কবি সাহেব 😢 :
তোমাকে আমি চিরকাল মনে রাখবো। সময়ের স্রোতে অনেক কিছুই মুছে যায়,, ভুলে যাওয়া যায়, তবুও কিছু মানুষ থেকে যায় হৃদয়ের গভীরে__একটি নীরব অনুভূতি হয়ে। তুমি সেই মানুষ যাকে আমি কোনদিন ভুলতে পারবো না।। তোমার ভালোবাসা, তোমার মায়া, যত্ন , তোমার উপস্থিতি আর নিঃশব্দ আমাকে গড়ে তুলেছে। ভালোবাসা কিভাবে অনুভব করতে হয়,, তা শিখিয়েছে!! আমি চির কৃতজ্ঞ থাকব তোমার প্রতি। হয়তো আমরা একসাথে থাকব না.... হয়তো জীবনের রাস্তা আমাদের আলাদা করে দিবে,, তবুও তোমার ভালোবাসার ঋণ আমি কখনো শোধ করতে পারবোনা.... এ হৃদয়ে তুমি থেকে যাবে,, সময় যতই পেরিয়ে যাক।
ভালো থেকো, যেখানেই থাকো। তোমার জন্য দোয়া থাকবে সবসময়....❤️🩹🫶🏻🥹
2025-08-30 08:19:51