@showrub6t2: জীবনের প্রতিটা আঘাতকে হেসে উড়িয়ে দিয়েছি, অভিযোগ না করে, নীরবে সরে এসেছি সবার জীবন থেকে। প্রতিটি ব্যথার পেছনে ছিলো একটা বিশাল নিঃশ্বাস আর একটু মুচকি হাসি। আমি চাই, এইভাবেই জীবনটা একদিন নিঃশব্দে শেষ হোক, মৃত্যুর পরেও যেন আমার মুখে সেই হাসিটুকু রয়ে যায়। মানুষ দেখুক আমায়, ভাবুক-কী ছিলাম আমি... কিন্তু কেউ না জানুক আমার মনের কথা, আমার ব্যথার গল্প। সব কিছুর শেষে শুধু এইটুকুই চাই-হাসিমুখে যেন বিদায় নিতে পারি এই পৃথিবী থেকে, আর সেই হাসিটাই হোক আমার চিরস্থায়ী চিহ্ন। #foryoupage #fypシ゚viral #girgiti007 #girgiti009 #caption