🪡🥀🥀মাতাল রানি 🤎🖤😎😎 :
🥰“নিশি, জানো? রাত যত গভীর হয়, তত বেশি তোমার কথা মনে পড়ে। তুমি ছিলে আমার রাতের নির্জনতার সঙ্গী — কারো অজানা গল্প, কারো অজানা ভরসা। অথচ আজ তুমি আছো দূরে, খুব দূরে… অথচ কাছের মানুষগুলোও তোমার মতো আপন হতে পারেনি কখনো।
নিশি, একসময় তোমাকে ছাড়া রাত কাটানোই অসম্ভব মনে হতো — আর আজ তোমার নামটাই বুকের ভেতর ব্যথা হয়ে বাজে। কতবার ভেবেছি তোমাকে ভুলে যাবো, পারিনি। তোমার সাথে কাটানো কথা, হাসি, অভিমান — সবই আজ অজস্র অজুহাত হয়ে ফিরে আসে।
অনেকে ভাবে নিশি মানেই রাত, আর আমার কাছে নিশি মানেই শেষ না হওয়া ব্যথা।
তোমাকে হয়তো আর কোনদিন বলা হবে না, নিশি — তুমি ছিলে, আছো, থাকবে আমার প্রতিটা শূন্যতার ভেতর। তুমি হয়তো সুখেই আছো, অথচ আমার নিশি এখন শুধুই একরাশ অন্ধকার। নিশি, তুমি আর কোনোদিন ফিরে এসো না — কারণ তোমার ফিরে আসা মানেই আবার ভেঙে পড়া, আবার অঝোর কান্না…
তোমার নামের সাথে মিশিয়ে আমি বাকি রাতগুলো বাঁচবো — নিঃশব্দে, নির্জনে, নিশির মতোই একাকী…”
2025-08-31 16:25:57