, 🇸 🇺 🇲 🇦 🇳...✍️💟 :
তােমাকে পাওয়ার মত ভাগ্য নিয়ে জন্ম হয়নি আমার, তােমাকে পাওয়ার মত ভাগ্য নিয়ে জন্ম হয়নি আমার, কিন্তু তােমায় ভালোবাসার মত নির্খুত একখানা মন নিয়ে এসেছি এই পৃথিবীতে। তাই- পাওয়া না-পাওয়ার হিসেব মেলাতে যাই না আর, শুধু জানি, আমু-ত্য অবধি ভালোবাসবা তােমায়- নিঃশব্দে, নিঃশর্তে তােমাকে পাওয়ার মতো সৌভাগ্য হয়তো আমার ছিল না, তোমার পাশে দাঁডানোর মতো অধিকারও ছিল না কোনােদিন- তবুও, কে বলেছে ভালোবাসা সবসময় প্রাপ্তির হয়? আমি জন্মেছি একখানা নিখুঁত মন নিয়ে, যে মন শুধুই তােমার জন্যই ধুকপুক করে, যে ভালােবাসতে জানে নিঃস্বার্থভাবে-পাওয়ার আশায় নয়, হারানোর ভয়েও নয়। তাই আমি হিসাব করি না পাওয়া না-পাওয়ার, আমি গুনে রাখি প্রতিটা মুহুর্ত যেখানে তুমি আছাে আমার অনুভবে। তুমি পাশ না থাকলেও, আমার প্রতিটা নিঃশ্বাসে তুমি আছাে, প্রতিটা স্বথে তুমি হাঁটো, চুপিচুপি... এভাবেই, আ-মূ-ত্যু অবধি আমি ভালোবাসতে থাকবো তোেমায়-নিঃশব্দে..নিঃশর্তে... নিরন্তর!"
2025-08-31 18:59:06