বদলে ফেলব, আর প্রতিটি হৃদয় যেখানে তোমার নাম ধ্বনিত হতো , তা হয়ে যাবে নীরব, ঠান্ডা এক শহর। তারপর তুমি পেছনে তাকাতে চাইবে, কিন্তু আমি তখন আর সেই পুরনো জায়গায় থাকব না। কারণ একবার কেউ মুখ ফিরিয়ে নিলে, তারা আর ফিরে তাকায় না। তখন তুমি সব সুখের মাঝখানে শুনতে পাবে, বুঝতে পারবে - আমার মতো ভালোবাসা আর কোথাও নেই। তখন তুমি ভাববে, যে ভালোবাসাকে একসময় অবহেলা করেছিলে, সেটা ই ছিল তোমার জীবনের সবচেয়ে বড় ভুল.......!
2025-08-26 12:29:18
2
s101185
Ami Megla Ari😩 :
সে সুখে ই আছে😭
2025-08-31 05:04:36
0
mdfoysalkhan1786
🇧🇩❤️Md Foysal🥰🤟🇰🇼 :
@- Foysal🍒🧃: তোমার আসার কথা ছিল, তুমি আসলে না! ভালোবাসলে না, পাশে বসলে না, কথা শুনলে না! অথচ সব বিবর্ণ দিন কাটিয়ে আমার কাছে আসলে না। দিন ফুরাবার আগে, তাকিয়ে দেখলে না আমায়। এমন অনিশ্চিত অপেক্ষায় তোমার আসার আর কোনো সম্ভাবনা আমি দেখছি না! তুমি আসবে না বললে, আমি এতদূর একা পথ হেঁটে হেঁটে ক্লান্ত হয়েও তোমার কাঁধে একটুখানি বিশ্রামের আশায় বসে থাকতাম না। এভাবে নিছক মিথ্যা প্রতিশ্রুতিতে কে বসে থাকে অপেক্ষায়? দিন ফুরিয়ে সন্ধ্যা এলো, রাত গড়িয়ে সকাল। আমার ফেরার ভীষণ তাড়া। আমাকে যেতে হবে বহুদূর একা পথে নিঃসঙ্গ আঁধারে। তুমি বুঝলে না, কাছে আসলে না, ভালোবাসলে না। আগুনের দিন শেষ হয় একদিন। তবে যে ভালোবাসা মানুষ হেলায় হারায়, সেই ভালোবাসা কভু ফিরে আসে না। জীবনে মানুষ আসে, মানুষ যায়। সবাই তো আর ভালোবাসতে কাছে আসে না। তোমার আসার কথা ছিল, পাশে বসে গল্প করার কথা ছিল। একসাথে রিক্সায় বসে শহর দেখার কথা ছিল। আমি এসেছিলাম, শুধু তুমি আসোনি, কথা রাখোনি! সব ব্যস্ততা, অসুখকে বুড়ো আঙুল দেখিয়ে আমি তো এসেছিলাম তোমার পথে। শুধু তোমায় দেখবো বলে, কতদিন পর ভালোবাসবো বলে আমি সব অজুহাত ভুলে তোমার পথে নিঃসঙ্গ একা দাঁড়িয়ে। তোমার কোনো সাড়া নেই!আমার এবার ফিরতে হবে, যেতে হবে বহুদূর। মরণের আগে ফের যদি দেখা না হয়, তবে বুঝে নিও অভিমান জমে জমে ব্যাথারা ক্লান্ত! আমিও আর আসবো না, ভালোবাসবো না, কথা বলবো না আর। আমি একা, সেই কবে থেকেই নিঃসঙ্গ আঁধারে হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে তোমার দিকে তাকিয়ে আছি। তোমার বুক, তোমার কাঁধে আমার শেষ আশ্রয় হবে বলে আমি পৃথিবীর আর কোথাও খুঁজিনি কো আশ্রয়।
2025-08-21 19:08:33
4
rj_hridoy_7327
অস্তিত্বহীন মানব ১২ 🚫 :
ভাই ক্যাপশন টা দেও
2025-08-21 15:46:32
2
saifuli464
🇸🇦🖋️🌑الصفحة خيرة 📖🖤🇸🇦 :
" হয়তো আল্লাহ আমাকে তোমার জন্য বানাননি, তবুও দোয়া করি—যার জন্য বানিয়েছেন,,, সে যেনো তোমাকে কোনোদিন কাঁদায় না।” “আমার দুনিয়াটা ভেঙে গেছে, কিন্তু তোমার দুনিয়াটা যেনো সাজানো থাকে সারাজীবন।” “আমার কপালে অশ্রু লিখে দিলো, তবুও চাই তোমার কপালে যেনো সুখ লেখা থাকুক।” “তুমি আমার স্বপ্নের শেষ অধ্যায় ছিলে, কিন্তু তোমার জীবনের গল্পটা যেনো সুখের শুরুতে থেমে না যায়।” “আমি ভেঙে গেছি , কিন্তু তোমাকে ভাঙতে চাই না; আমার কষ্টে যদি তোমার সুখ লুকিয়ে থাকে, তাহলে আমি হাসিমুখে সেই কষ্টই বয়ে নেবো।” “আমার দুনিয়াটা তোমাকে ছাড়া অন্ধকার, তবুও চাই তোমার আকাশটা আলোয় ভরে থাকুক।” “তুমি ছিলে আমার গল্পের শুরু আর শেষ, কিন্তু আমার গল্পটা শেষ হলো তোমাকে ছাড়া।” “আমি তোমার হতে পারলাম না, কিন্তু আমার দোয়া, আমার কান্না— সবটাই তোমার জন্য রেখে দিলাম।” 😅❤️‍🩹😅❤️‍
2025-08-21 13:39:46
2
_rakib94
🇨🇾シŘβ シ ꮢaꞣꭵꞵuꝇ IꞩꝇaꝳΔꞒΣ♠ :
উপসংহারে যদি বিচ্ছেদ ই থাকে,🥹💔 তাহলে সূচনা এত রঙিন কেন..! 💔
2025-08-20 10:54:44
6
ebadul251
ﮩ٨ـﮩﮩ٨অভিনয়🤫𝗅ﮩ٨ـﮩﮩ٨ـ :
ক্যাপশন টা দেওয়া যায় ভাই
2025-08-19 16:09:13
2
_baijid_6
˚ ༘♡ ⋆。˚ᏼ𝑎ꪱżꪱ๔˚ ༘♡ ⋆。˚ :
ভাই আমাকে এই ক্যাপশন দিবেন প্লিজ 😅
2025-08-22 04:37:43
2
To see more videos from user @mdriski4, please go to the Tikwm homepage.

Other Videos


About