@bnp___10: গতকাল দেখলাম, ছাত্রদলের মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলামকে নিয়ে অনেকে ফেসবুকে পোস্ট দিচ্ছেন ও তাঁর বক্তব্য ট্রল করছেন। আবার অনেকে তাঁকে ছাত্রলীগ নেতা সাদ্দামের সাথে তুলনা করছেন। আবিদুল ইসলামের সাথে আপনার মতের অমিল থাকতেই পারে, কিন্তু তাঁর অবদান স্বীকার করতে হবে। গত ফ্যাসিস্ট আমলের জুলুমের শিকার প্রত্যেক মানুষের প্রতি আমাদের সহনশীল হওয়া উচিত। ট্রল ও সমালোচনা করতেই পারেন, কিন্তু এমন কোনো ট্যাগ দেবেন না যা ভবিষ্যৎ রাজনীতির জন্য হুমকি হয়ে দাঁড়ায়। ডাকসু নির্বাচনের প্রত্যেক প্রার্থীর জন্য রইলো শুভকামনা ও ভালোবাসা। লেখা : রবিউল ইসলাম। #westandabid #bangladesh_nationalist_party_bnp_10 #আপোষহীন_দেশনেত্রী_বেগম_খালেদা_জিয়া