@ratnadamopolii3: #fyp

ratnadamopolii627
ratnadamopolii627
Open In TikTok:
Region: ID
Friday 22 August 2025 07:46:01 GMT
248
13
2
0

Music

Download

Comments

egiksiddik
egik fs :
🤔🤔🤔
2025-08-23 03:55:59
1
To see more videos from user @ratnadamopolii3, please go to the Tikwm homepage.

Other Videos

একজন বাবা তার সন্তানকে ঠিক ততটাই ভালো বানাতে চান, যতটা তিনি নিজে হতে চেয়েছিলেন। এ কথার ভেতরে লুকিয়ে আছে এক অমূল্য জীবনের দর্শন। বাবা হলো সন্তানের প্রথম শিক্ষক, প্রথম পথপ্রদর্শক এবং প্রথম অনুকরণীয় মানুষ। তিনি জানেন জীবনের সংগ্রাম কেমন, স্বপ্ন পূরণ করতে হলে কত ত্যাগ স্বীকার করতে হয়, আর কী কী বাধা অতিক্রম করতে হয়। একজন বাবা হয়তো তার জীবনে সব স্বপ্ন পূরণ করতে পারেননি। হয়তো দারিদ্রতা, সুযোগের অভাব কিংবা নানা প্রতিকূলতার কারণে তার জীবন থেমে গেছে এক জায়গায়। কিন্তু তিনি চান না সেই অপূর্ণতা সন্তানের জীবনে আসুক। তাই তিনি সন্তানের জন্য স্বপ্ন বুনেন, সেই স্বপ্ন পূরণে অক্লান্ত পরিশ্রম করেন। দিনের ঘাম ঝরিয়ে, রাতের ক্লান্তি ভুলে সন্তানকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যান। বাবা চান সন্তান তার চেয়ে শিক্ষায়, জ্ঞানে, চরিত্রে এবং মানবিকতায় শ্রেষ্ঠ হয়ে উঠুক। সন্তানের চোখে যে স্বপ্ন জ্বলে, বাবার হৃদয়ে তার চেয়েও বড় আলো জ্বলে ওঠে। বাবা জানেন, সন্তানই তার অসম্পূর্ণ স্বপ্নের পূর্ণতা। তবে এখানে মনে রাখা জরুরি যে, সন্তানের প্রতি বাবার আশা যেন বোঝা হয়ে না দাঁড়ায়। প্রতিটি সন্তানের নিজস্ব প্রতিভা ও স্বপ্ন থাকে। বাবার দায়িত্ব হলো তাকে সঠিক পথে পরিচালিত করা, সঠিক পরিবেশ তৈরি করা এবং সাহস জোগানো। চাপিয়ে দেওয়া নয়, বরং ভালোবাসা আর স্নেহ দিয়ে তার প্রতিভাকে বিকশিত হতে দেওয়া। অতএব বলা যায়, বাবা তার সন্তানের জন্য শুধু একজন অভিভাবক নন, তিনি তার ভরসা, অনুপ্রেরণা এবং স্বপ্নের সেতু। একজন বাবা তার সন্তানকে যত ভালো বানাতে চান, সেটিই প্রমাণ করে তিনি কতটা নিঃস্বার্থ, কতটা মহান। #foryoupage #foryou #viralvideotiktok #bangladesh🇧🇩 #qatar🇶🇦
একজন বাবা তার সন্তানকে ঠিক ততটাই ভালো বানাতে চান, যতটা তিনি নিজে হতে চেয়েছিলেন। এ কথার ভেতরে লুকিয়ে আছে এক অমূল্য জীবনের দর্শন। বাবা হলো সন্তানের প্রথম শিক্ষক, প্রথম পথপ্রদর্শক এবং প্রথম অনুকরণীয় মানুষ। তিনি জানেন জীবনের সংগ্রাম কেমন, স্বপ্ন পূরণ করতে হলে কত ত্যাগ স্বীকার করতে হয়, আর কী কী বাধা অতিক্রম করতে হয়। একজন বাবা হয়তো তার জীবনে সব স্বপ্ন পূরণ করতে পারেননি। হয়তো দারিদ্রতা, সুযোগের অভাব কিংবা নানা প্রতিকূলতার কারণে তার জীবন থেমে গেছে এক জায়গায়। কিন্তু তিনি চান না সেই অপূর্ণতা সন্তানের জীবনে আসুক। তাই তিনি সন্তানের জন্য স্বপ্ন বুনেন, সেই স্বপ্ন পূরণে অক্লান্ত পরিশ্রম করেন। দিনের ঘাম ঝরিয়ে, রাতের ক্লান্তি ভুলে সন্তানকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যান। বাবা চান সন্তান তার চেয়ে শিক্ষায়, জ্ঞানে, চরিত্রে এবং মানবিকতায় শ্রেষ্ঠ হয়ে উঠুক। সন্তানের চোখে যে স্বপ্ন জ্বলে, বাবার হৃদয়ে তার চেয়েও বড় আলো জ্বলে ওঠে। বাবা জানেন, সন্তানই তার অসম্পূর্ণ স্বপ্নের পূর্ণতা। তবে এখানে মনে রাখা জরুরি যে, সন্তানের প্রতি বাবার আশা যেন বোঝা হয়ে না দাঁড়ায়। প্রতিটি সন্তানের নিজস্ব প্রতিভা ও স্বপ্ন থাকে। বাবার দায়িত্ব হলো তাকে সঠিক পথে পরিচালিত করা, সঠিক পরিবেশ তৈরি করা এবং সাহস জোগানো। চাপিয়ে দেওয়া নয়, বরং ভালোবাসা আর স্নেহ দিয়ে তার প্রতিভাকে বিকশিত হতে দেওয়া। অতএব বলা যায়, বাবা তার সন্তানের জন্য শুধু একজন অভিভাবক নন, তিনি তার ভরসা, অনুপ্রেরণা এবং স্বপ্নের সেতু। একজন বাবা তার সন্তানকে যত ভালো বানাতে চান, সেটিই প্রমাণ করে তিনি কতটা নিঃস্বার্থ, কতটা মহান। #foryoupage #foryou #viralvideotiktok #bangladesh🇧🇩 #qatar🇶🇦

About