@mdriski4: "তুমি মিথ্যা বলে জিতে গেলে, আর আমি সত্যি ভালোবেসে হেরে গেলাম।" "তুমি মিথ্যা ছিলে, আমি সত্য ছিলাম, তাই তুমি এগিয়ে গেছো… আমি থেমে গেছি।" "তুমি মিথ্যার অভিনয়ে জিতে গেলে, আর আমি সত্যিকারের ভালোবাসায় হেরে গেলাম ।" "তুমি মিথ্যা হয়েও সুখে আছো, আমি সত্যি হয়েও শুধু একা দুঃখে ডুবে আছি।" "তুমি যত মিথ্যা বলেছো, আমি তত সত্যি ভেবেছি… আজ বুঝি, বোকা ছিলাম শুধুই আমি।" "তুমি যতবার মিথ্যা বলেছো, আমি ততবার বিশ্বাস করেছি… তুমি মুক্তি পেয়েছো, আমি শাস্তি পেয়েছি।" "তুমি মিথ্যা বলোনি শুধু, আমার সত্যিকারের ভালোবাসাকেও অপমান করেছো।" "আমি তোমার প্রতিটা হাসিকে সত্যি ভেবেছি, কিন্তু পরে বুঝলাম— সবই ছিল অভিনয়।" "তুমি মিথ্যা বাদি ছিলে, তবুও আমি তোমার প্রতিটা মিথ্যা বিশ্বাস করে নিজের জীবনটা শেষ করে ফেললাম।" "তুমি মিথ্যার খেলায় মেতেছিলে, আর আমি ভালোবাসার নামে আস্তে আস্তে ভেঙে গিয়েছি।" "সত্য ভালোবেসেছিলাম আমি, কিন্তু তোমার মিথ্যা ভালোবাসায় আমাকে শেষ করে দিলো।" "তুমি মিথ্যা বাদি ছিলে, তবুও আমি তোমাকে এতটাই ভালোবেসেছি, যেনো তোমার প্রতিটা মিথ্যাই আমার বেঁচে থাকার কারণ।" "তুমি মিথ্যার খেলায় আনন্দ পেয়েছো, কিন্তু আমি সেই খেলায় নিজের জীবনটাই হারিয়ে ফেলেছি।" "আমার চোখের জলও তোমাকে থামাতে পারেনি, কারণ তুমি মিথ্যার রাজ্যে অনেক আগে থেকেই বন্দি ছিলে।" "তুমি মিথ্যা দিয়ে আমাকে হারালে, কিন্তু আমি সত্য দিয়ে তোমাকে আজীবন মনে রাখবো।" "তুমি মিথ্যা বলেছো হাজারবার, আর আমি প্রতিবারই তোমাকে নতুন করে বিশ্বাস করেছি।" "আমি সত্যিকারের ভালোবেসেছি, কিন্তু তুমি অভিনয় করে চলে গেছো অন্য কারো কাছে।" "তুমি মিথ্যা বাদি ছিলে, তবুও আমি ভেবেছি— একদিন তুমি বদলাবে।।" "আমার চোখের জল শুকিয়ে গেছে, তবুও তোমার মিথ্যার যন্ত্রণা শেষ হয়নি।" "আমি তোমার কাছে চেয়েছিলাম ভালোবাসা, আর তুমি দিলে শুধু প্রতারণা আর মিথ্যার বোঝা।" "তুমি ছিলে আমার সুখের স্বপ্ন, কিন্তু ভেঙে দিয়ে গেলে দুঃখের অন্ধকার।" "তুমি মিথ্যা দিয়ে আমাকে ভেঙেছো, কিন্তু আমি সত্য দিয়ে তোমাকে আজও আঁকড়ে ধরে আছি।" "তোমার প্রতিটা মিথ্যা ছিল,,,, আমার মৃত্যুর একেকটা কারণ।" "তুমি অভিনয় করেছিলে ভালোবাসার, আর আমি তা বিশ্বাস করে নিজের জীবনটা নষ্ট করে দিলাম ।" "তুমি মিথ্যার গল্প লিখেছিলে, কিন্তু আমি সেটাকেই আমার জীবনের উপন্যাস বানিয়ে ফেলেছিলাম।" "তুমি আমার বিশ্বাসকে পুড়িয়ে ছাই করে দিলে, তবুও সেই ছাইয়ের ভেতর আজও শুধু তোমাকেই খুঁজি।" "তুমি ছিলে আমার সবচেয়ে কাছের মানুষ, কিন্তু সবচেয়ে বড় আঘাতটাও তুমি-ই দিলে।" "তুমি মিথ্যা বাদি ছিলে, তবুও তোমার প্রতিটা কথায় আমি ভবিষ্যৎ গড়তে চেয়েছিলাম… আজ সেই ভবিষ্যৎটা ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই নয়।" "তুমি মিথ্যার অভিনয়ে বাঁচলে, আর আমি সত্যি ভালোবেসে প্রতিদিন মরতে থাকলাম।" "তুমি শুধু চলে যাওনি, তুমি সাথে করে নিয়ে গেলে আমার হাসি, আমার স্বপ্ন, আমার বেঁচে থাকার সব কারণ।" "আমার চোখের জল তোমার কাছে কোনো মূল্য পায়নি, কারণ তোমার হৃদয়ে শুধু মিথ্যার রাজত্ব।" "তুমি ভালোবেসে মিথ্যা বলোনি, তুমি মিথ্যা বলে ভালোবাসাকেই মেরে ফেললে।" "তুমি মিথ্যা ছিলে— কিন্তু আমি বোকা হয়ে সেই মিথ্যাকে সত্য ভেবেছিলাম, এখন বুঝি… কষ্টটাই আমার একমাত্র সঙ্গী।" "তুমি ছিলে মিথ্যা বাদী, তাই চলে গেছো সহজে। আমি ছিলাম সত্যিকারের প্রেমিক, তাই আজও তোমাকে ভুলতে পারিনি।" 😅❤️‍🩹😅🖤💔 ক্যাপশন লাগলে কমেন্ট করুন অথবা ইনবক্সে নক করুন,,,।।🌺🌺 লেখক= Rahul 🌺🌺 #বাংলায়_ক্যাপশন। #sad #furyou #funny #fffffffffffyyyyyyyyyyypppppppppppp @MASUD RANA @❤️‍🩹 নষ্ট ❤️‍🩹জিবন ❤️‍🩹 @It’s ME ANTOR ☠️ @🎀𝑺𝒂𝒃𝒏𝒖𝒓🎀 @🌷Kim Suraiya🌷 @🎀🍓 নিঝুম রাতের পরি 🎀🍓

😅 (অযোগ্য অবহেলিত আমি) 😅
😅 (অযোগ্য অবহেলিত আমি) 😅
Open In TikTok:
Region: MY
Wednesday 20 August 2025 15:34:25 GMT
314804
13897
567
2396

Music

Download

Comments

sathiislamjui4
🌿Sathi Islam jui 🌿🍁🦋 :
প্রেম.....? প্রেম কি সুন্দর তাই না, কেউ ধ্বংস হয় আবার কেউ সুন্দর একটা জীবন ফিরে পায়। ভালোবাসার এই অদ্ভুত খেলা একটা জীবনকে শেষ করতে পারে আবার সুন্দর ভাবে গড়ে তুলতে পারে। প্রতিটা চোখের পানি বলে দেয় কারো মায়া কতটা ভয়ংকর। সবাই ভালোবাসতে যানে কিন্তু মায়ায় পড়ে ভেতর ভেতর শেষ হতে কতজন পারে। কারো মায়া যে এতো টা খারাপ যদি মায়ায় না পড়তাম তাহলে বুঝতে পারতাম না, ভালোবাসার মানুষকে নিয়ে বেঁচে থাকার কথা ছিলো কিন্তু তা আর হয়ে উঠে নাই বরং তার স্মৃতি নিয়ে বেঁচে থাকতে হচ্ছে। প্রতিটা রাত এমন ভাবে কেটে যাচ্ছে যে মাঝরাতে তার কথা ভেবে দম বন্ধ হয়ে যায়। তাকে নিয়ে কল্পনা জগৎ সাজিয়ে তুলি যদিও বাস্তবে তাকে পাওয়ার সম্ভাবনা নাই ১%। তবুও তাকে নিয়ে ভাবতে ভালো লাগে। ভালো লাগে তার স্মৃতি মনে করে উপন্যাস লিখতে, ভালো লাগে তার দেওয়া কথা মনে করে আপসোস করতে, তার সব কিছু আমার ভালো লাগলেও তার আমাকে ভালো লাগতো না কখনো, সে তো ভালোবাসা নিতে জানতো দিতে জানতো না তাই😅🥺
2025-09-18 12:50:04
22
nafiulhasan24
ব্রাহ্মণবাড়িয়ার পোলা, :
"চাইনি হারাতে, তবু ভাগ্যের কাছে হেরে গেলাম… শুধু চাই, তুমি সুখে থেকে।” “তুমি আমার হওনি , এ জন্য—আমি তোমার হতে পারলাম না।” “আমার কাছে না থেকেও যদি ভালো থাকো, তাহলে দূর থেকে ও আমি শান্তি পাবো ।” “আমার না হয়েও যদি তোমার জীবন রঙিন হয়, তাহলে আমি সাদা-কালো নিয়েই বেঁচে থাকবো ।” “তুমি আমার হতে চাওনি, কিন্তু আমিও তো চাইনি তোমার ছাড়া বাঁচতে… আজ দু’জনেই আলাদা— তুমি সুখে, আমি কষ্টে।” “তুমি চলে গিয়েছো হাসি মুখে, আর আমি থেকে গেছি ভাঙা হৃদয় নিয়ে… তোমার জন্য হাসি এখনো আছে, কিন্তু আমার জন্য শুধুই কান্না।” __ “আমার স্বপ্ন ছিল, তোমাকে আঁকড়ে ধরা, একটা ভবিষ্যৎ ছিল… কিন্তু ভাগ্য এমন লিখলো— তুমি অন্য কারো, আমি একা অন্ধকারে।” “তুমি আমাকে ভুলে নতুন করে শুরু করেছো, আর আমি আজও ভাঙা স্মৃতিগুলো জড়িয়ে বেঁচে আছি।” “তুমি সুখে থেকো, দোয়া করি— কিন্তু আমায় ভুলে থেকো, কারণ আমার নাম মনে পড়লেই শুধু কষ্ট পাবে।” “আমি চাইনি কিছু, শুধু তোমাকে চেয়েছিলাম… আর আজ আমি সবকিছু হারিয়ে ফেলেও শুধু তোমাকেই হারানোর কষ্ট টা বয়ে বেড়াচ্ছি।” “আমার স্বপ্ন ভেঙে গেলেও প্রার্থনা করি, তোমার সব স্বপ্ন যেনো পূর্ণ হয়।” “আমি হারালাম শুধু তোমাকে, কিন্তু তুমি যেনো কখনো সুখ না হারাও।” “আমার না হওয়াটা হয়তো ভাগ্যের খেলা ছিলো, তবু মনে চাই—তুমি যেনো সব খেলায় জিতে যাও।” “আমি ভাঙা আয়নায় নিজের মুখ দেখি, শুধু চাই তুমি যেনো কখনো ভাঙা স্বপ্ন না দেখো।” “আমার পৃথিবী অন্ধকার হলেও, তোমার আকাশটা যেনো আলোয় ভরে থাকে।” “তুমি আমার হতে পারোনি, তবুও আমার প্রতিটা দোয়া তোমার জন্যই।” “তুমি সুখী থাকলেই আমি শান্তি পাই, যদিও সেই সুখের মাঝে আমি নেই।” “আমার ভালোবাসা প্রমাণ হলো না, তবুও মনে প্রাণে চাই তুমি যেনো ভালোবাসা পাও চিরকাল।” “হাজার মানুষে ভিড়ে থাকো তুমি, তবুও যেনো কখনো একা না মনে হয় তোমার।” “আমার কপালে তুমি ছিলে না, তবুও মন থেকে চাই তুমি সারাজীবন সুখী থাকো।” “আমার ভাগ্যে তুমি না থাকলেও, প্রার্থনা করি তোমার ভাগ্যে যেনো শুধু হাসি আর ভালোবাসা লেখা থাকে।”
2025-08-20 22:13:08
170
mdsajibe731
Md Sojib :
এক পুরুষ ক্যাপশনে লিখেছিলো যে তোমায় আমি ভুলে গেছি এটা ভাবতেই চোখ দিয়ে অঝোর পরিমাণের পানি ঝরে যে পানির কোন হিসাব নেই আমি কুরআন শরীফে দেখেছি পানি নষ্ট করলে নাকি তার হিসাব দিতে হয় কিন্তু কিভাবে বলব যে চোখের পানি যেভাবে নষ্ট করেছি তার হিসাব কিভাবে দিবোতোমার জন্য যেটুকু চোখের পানি ধরিয়েছি সেটুকু চোখের পানি যদি আমি মসজিদে গিয়ে আল্লাহর জন্য ধরা তাহলে হয়তো আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিতেন আমি বলবো না যে তুমি আমাকে ছেড়ে গেছো তুমি তো আমার সাথে বেইমানি করেছে যার কোন ক্ষমা নেই আমি তোমাকে অভিশাপ দিবো না কারণ মানুষকে অভিশাপ দিতে নেই অবুঝ মন তুমি তো বলেছিলে যে আমি ছাড়া তোমার জীবনে কেউ নাই তাহলে কথাটা মিথ্যা ছিলো তাই না খোজ নিয়ে দেখি আমি ছাড়া তোমার মনে আছে আরেকজন সে হয়তো আমার চেয়ে তোমাকে বেশি ভালবাসে যদি বেশি ভালো নাই বাস্তো তাহলে কি আমাকে ছেড়ে যেতে অবশেষে একটা কথাই বলবো তুমি সুখে থাকো আমার সাথে যেভাবে বেইমানি করেছ আর কারো সাথে কোনটা করো না
2025-09-28 20:19:47
0
aaaaaaaaaaaab.obhelit
ObHeLiTu ( AmI) :
ক্যাপশনটা দিবেন প্লিজ 🙏🙏
2025-09-18 16:53:03
1
mdforhad2026
—͞ 𝙵ᴏʀꤪꤨꤪꤪꤪꤪꤪꤨꤪ𝙷ꫝᴅ ᰔᩚ :
"চাইনি হারাতে, তবু ভাগ্যের কাছে হেরে গেলাম… শুধু চাই, তুমি সুখে থেকো।” “তুমি আমার হওনি , এ জন্য—আমি তোমার হতে পারলাম না।” “আমার কাছে না থেকেও যদি ভালো থাকো, তাহলে দূর থেকে ও আমি শান্তি পাবো ।” “আমার না হয়েও যদি তোমার জীবন রঙিন হয়, তাহলে আমি সাদা-কালো নিয়েই বেঁচে থাকবো ।” “তুমি আমার হতে চাওনি, কিন্তু আমিও তো চাইনি তোমার ছাড়া বাঁচতে… আজ দু’জনেই আলাদা— তুমি সুখে, আমি কষ্টে।” “তুমি চলে গিয়েছো হাসি মুখে, আর আমি থেকে গেছি ভাঙা হৃদয় নিয়ে… তোমার জন্য হাসি এখনো আছে, কিন্তু আমার জন্য শুধুই কান্না।” __ “আমার স্বপ্ন ছিল, তোমাকে আঁকড়ে ধরা, একটা ভবিষ্যৎ ছিল… কিন্তু ভাগ্য এমন লিখলো— তুমি অন্য কারো, আমি একা অন্ধকারে।” “তুমি আমাকে ভুলে নতুন করে শুরু করেছো, আর আমি আজও ভাঙা স্মৃতিগুলো জড়িয়ে বেঁচে আছি।” “তুমি সুখে থেকো, দোয়া করি— কিন্তু আমায় ভুলে থেকো, কারণ আমার নাম মনে পড়লেই শুধু কষ্ট পাবে।” “আমি চাইনি কিছু, শুধু তোমাকে চেয়েছিলাম… আর আজ আমি সবকিছু হারিয়ে ফেলেও শুধু তোমাকেই হারানোর কষ্ট টা বয়ে বেড়াচ্ছি।” “আমার স্বপ্ন ভেঙে গেলেও প্রার্থনা করি, তোমার সব স্বপ্ন যেনো পূর্ণ হয়।” “আমি হারালাম শুধু তোমাকে, কিন্তু তুমি যেনো কখনো সুখ না হারাও।” “আমার না হওয়াটা হয়তো ভাগ্যের খেলা ছিলো, তবু মনে চাই—তুমি যেনো সব খেলায় জিতে যাও।” “আমি ভাঙা আয়নায় নিজের মুখ দেখি, শুধু চাই তুমি যেনো কখনো ভাঙা স্বপ্ন না দেখো।” “আমার পৃথিবী অন্ধকার হলেও, তোমার আকাশটা যেনো আলোয় ভরে থাকে।” “তুমি আমার হতে পারোনি, তবুও আমার প্রতিটা দোয়া তোমার জন্যই।” “তুমি সুখী থাকলেই আমি শান্তি পাই, যদিও সেই সুখের মাঝে আমি নেই।” “আমার ভালোবাসা প্রমাণ হলো না, তবুও মনে প্রাণে চাই তুমি যেনো ভালোবাসা পাও চিরকাল।” “হাজার মানুষে ভিড়ে থাকো তুমি, তবুও যেনো কখনো একা না মনে হয় তোমার।” “আমার কপালে তুমি ছিলে না, তবুও মন থেকে চাই তুমি সারাজীবন সুখী থাকো।” “আমার ভাগ্যে তুমি না থাকলেও, প্রার্থনা করি তোমার ভাগ্যে যেনো শুধু হাসি আর ভালোবাসা লেখা থাকে।”
2025-08-22 05:56:38
56
radhakrish868
R.Rime Roy :
ভাইয়া ক্যাপশনটা দেন প্লিজ ❤️‍🩹❤️‍🩹❤️‍🩹
2025-09-24 01:57:20
0
mdshefatislam42
☺️It's me Shefat ☺️ :
ক্যাপশন টা দেন
2025-09-17 06:49:14
2
voice.off.marjan8
voice off marjan :
আমার লাগবে
2025-10-03 03:04:58
0
mdsahebalisabu
💔গরীব চৌধুরীSk.sabu💔 :
তুমি মিথ্যা বলে জিতে গেলে,আর আমি সত্যি ভালোবেসে হেরে গেলাম, তুমি মিথ্যা ছিলে,আমি সত্য ছিলাম,তাই তুমি এগিয়ে গেছো,আর আমি থেমে গেলাম,তুমি মিথ্যার অভিনয়ে জিতে গেলে,আর আমি সত্যিকারের ভালোবেসে হেরে গেলাম,তুমি মিথ্যা বলেও সুখে আছো,আর আমি সত্যি বলেও একা একা দুঃখে ডুবে আছি,তুমি যতো মিথ্যা বলছো,আমি ততো সত্যি ভেবেছি,আজ বুঝি বোকা ছিলাম আমি,তুমি মিথ্যা বলোনি শুধু, আমার সত্যি কারের ভালো বাসা কে অপমান করছো,আসলে ভালো বাসা খুবই অসহায়😭
2025-08-24 13:56:06
41
rsrakibkhan819
. :
কেপশন টা দেওয়া যাবে ভাইয়া 😅
2025-09-03 07:09:27
2
b2kimrans
🥀🌸শূন্য আকাশে আমি একা🌸🥀🤔? :
@ব্রাহ্মণবাড়িয়ার পোলা,:"চাইনি হারাতে, তবু ভাগ্যের কাছে হেরে গেলাম… শুধু চাই, তুমি সুখে থেকে।” “তুমি আমার হওনি , এ জন্য—আমি তোমার হতে পারলাম না।” “আমার কাছে না থেকেও যদি ভালো থাকো, তাহলে দূর থেকে ও আমি শান্তি পাবো ।” “আমার না হয়েও যদি তোমার জীবন রঙিন হয়, তাহলে আমি সাদা-কালো নিয়েই বেঁচে থাকবো ।” “তুমি আমার হতে চাওনি, কিন্তু আমিও তো চাইনি তোমার ছাড়া বাঁচতে… আজ দু’জনেই আলাদা— তুমি সুখে, আমি কষ্টে।” “তুমি চলে গিয়েছো হাসি মুখে, আর আমি থেকে গেছি ভাঙা হৃদয় নিয়ে… তোমার জন্য হাসি এখনো আছে, কিন্তু আমার জন্য শুধুই কান্না।” __ “আমার স্বপ্ন ছিল, তোমাকে আঁকড়ে ধরা, একটা ভবিষ্যৎ ছিল… কিন্তু ভাগ্য এমন লিখলো— তুমি অন্য কারো, আমি একা অন্ধকারে।” “তুমি আমাকে ভুলে নতুন করে শুরু করেছো, আর আমি আজও ভাঙা স্মৃতিগুলো জড়িয়ে বেঁচে আছি।” “তুমি সুখে থেকো, দোয়া করি— কিন্তু আমায় ভুলে থেকো, কারণ আমার নাম মনে পড়লেই শুধু কষ্ট পাবে।” “আমি চাইনি কিছু, শুধু তোমাকে চেয়েছিলাম… আর আজ আমি সবকিছু হারিয়ে ফেলেও শুধু তোমাকেই হারানোর কষ্ট টা বয়ে বেড়াচ্ছি।” “আমার স্বপ্ন ভেঙে গেলেও প্রার্থনা করি, তোমার সব স্বপ্ন যেনো পূর্ণ হয়।” “আমি হারালাম শুধু তোমাকে, কিন্তু তুমি যেনো কখনো সুখ না হারাও।” “আমার না হওয়াটা হয়তো ভাগ্যের খেলা ছিলো, তবু মনে চাই—তুমি যেনো সব খেলায় জিতে যাও।” “আমি ভাঙা আয়নায় নিজের মুখ দেখি, শুধু চাই তুমি যেনো কখনো ভাঙা স্বপ্ন না দেখো।” “আমার পৃথিবী অন্ধকার হলেও, তোমার আকাশটা যেনো আলোয় ভরে থাকে।” “তুমি আমার হতে পারোনি, তবুও আমার প্রতিটা দোয়া তোমার জন্যই।” “তুমি সুখী থাকলেই আমি শান্তি পাই, যদিও সেই সুখের মাঝে আমি নেই।” “আমার ভালোবাসা প্রমাণ হলো না, তবুও মনে প্রাণে চাই তুমি যেনো ভালোবাসা পাও চিরকাল।” “হাজার মানুষে ভিড়ে থাকো তুমি, তবুও যেনো কখনো একা না মনে হয় তোমার।” “আমার কপালে তুমি ছিলে না, তবুও মন থেকে চাই তুমি সারাজীবন সুখী থাকো।” “আমার ভাগ্যে তুমি না থাকলেও, প্রার্থনা করি তোমার ভাগ্যে যেনো শুধু হাসি আর ভালোবাসা লেখা থাকে।”
2025-08-21 02:10:50
33
miraz07ff
Account not found :
"চাইনি হারাতে, তবু ভাগ্যের কাছে হেরে গেলাম… শুধু চাই, তুমি সুখে থেকে।” “তুমি আমার হওনি , এ জন্য—আমি তোমার হতে পারলাম না।” “আমার কাছে না থেকেও যদি ভালো থাকো, তাহলে দূর থেকে ও আমি শান্তি পাবো ।” “আমার না হয়েও যদি তোমার জীবন রঙিন হয়, তাহলে আমি সাদা-কালো নিয়েই বেঁচে থাকবো ।” “তুমি আমার হতে চাওনি, কিন্তু আমিও তো চাইনি তোমার ছাড়া বাঁচতে… আজ দু’জনেই আলাদা— তুমি সুখে, আমি কষ্টে।” “তুমি চলে গিয়েছো হাসি মুখে, আর আমি থেকে গেছি ভাঙা হৃদয় নিয়ে… তোমার জন্য হাসি এখনো আছে, কিন্তু আমার জন্য শুধুই কান্না।” __ “আমার স্বপ্ন ছিল, তোমাকে আঁকড়ে ধরা, একটা ভবিষ্যৎ ছিল… কিন্তু ভাগ্য এমন লিখলো— তুমি অন্য কারো, আমি একা অন্ধকারে।” “তুমি আমাকে ভুলে নতুন করে শুরু করেছো, আর আমি আজও ভাঙা স্মৃতিগুলো জড়িয়ে বেঁচে আছি।” “তুমি সুখে থেকো, দোয়া করি— কিন্তু আমায় ভুলে থেকো, কারণ আমার নাম মনে পড়লেই শুধু কষ্ট পাবে।” “আমি চাইনি কিছু, শুধু তোমাকে চেয়েছিলাম… আর আজ আমি সবকিছু হারিয়ে ফেলেও শুধু তোমাকেই হারানোর কষ্ট টা বয়ে বেড়াচ্ছি।” “আমার স্বপ্ন ভেঙে গেলেও প্রার্থনা করি, তোমার সব স্বপ্ন যেনো পূর্ণ হয়।” “আমি হারালাম শুধু তোমাকে, কিন্তু তুমি যেনো কখনো সুখ না হারাও।” “আমার না হওয়াটা হয়তো ভাগ্যের খেলা ছিলো, তবু মনে চাই—তুমি যেনো সব খেলায় জিতে যাও।” “আমি ভাঙা আয়নায় নিজের মুখ দেখি, শুধু চাই তুমি যেনো কখনো ভাঙা স্বপ্ন না দেখো।” “আমার পৃথিবী অন্ধকার হলেও, তোমার আকাশটা যেনো আলোয় ভরে থাকে।” “তুমি আমার হতে পারোনি, তবুও আমার প্রতিটা দোয়া তোমার জন্যই।” “তুমি সুখী থাকলেই আমি শান্তি পাই, যদিও সেই সুখের মাঝে আমি নেই।” “আমার ভালোবাসা প্রমাণ হলো না, তবুও মনে প্রাণে চাই তুমি যেনো ভালোবাসা পাও চিরকাল।” “হাজার মানুষে ভিড়ে থাকো তুমি, তবুও যেনো কখনো একা না মনে হয় তোমার।” “আমার কপালে তুমি ছিলে না, তবুও মন থেকে চাই তুমি সারাজীবন সুখী থাকো।” “আমার ভাগ্যে তুমি না থাকলেও, প্রার্থনা করি তোমার ভাগ্যে যেনো শুধু হাসি আর ভালোবাসা লেখা থাকে।”
2025-08-22 03:29:06
23
its_me_parvez16
★彡[PA parvez Ahmed]彡★ :
যখন কোনো সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে, তখন আমাদের মনের ভেতর থেকে এক ধরনের চাওয়া জন্ম নেয়। আমরা চাই প্রিয় মানুষটা আমাদের জন্য সময় দিক, গুরুত্ব দিক, আগের মতোই প্রতিটি মুহূর্ত আমাদের সঙ্গে ভাগ করে নিক। এই প্রত্যাশাগুলো মুখে বলি না, কিন্তু ভেতরে ভেতরে সেই চাহিদা তৈরি হয় নিঃশব্দে। আর যখন সেই প্রত্যাশা পূরণ হয় না, তখনই জন্ম নেয় অভিমান। ছোট ছোট উপেক্ষা, সময় না দেওয়া, বদলে যাওয়া আচরণ-সব মিলিয়ে মনটা ভারী হয়ে ওঠে। সেই অভিমান দিন দিন বাড়তে থাকে, জমে যায় কষ্টের পাহাড় হয়ে। একটা সময় সে পাহাড় ভেঙে পড়ে অভিযোগ হয়ে-প্রিয় মানুষটার দিকেই। এই অভিযোগ-অভিমান বাড়তে বাড়তে একসময় মনে হয়, মানুষটাকে বুঝি হারিয়ে ফেলবো। সেই ভয়টা এতটাই তীব্র হয়ে ওঠে যে, তখন আমরা অজান্তেই কিছু অস্বাভাবিক আচরণ করতে থাকি। হুটহাট রাগ, তুচ্ছ ব্যাপারে অভিমান, সবসময় খোঁজ নেওয়া, কারও সাথে বেশি মিশলে হিংসে হওয়া-সবকিছুর শিকড় সেই ভয় থেকে, হারিয়ে ফেলার আতঙ্ক থেকে। কিন্তু দুর্ভাগ্য এই যে, প্রিয় মানুষটা সব সময় আমাদের সেই ভয়টা বোঝে না। বরং সে ধীরে ধীরে বিরক্ত হতে শুরু করে। প্রতিদিনের অভিযোগ, বারবার অভিমান, একটানা মানসিক টানাপোড়েন তাকে ক্লান্ত করে তোলে। তখন সে একরকম হাঁপিয়ে ওঠে সম্পর্কটা থেকে, আর একসময় সে বেরিয়ে যেতে চায়। যে মানুষটাকে এত ভালোবেসে আগলে রাখতে চেয়েছি, তাকে নিয়েই একসময় সম্পর্ক বিষিয়ে ওঠে। আর সম্পর্কের অপর প্রান্তে থাকা মানুষটা যখন চলে যায়, তখন আমরা ভেঙে পড়ি ভেতর থেকে। সব কিছু থাকা সত্ত্বেও ভীষণ একা হয়ে যাই। এই সত্যটা খুব নির্মম-যে যত গভীরভাবে ভালোবাসে, তার কষ্টটাও হয় গভীর। আর যে গা ছাড়া ভাবে ভালোবাসে, সে কখনোই অতটা কষ্ট পায় না, কখনোই হারানোর ভয়টুকু বোঝে না। সম্পর্ক তখনই টিকে থাকে, যখন দুজন মানুষ একসাথে গভীর হয়। না হলে একপক্ষ ভালোবেসে ক্লান্ত হয়, আর অপরপক্ষ স্রোতের মতো ভেসে চলে যায়-নির্বাক, নিঃশব্দে, কোনোরকম উপলব্ধি ছাড়াই। এভাবেই একদিন সম্পর্কের শেষ হয়। ভালোবাসা থাকলেও, বোেঝাপোড়ার অভাবে। ভয় থাকলেও, ভাষাহীনতার কারণে। আর সবচেয়ে আপন মানুষটাকেই হারিয়ে ফেলি-যার জন্য একসময় নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলাম.!💔😌
2025-09-04 12:29:29
11
mdtatek325
Md Tarek Mahmud 🇦🇪🇧🇩 :
ভাই ক্যাপশনটা দিবেন প্লিজ প্লিজ 🙏🏻
2025-08-20 20:09:23
5
tamanna.akter027
🥀•••♥︎•••ইসলামের আলো••♥︎•••🥀 :
amar jiboner sate protita line mile giyece ... caption ta pore nije k dekte pelam thik amon tai amar sate korce oi beiman ta... 😭😭😭
2025-08-22 03:18:46
10
mifta_7x58
Mifta_7x :
ক্যাপশনটা দেবেন প্লিজ
2025-08-23 09:24:37
3
mdrbin49
🌿""_> শূন্য_খাঁচার_/কবি🕊️🦋 :
J💔:ওহে মায়াবতীর আপনি না বুঝলেন আমার নীরবতা.... আর না বুঝলেন আমার অভিমান....!! মনের মধ্যে একটা প্রশ্ন জাগে.., সত্যি কি আপনি আমাকে ভালোবেসে ছিলেন..!! মানুষ কি তার ভালোবাসার মানুষ টাকে এত যত্ন সহকারে অবহেলা করতে পারে, আপনি অতি যত্ন সহকারে আমাকে ভালোবাসা শিখিয়েছেন, আপনার মায়ায় বেঁদেছেন, কিন্তুু আপনি আমাকে ভালোবাসেন নি.....! "আপনাকে হারানোর ভয় পেতে পেতে অবশেষে আপনাকে হারিয়ে ফেললাম, আপনাকে আমি ভিষণ ভালোবাসি, তাই আপনাকে তো আর অভিশাপ দিতে পারবো না, তবে বলবো ভালো থাকুক আমার না হওয়া ভালোবাসা.....😥💔
2025-10-01 12:10:56
1
eyakubvai92
eyakubvai92★S🚩 :
ক্যাপশন টা দেওয়া যাবে
2025-09-17 12:14:05
1
saim_0.1
🦋𝕊𝕒𝕚𝕞_𝟘.𝟙🦋 :
ভাই ক্যাপশন প্লিজ..!🙏
2025-08-24 16:16:26
1
tanha..islam6677
🥀🦋 TANHA ISLAM 🦋🥀 :
-"কোনো একদিন তোমারো আমার জন্য আফসোস হবে,আমার জন্য খারাপ লাগবে, সেদিন হয়তো আমি থাকবো নাহ,তোমার লাইফে। সেদিন তুমি আফসোস করে বলবে৷ আমার লাইফে থাকা মানুষটাই বেষ্ট ছিলো😅 দুঃখের বিশয় কি জানো তুমি সেই আফসোস নিয়ে বাঁচতে থাকবে, তুমি জানো আমারো সপ্ন ছিলো তোমার সাথে আকাশ দেখার!😅 তোমার সাথে সারাটা জীবন কাটানোর কিন্তুু তা আর হলো নাহ!তুমি কি জানো তোমাকে না পাওয়ার আফসোস নিয়েই আমাকে সারাটাজীবন কাটাতে হবে!💔😅আমার কিছুই হবে নাহ, তোমার খারাপ লাগবে অনেক। আসলে লাইফটা এমনই হয় আমরা যাদের চাই তারা আমাদের চায় নাহ। তবে যাদেরকে পাই তাদেরকে আবার মুল্য দিতে জানি নাহ, প্রতেকটা মানুষ কোথাও না কোথাও গিয়ে ঠকেই যায়। তোমার ঠিক এমনই হবে,,,,,।।। মিলিয়ে নিও আমার না হওয়া মহারাজা...!😅💔..
2025-09-21 03:31:35
2
sadqueen799ak
💔🦋SAD~🦋Queen💔 :
ক্যাপশনটা প্লিজ
2025-09-04 05:50:20
1
user51974253865
💔💔শেষ চিরকুট 💔💔 :
চাইনি হারাতে, তবু ভাগ্যের কাছে হেরে গেলাম… শুধু চাই, তুমি সুখে থেকে।” “তুমি আমার হওনি , এ জন্য—আমি তোমার হতে পারলাম না।” “আমার কাছে না থেকেও যদি ভালো থাকো, তাহলে দূর থেকে ও আমি শান্তি পাবো ।” “আমার না হয়েও যদি তোমার জীবন রঙিন হয়, তাহলে আমি সাদা-কালো নিয়েই বেঁচে থাকবো ।” “তুমি আমার হতে চাওনি, কিন্তু আমিও তো চাইনি তোমার ছাড়া বাঁচতে… আজ দু’জনেই আলাদা— তুমি সুখে, আমি কষ্টে।” “তুমি চলে গিয়েছো হাসি মুখে, আর আমি থেকে গেছি ভাঙা হৃদয় নিয়ে… তোমার জন্য হাসি এখনো আছে, কিন্তু আমার জন্য শুধুই কান্না।” __ “আমার স্বপ্ন ছিল, তোমাকে আঁকড়ে ধরা, একটা ভবিষ্যৎ ছিল… কিন্তু ভাগ্য এমন লিখলো— তুমি অন্য কারো, আমি একা অন্ধকারে।” “তুমি আমাকে ভুলে নতুন করে শুরু করেছো, আর আমি আজও ভাঙা স্মৃতিগুলো জড়িয়ে বেঁচে আছি।” “তুমি সুখে থেকো, দোয়া করি— কিন্তু আমায় ভুলে থেকো, কারণ আমার নাম মনে পড়লেই শুধু কষ্ট পাবে।” “আমি চাইনি কিছু, শুধু তোমাকে চেয়েছিলাম… আর আজ আমি সবকিছু হারিয়ে ফেলেও শুধু তোমাকেই হারানোর কষ্ট টা বয়ে বেড়াচ্ছি।” “আমার স্বপ্ন ভেঙে গেলেও প্রার্থনা করি, তোমার সব স্বপ্ন যেনো পূর্ণ হয়।” “আমি হারালাম শুধু তোমাকে, কিন্তু তুমি যেনো কখনো সুখ না হারাও।” “আমার না হওয়াটা হয়তো ভাগ্যের খেলা ছিলো, তবু মনে চাই—তুমি যেনো সব খেলায় জিতে যাও।” “আমি ভাঙা আয়নায় নিজের মুখ দেখি, শুধু চাই তুমি যেনো কখনো ভাঙা স্বপ্ন না দেখো।” “আমার পৃথিবী অন্ধকার হলেও, তোমার আকাশটা যেনো আলোয় ভরে থাকে।” “তুমি আমার হতে পারোনি, তবুও আমার প্রতিটা দোয়া তোমার জন্যই।” “তুমি সুখী থাকলেই আমি শান্তি পাই, যদিও সেই সুখের মাঝে আমি নেই।” “আমার ভালোবাসা প্রমাণ হলো না, তবুও মনে প্রাণে চাই তুমি যেনো ভালোবাসা পাও চিরকাল।” “হাজার মানুষে ভিড়ে থাকো তুমি, তবুও যেনো কখনো একা না মনে হয় তোমার।” “আমার কপালে তুমি ছিলে না, তবুও মন থেকে চাই তুমি সারাজীবন সুখী থাকো।” “আমার ভাগ্যে তুমি না থাকলেও, প্রার্থনা করি তোমার ভাগ্যে যেনো শুধু হাসি আর ভালোবাসা লেখা থাকে।”😅
2025-09-20 17:22:09
3
md.shaikb77
অপদার্থ লেখক ✒️📝 :
💖❤️‍:তুমি হয়তো অনেক দেরিতে বুঝবে আমি হারিয়ে যাওয়া মানে শুধু একজন মানুষকে হারানো নয়,তুমি হারিয়েছ সেই হৃদয়টাকে যে নিঃস্বার্থভাবে তোমার পাশে ছিল যে সুখ শুধু তোমাকে দেখতো। যে মন তোমার প্রতি ঠিক না বলা কথাও বুঝার চেষ্টা করত একদিন হঠাৎ খুব মনে পড়বে আমাদের সেই সব দিন ! যখন আমি ছিলাম তখন হয়তো তোমার বুকের ভিতর হয়তো এক অদ্ভুত শূন্যতা বাজবে কিন্তু আমি তখন থাকবো না, আমি চলে যাওয়ার পর তুমি টের পাবে , এই স্বার্থপর দুনিয়ায় নিখুত ভালোবাসা আসলে কতটা দুর্বল ভালোবাসার অভাবে, অনুভবের দারিদ্র তুমি ধীরে ধীরে পুড়ে যাবে, আমি যখন তোমার চারপাশে ছিলাম তখন তুমি বুঝে উঠনি আমার গুরুত্ব অথচ আমি হারিয়ে গেলে হয়তো একদিন , বাতাসের হঠাৎ নিঃশ্বাসে মেঘের বিষন্নতায় নদীর একাকীত্ব বা পাহাড়ের বিষন্নতায় তুমি আমাকে খুঁজে পাবে! কিন্তু সেই পাওয়াটা হবে শুধু অনুভবের বাস্তবে নয় , তখন হয়তো মনে হবে ইস আরেকবার যদি সময়কে পিছনে নেওয়া যেত । কিন্তু সময় তো আর কারো জন্য থেমে থাকে না, মানুষ যখন চুপচাপ সেরে যায়, তখন সে আগের মত ফিরে না, তুমি একদিন বুঝবে ঠিক ওই খুঁজবে ওই ঠিক ওই কিন্তু আর আমি আর ফিরব না..। 🙂
2025-09-03 06:10:39
8
siyam...mahamud..1m
লুচ্চা বেডি জামাই 😎 :
আমাকে ইচ্ছা করেই খুন করেছে… কিন্তু বেহায়া আমি এখনো তার খুনিকেই ভালোবাসি…" ভালোবাসা নাকি জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি, অথচ আমার কাছে সেটা হয়ে গেছে মৃত্যুর অন্য নাম। যে মানুষটাকে আমি নিঃস্বার্থভাবে চাইতাম, যে মানুষটাকে নিজের জীবনের চেয়েও বেশি আগলে রেখেছিলাম—সেই মানুষটাই আমাকে ইচ্ছে করেই ভেঙে চুরমার করে দিয়েছে। সে জানতো, আমার হৃদয়টা কতোটা দুর্বল, তবুও ছুরি চালিয়েছে নির্দ্বিধায়, যেন আমার ভালোবাসাটাকে হত্যা করাই তার একমাত্র ইচ্ছে ছিলো। আজ আমি বেঁচে আছি, কিন্তু ভেতরে ভেতরে হাজারবার মরে গেছি। তার দেওয়া প্রতিটা আঘাত আমার ভেতরের আলো নিভিয়ে দিয়েছে, অথচ অদ্ভুতভাবে আমি এখনো তাকে নিয়েই বাঁচি। বুকের ভেতরটা প্রতিদিন চিৎকার করে বলে—"সে-ই আমার খুনি!" কিন্তু মনের ভেতরকার আরেকটা অংশ কাঁদতে কাঁদতে ফিসফিস করে—"আমি এখনো তাকে ভালোবাসি…" কখনো নিজেকে নিজেই প্রশ্ন করি—এটাই কি ভালোবাসার প্রকৃতি? যে আমাকে ইচ্ছে করেই শেষ করে দিয়েছে, সেই মানুষটাকেই কি আমি এখনো হৃদয়ের গভীর থেকে আঁকড়ে ধরে রাখবো? উত্তরটা আমি জানি… কারণ সত্যিটা একটাই— "আমি বেহায়ার মতো আজও সেই খুনিকেই ভালোবাসি, যে আমাকে নিজের হাতে মেরে ফেলেছে।" 💔
2025-09-07 01:14:01
2
jexrt6
🌼EMOTION🌼 :
আপনার প্রতিটা ক্যাপশন পড়লে অঝোরে কান্না আসে 😭 কার জন্য কি করেছি অথচ সেই মানুষটি বুঝিয়ে দিলো মানুষ বহুরুপী 🙂
2025-08-29 15:48:36
4
To see more videos from user @mdriski4, please go to the Tikwm homepage.

Other Videos


About