@luvliviii: #fyp #trending #relatable

alivia ✰
alivia ✰
Open In TikTok:
Region: US
Thursday 21 August 2025 14:11:06 GMT
537
88
6
1

Music

Download

Comments

floomillie
millie <3 :
hey i remember this day
2025-08-21 18:12:22
1
udontrllyknowme0
Udontrllyknowme0 :
always
2025-08-21 14:17:48
1
amirykairiee
amiryka :
no fr
2025-08-21 18:11:12
1
To see more videos from user @luvliviii, please go to the Tikwm homepage.

Other Videos

বাবার টাকায় জীবনযাপন করা অনেক সহজ। খরচ করতে গেলে সেখানে দ্বিধা থাকে না, কারণ টাকার কষ্টটা নিজে অনুভব করতে হয় না। নতুন জামা, মোবাইল কিংবা ঘুরতে যাওয়ার পরিকল্পনা—সবকিছুতেই বাবার অর্থ ভরসা হয়ে ওঠে। তখন টাকার পেছনের ঘাম-ঝরানো কষ্টের কথা ভাবা হয় না। কিন্তু যখন জীবনের বাস্তব মঞ্চে দাঁড়িয়ে নিজ হাতে উপার্জন করতে হয়, তখন টাকার প্রকৃত মূল্য চোখে ভাসে। প্রতিদিনের শ্রম, মেহনত আর সময় খরচ করে যখন অল্প কিছু টাকা হাতে আসে, তখন বোঝা যায় এক জোড়া জুতো কিনতে গেলেও কেন দশবার ভেবে দেখতে হয়। তখন বোঝা যায় বাবার সেই হাসি মুখে খরচ চালানো আসলে কতটা ত্যাগ আর ধৈর্যের ফল। নিজে ইনকাম করার অভিজ্ঞতা শেখায় দায়িত্ববোধ, শেখায় হিসাব কষে চলতে। ছোট ছোট চাহিদাগুলোও তখন আর অবহেলায় পূরণ করা যায় না; বরং সঠিক প্রাধান্য অনুযায়ী ব্যয় করতে হয়। এখানেই প্রকাশ পায় বাবার জীবনের অদেখা সংগ্রাম, যা সন্তানরা কেবল তখনই গভীরভাবে বুঝতে পারে, যখন তারা নিজের হাতে উপার্জিত টাকায় সংসার চালাতে শুরু করে। সবশেষে বলা যায়, বাবার টাকার উপর নির্ভর করে জীবন কাটানো আর নিজের উপার্জনের অর্থ দিয়ে চলা—এই দু’য়ের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। তাই সন্তানের উচিত বাবার কষ্টকে উপলব্ধি করা এবং নিজের যোগ্যতায় দাঁড়িয়ে দেখানো যে, দায়িত্ব কেবল বাবার নয়, সন্তানেরও আছে। লেখা- আরিফুল হাসান #bdtiktokofficial #foryoupage #malaysia #foryou #malaysia #foryou #tiktok #bdtiktokofficial @ব্যর্থ প্রবাসী 😪🛬
বাবার টাকায় জীবনযাপন করা অনেক সহজ। খরচ করতে গেলে সেখানে দ্বিধা থাকে না, কারণ টাকার কষ্টটা নিজে অনুভব করতে হয় না। নতুন জামা, মোবাইল কিংবা ঘুরতে যাওয়ার পরিকল্পনা—সবকিছুতেই বাবার অর্থ ভরসা হয়ে ওঠে। তখন টাকার পেছনের ঘাম-ঝরানো কষ্টের কথা ভাবা হয় না। কিন্তু যখন জীবনের বাস্তব মঞ্চে দাঁড়িয়ে নিজ হাতে উপার্জন করতে হয়, তখন টাকার প্রকৃত মূল্য চোখে ভাসে। প্রতিদিনের শ্রম, মেহনত আর সময় খরচ করে যখন অল্প কিছু টাকা হাতে আসে, তখন বোঝা যায় এক জোড়া জুতো কিনতে গেলেও কেন দশবার ভেবে দেখতে হয়। তখন বোঝা যায় বাবার সেই হাসি মুখে খরচ চালানো আসলে কতটা ত্যাগ আর ধৈর্যের ফল। নিজে ইনকাম করার অভিজ্ঞতা শেখায় দায়িত্ববোধ, শেখায় হিসাব কষে চলতে। ছোট ছোট চাহিদাগুলোও তখন আর অবহেলায় পূরণ করা যায় না; বরং সঠিক প্রাধান্য অনুযায়ী ব্যয় করতে হয়। এখানেই প্রকাশ পায় বাবার জীবনের অদেখা সংগ্রাম, যা সন্তানরা কেবল তখনই গভীরভাবে বুঝতে পারে, যখন তারা নিজের হাতে উপার্জিত টাকায় সংসার চালাতে শুরু করে। সবশেষে বলা যায়, বাবার টাকার উপর নির্ভর করে জীবন কাটানো আর নিজের উপার্জনের অর্থ দিয়ে চলা—এই দু’য়ের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। তাই সন্তানের উচিত বাবার কষ্টকে উপলব্ধি করা এবং নিজের যোগ্যতায় দাঁড়িয়ে দেখানো যে, দায়িত্ব কেবল বাবার নয়, সন্তানেরও আছে। লেখা- আরিফুল হাসান #bdtiktokofficial #foryoupage #malaysia #foryou #malaysia #foryou #tiktok #bdtiktokofficial @ব্যর্থ প্রবাসী 😪🛬

About