⓽❄Showrov✔❄ :
তোমাকে হারাবো ভাবলে বুকে মারাত্মক যন্ত্রণা হতো ,অথচ তোমাকে হারিয়েছি আজ বহুদিন। ভেবেছিলাম তোমাকে ভালোবেসে পার করে দিব জীবন নামের কঠিন পুলসিরাত। তোমায় গোটা একটা জীবন ভালোবেসে তোমার সঙ্গেই হাঁটবো পাইনের আপেল বাগানে। ক্লান্ত হলে দু'জনে বসবো পাশাপাশি। একটা আপেল ভাগ করে খেতে খেতে একে অপরকে কথা দিবো, আমরা কখনো দুই টুকরো হবো না।কতো কথা এই না চিলো তোমার সাথে ,কতো পথ এক সাথে হাটার কথা চিলো। অথচ তুমি আমায় এমন একটা পথের মাঝখানে এসে হাত ছেড়ে দিয়ে নিরুদ্দেশ হলে, যে পথ বড় কঠিন। চুলের মতো সরু, ব্লেডের মত ধারালো, চারদিকে জ্বলছে নরকের আগুন। তুমি থাকলে আগুনের এই পথ তোমার হাত ধরে সহজেই পার করে চলে যাওয়া যেতো ,কাঙ্ক্ষিত বিজয়ের কাছে। এই সবকিছুই হলো না। তুমি হতে দাও নি।সব তোমার একার করে নিয়েছ। অথচ আমি শুধু গাঁধার মতো ভালোবেসে যাই, আমি সাঁতার না জেনেই ঝাপ দেই তোমার প্রেম যমুনা। সেই যমুনায় ডুবে আমি হাসফাস করতে ,করতে মরে যায়। কিন্তু তোমার জন্যে মরেও তুমি মায়া কইরা চিমটিখানি হাতটা ও বাড়িয়ে দেও নি। তোমার ভালোবাসা আমাকে আজ পুলসিরাতের মাঝখানে দাঁড় করিয়ে দিয়েছে। "একা" তবে তোমার সাথে মন ভরে কথা বলবো বলে। আমি কতকাল ধৈর্যের বাধ নির্মাণ করছি হৃদয়ে। অথচ আমার অপেক্ষা ফুরায় না।তোমাকে দুচোখ ভরে দেখবো বলে আমি দিন হিসেব করি। দিন চলে গিয়ে মাস ছলে আসে, পার হয় মাস এর পর মাস। আমার আর অপেক্ষা ফুরায় না। আমার ধৈর্য শক্তি কম! মনে আছে তুমি সব সময় বলতে.? জানো অপেক্ষা থাকতে আমার ভিষণ কষ্ট হয়! অথচ অপেক্ষা বেশি যন্ত্রণা হলেও, আমি আজকাল অপেক্ষা করি। চারিদিকে দুঃখ পেয়ে ও আমি নীরব থাকি।একা থাকি ,তোমার দেওয়া দুঃখ গুলো যত্ন করে রাখি। তীব্র হতাশায় আমি দাঁতে দাঁত কামরে চুপ থাকি! মন খারাপে দিনে আমি নিজেকে ভীষণ ব্যাস্ত রাখি।তা ও পারি না ,না কী আমাকে দিয়ে হয় না তা ও জানিনা। কতো কিছু যে করলাম একটু কষ্ট কম হোক ,একটু দুঃখ কম লাগুক। কোই তা ও তো হলো না। তোমাকে না পাওয়ার কষ্ট আমাকে ধৈর্যশীল করেছে।শিখিয়েছে আদীম জাতীর মতো সেই ধৈর্য ধারন করার কৌশল।তবুও আমি মাঝেমধ্যে হাঁপিয়ে ওঠি।আর অনিশ্চিত অপেক্ষায় হয়ে যায় হতাশ গম্ভ। বয়স ফুরায় ,সময় ফুরায় ,সবুজ পাতা ঝরে পরে,তার যৌবন ও ফুরিয়ে যায়! অথচ দেখো আমার আর অপেক্ষা ফুরায় না💔😔
2025-08-27 06:50:43