@mahi.raihan.77: প্রিয় বাবা..🫶 প্রতিটা সময় প্রতিটা দিন তোমার কথা বড্ড মনে পড়ে বাবা তোমাকে অনেক মিস করি প্রিয় বাবা যখন বুঝলাম জীবনে বাবার গুরুত্ব কি তখন অনেক দেরি হয়ে গেছে বাবা নামক ছায়াটা জীবন থেকে হারিয়ে গেছে অনেক দূর রাব্বির হাম হুমা কামা রাব্বাইয়ানী সাগীরা বাবা - মাত্র দুটি শব্দ কিন্তু এর বিশালতা অনেক বড় বাবাকে নিয়ে স্ট্যাটাস লেখার কিছু নেই বাবা নিজেই একজন স্ট্যাটাসের ভান্ডার বাবা হলেন তৃপ্ত রোদের শীতল ছায়া পৃথিবীর বুকে সৃষ্টিকর্তার সৃষ্টির অনন্য এক উদাহরণ আমাদের জন্মের পর থেকেই নিঃস্বার্থভাবে যিনি আমাদের সকল চাহিদা পূরণ করতে থাকেন সেই নিঃস্বার্থ বাবাকে নিয়ে বলার মতো কোন উদাহরণই পৃথিবিতে আছে বলে আমার মনে হয় না সবাই আমার বাবার জন্য দোয়া করবেন মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেনো আমার বাবাকে জান্নাতবাসী করেন আমীন রাব্বির হাম হুমা কামা রাব্বাইয়ানী সাগীরা../❤️🩹🥹 . . .#foryou #mahivai77 #tiktok