💞💞💞❤️❤️প্রেমী :ঐ মায়াবী,তুমি কার মায়াবতী জানিনা কিন্তু তোমার চোখের দিকে তাকালে নিজেকেই ভুলে যাই,তাই মায়াবী চিহারা সকলেই হয় না,আর যার হয়, সে নিজেও বুঝে না, যেমন টা তুমি, নিজেও জানো না তুমি কতোটা মায়াবী,তোমার ওই কাজল কাল হরিণি চোখ যে কাউকে এতোটা ক্ষোত -বিক্ষোত করতে পারে তা হইতো তোমাকে না দেখলে বুঝতাম না,,তবে তোমার রুপের তুলনা আর কারো সাথে হয়না,, তোমার রুপের তুলনা তুমি নিজেই মায়াবিনী পরী।❤️❤️❤️❤️🌺🌺🌺