@sfebu: “যুদ্ধে যাওয়া ঘোড়া কখনো বিয়েতে নাচে না” এই কথাটার ভেতর লুকিয়ে আছে গভীর শিক্ষা। ঘোড়া যদি যুদ্ধের জন্য প্রস্তুত হয়, তবে তার মানসিকতা, শৃঙ্খলা আর লক্ষ্য সবকিছুই যুদ্ধ জেতার দিকে কেন্দ্রীভূত থাকবে। সে কখনো আনন্দ-উল্লাস, খেলা বা হালকা কোনো কাজে নিজেকে ব্যস্ত করবে না। কারণ সে জানে—তার আসল কাজ, তার আসল দায়িত্ব যুদ্ধক্ষেত্রে। আমাদের জীবনের ক্ষেত্রেও বিষয়টা একই রকম। * যে মানুষ বড় কোনো লক্ষ্য অর্জনের পথে হাঁটে, সে অযথা তুচ্ছ কাজে সময় নষ্ট করে না। * যে ব্যক্তি নিজের ভবিষ্যৎ গড়তে দৃঢ় প্রতিজ্ঞ, সে জানে কোন কাজ তার মূল উদ্দেশ্যকে সাহায্য করছে, আর কোনটা তাকে পিছিয়ে দিচ্ছে। * যে নিজের যুদ্ধ বেছে নিয়েছে—শিক্ষা, কর্মজীবন, সমাজে ভালো কিছু করা বা ব্যক্তিগত উন্নতি—সে বিনা কারণে অপ্রয়োজনীয় ভিড়ে নিজেকে হারিয়ে ফেলে না। 👉 এই কথাটার মূল শিক্ষা হলো **“ফোকাস”**। যুদ্ধে নামা মানে চ্যালেঞ্জ নেওয়া। আর চ্যালেঞ্জ নিতে চাইলে মনোযোগ ছাড়া কোনো সাফল্য আসে না। তাই আমাদের উচিত— * অযথা সময় নষ্ট না করে লক্ষ্যকে সামনে রাখা, * নিজের শক্তি ছোটখাটো আনন্দে নয়, বরং বড় সাফল্যের পথে ব্যবহার করা, * বুঝে চলা, জীবনের প্রতিটি মুহূর্ত আসলে যুদ্ধক্ষেত্রের মতো, যেখানে হার-জিত নির্ভর করে আমাদের প্রস্তুতি আর মনোযোগের উপর। সুতরাং মনে রাখুন— যে মানুষ তার জীবনের যুদ্ধের জন্য তৈরি, তাকে তুচ্ছ আনন্দে হারানো যায় না।** কারণ, “যুদ্ধে যাওয়া ঘোড়া কখনো বিয়েতে নাচে না।” আমারে জিবন টা এক যুদ্ধ..! °___ মোহাম্মদ ইভু #tiktok #foryou #video #worldcupcelebraicetion
ভিনদেশি 🎭 √🇦🇪
Region: AE
Thursday 28 August 2025 14:49:30 GMT
Music
Download
Comments
Mukta Akter :
i do appreciate bro,,,, it’s really helpfully pos....go ahead
2025-08-29 11:50:30
1
PEACE :
গান এডিট করে দিয়ে ঈমানী চেতনা বৃদ্ধি বাহ,,,
2025-08-29 06:19:25
2
🖤 :
sera man🤝
2025-08-29 15:34:10
0
Sohel Khan Jittu :
ইনশাল্লাহ একদিন জয় আসবেই
2025-08-29 00:49:05
1
Hafiz AL-Mumin :
ক্যাপশনটি দিয়েন
2025-08-29 07:35:52
1
SB. BILLAL HOSAIN :
ভাই ক্যাপশনটা দেওয়া যাবে
2025-08-29 02:34:59
1
রাসেল সরকার :
🥰🥰🥰 100%
2025-08-28 22:20:14
1
mdparvaj480 :
👍👍👍
2025-08-28 20:11:39
2
🇸🇦🇧🇩🇸🇦 :
🥀🥀🥀
2025-08-29 05:17:33
1
sathi Khanom❤️🥀❤️🥰 :
❤️❤️❤️
2025-08-28 14:50:32
2
محممد نور علم :
#কপি_দিয়ে_দিলাম
যুদ্ধে যাওয়া ঘোড়া কখনো বিয়েতে নাচে না"
"যুদ্ধে যাওয়া ঘোড়া কখনো বিয়েতে নাচে না”
এই কথাটার ভেতর লুকিয়ে আছে গভীর শিক্ষা। ঘোড়া যদি যুদ্ধের জন্য প্রস্তুত হয়, তবে তার মানসিকতা, শৃঙ্খলা আর লক্ষ্য সবকিছুই যুদ্ধ জেতার দিকে কেন্দ্রীভূত থাকবে। সে কখনো আনন্দ-উল্লাস, খেলা বা হালকা কোনো কাজে নিজেকে ব্যস্ত করবে না। কারণ সে জানে-তার আসল কাজ, তার আসল দায়িত্ব যুদ্ধক্ষেত্রে।
আমাদের জীবনের ক্ষেত্রেও বিষয়টা একই রকম।
* যে মানুষ বড় কোনো লক্ষ্য অর্জনের পথে হাঁটে, সে অযথা তুচ্ছ কাজে সময় নষ্ট করে না।
* যে ব্যক্তি নিজের ভবিষ্যৎ গড়তে দৃঢ় প্রতিজ্ঞ, সে জানে কোন কাজ তার মূল উদ্দেশ্যকে সাহায্য করছে, আর কোনটা তাকে পিছিয়ে দিচ্ছে।
* যে নিজের যুদ্ধ বেছে নিয়েছে-শিক্ষা, কর্মজীবন, সমাজে ভালো কিছু করা বা ব্যক্তিগত উন্নতি-সে বিনা কারণে অপ্রয়োজনীয় ভিড়ে নিজেকে হারিয়ে ফেলে না।
এই কথাটার মূল শিক্ষা হলো **" ফোকাস"**। যুদ্ধে নামা মানে চ্যালেঞ্জ নেওয়া। আর চ্যালেঞ্জ নিতে চাইলে মনোযোগ ছাড়া কোনো সাফল্য আসে না। তাই আমাদের উচিত-
* অযথা সময় নষ্ট না করে লক্ষ্যকে সামনে রাখা,
* নিজের শক্তি ছোটখাটো আনন্দে নয়, বরং বড় সাফল্যের পথে ব্যবহার করা,
* বুঝে চলা, জীবনের প্রতিটি মুহূর্ত আসলে যুদ্ধক্ষেত্রের মতো, যেখানে হার-জিত নির্ভর করে আমাদের প্রস্তুতি আর মনোযোগের উপর।
সুতরাং মনে রাখুন-
যে মানুষ তার জীবনের যুদ্ধের জন্য তৈরি, তাকে তুচ্ছ আনন্দে হারানো যায় না।**
কারণ, "যুদ্ধে যাওয়া ঘোড়া কখনো বিয়েতে নাচে না।" আমারে জিবন টা এক যুদ্ধ..!
2025-08-29 09:55:09
3
মায়াবতী Story :
যু*দ্ধে যাওয়া ঘোড়া কখনো বিয়েতে নাচে না.!
কারণ তার শক্তি রাখা হয় রণক্ষেত্রের জন্য, নয়তো বাজনার তালে তালে নয়।
সে জানে, দৌড় তার মর্যাদা, নাচ নয়।
যেখানে তলোয়ার ঝনঝনায়, সেখানেই তার প্রকৃত স্থান।
তাই জীবনের শিক্ষা-যা তোমার কাজ নয়, সেখানে জোর করে মানাতে যেও না।
তাই নেমে পড়ো জীবন যুদ্ধে জিতলে ইতিহাস গরবা হারলে তোমার সন্তানরা তোমাকে নিয়ে ইতিহাস বলবে.!
2025-08-29 14:25:58
0
To see more videos from user @sfebu, please go to the Tikwm
homepage.