ব্যর্থ প্রেমিক 😅🩹 :
শুধু আমারে না, আমার দেখা ও আর পাবে নাহ। এই জীবন একটি অমূল্য রত্ন, যা একবার হারালে আর কখনো ফিরে পাওয়া যায় নাহ।
তুমি যদি ভাবো, হাজারো মানুষ আসবে, হাজারো সম্পর্ক হবে, তবে তোমাকে জানিয়ে দিতে চাই, মনে রেখো, আমি ছিলাম এক অদ্বিতীয়, এক অতুলনীয় রচনা। আমার হাসি, আমার কান্না, আমার আবেগ, আমার পছন্দ-অপছন্দ, সবই ছিলো এক বিশেষ মায়াজাল! কেউ যদি আমার মতো হয়ে উঠতে চায়, সে কখনোই পারবে না, কারন আমি ছিলাম এক অমূল্য অভিজ্ঞতা, যা কেউ আর কখনো অনুভব করবে নাহ!
আমি শুধু'ই আমার,, এবং তা কখনোই পরিবর্ত'ন হবে নাহ.....।😅✍️
2025-09-01 12:02:10