💫 ব্যর্থ কবি ✍️ :
আপনাকে ভুলতে পারবো না এটা আমি জানি… তবে আপনাকে মনে পড়লে যে যন্ত্রণাটা হয়, এটা আমি কারে বলি…!"
মানুষ ভাবে সময় সব কষ্ট মুছে দেয়, কিন্তু আমি জানি—তোমাকে ভুলে যাওয়ার মতো শক্তি আমার নেই। হয়তো জীবন আমাকে সামনে এগিয়ে যেতে বলছে, কিন্তু যখনই তোমার নাম মনে আসে, বুকের ভেতরটা হঠাৎ করে মোচড় দিয়ে ওঠে। তুমি আমার কাছে শুধু একজন মানুষ ছিলে না, তুমি ছিলে আমার বিশ্বাস, আমার স্বপ্ন, আমার ভালোবাসার সবচেয়ে সত্যি রূপ।
আজ তুমি নেই, আমি একা। চারপাশে যত হাসি, যত ভিড় থাকুক না কেন, আমার ভেতরে শুধু শূন্যতা। তুমি জানো না—তোমাকে মনে পড়লে সেই নিঃশব্দ কান্নাটা কতটা যন্ত্রণাদায়ক। আমি কাউকে বলতে পারি না, কাউকে দেখাতে পারি না। শুধু নিজের ভেতরেই বুকভরা কষ্ট জমিয়ে রাখি।
হয়তো তুমি এগিয়ে গেছো, হয়তো আমার কথা তোমার মনে পড়ে না, কিন্তু আমি এখনো তোমার সেই স্মৃতিগুলোর মধ্যে আটকে আছি। যতদিন বাঁচবো, তোমাকে ভুলতে পারবো না—কারণ ভুলতে গেলে তো নিজের হৃদয়টাকেই অস্বীকার করতে হবে।
"তুমি হয়তো জানবে না কোনোদিন, কিন্তু সত্যিটা এই—আমি তোমাকে ভুলতে পারিনি, আর মনে পড়লে যে যন্ত্রণা হয়… তা কাউকে বলার মতো সাহস আমার নেই।" একটা পোস্ট কপিলিংক রিপোস্ট লাইক কমেন্ট সেপ-💔🙂
2025-09-29 02:48:35