❤️🩹 👀 Tattoo RIYAZ 👀 ❤️🩹 :
"বিশ্বাস করো, তোমাকে আমি প্রতিটি নিঃশ্বাসে অনুভব করি। এক মুহূর্ত যায় না, যখন তোমার কথা মনে পড়ে না। এই মনটা যেন আর নিজেকে সামলাতে পারে না। তুমি নেই—এই সত্যিটা প্রতিদিন আমাকে ভেঙে চুরে টুকরো করে দেয়।
রাত গভীর হলে, চারপাশ যখন নিস্তব্ধ হয়ে যায়, তখন সবচেয়ে বেশি তোমাকে অনুভব করি। তোমার সেই মায়াভরা চোখ, হাসিমাখা মুখ, আর সেই কণ্ঠস্বর—সব কিছু যেন এখনো আমার চারপাশে ঘুরে বেড়ায়। মাঝে মাঝে নিজেকেই প্রশ্ন করি, কিভাবে সম্ভব এতটা ভালোবাসা কারো প্রতি থাকা?
তোমার অনুপস্থিতিতে আমি শুধু একা নই, আমি অসম্পূর্ণ। অনেকেই বলে সময় সব কিছু ভুলিয়ে দেয়, কিন্তু আমি জানি—তোমার স্মৃতি সময়ের সঙ্গে আরও গাঢ় হয়ে যাচ্ছে। তোমার জন্য বুকের ভেতর যে জায়গাটা রয়ে গেছে, সেখানে আর কেউ কখনো আসবে না।
জীবনটা তোমাকে ছাড়া ভাবতে গেলে শ্বাস নিতে কষ্ট হয়। সব কিছু ঠিকঠাক চললেও, ভেতরে একটা শূন্যতা আমাকে প্রতিনিয়ত গিলে খাচ্ছে। আমি হাসি, কথা বলি, চলাফেরা করি—তবুও সব কিছুর পেছনে একটিই অনুভূতি কাজ করে—তুমি নেই।
তোমাকে ছাড়া বেঁচে থাকা মানে, যেন জীবনের সব রং মুছে গেছে। আর আমি জানি না, এই একঘেয়ে ধূসর দিনগুলোতে কতদিন নিজেকে হারিয়ে খুঁজবো। তুমি ছাড়া আমি কেউ নই, কিছুই নই। যদি কখনো সম্ভব হতো, আমি সময়কে থামিয়ে দিতাম ঠিক সেই মুহূর্তে, যখন তুমি ছিলে আমার পাশে... 💔
2025-08-25 08:19:36