The last lesson of the story :
তুমি বুঝতে পারছ না ভালোবাসার মূল্য,, তুমি দেখতেও পারছ না এই মনের কষ্ট,, তুমি হাসছো মনে শান্তি নিয়ে,, আমিও দেখছি তোমায় মনের সেই কষ্ট চেপে,, এই দুনিয়ায় কাউকে দুঃখ দেখাতে নেই যদিও হয় সে আপন,, স্বার্থই সেই শক্তি যে সব খারাপ কে করে দেয় গোপন,, ভালোবাসা ও এখন বিলাসিতা,, ফরমালিন যুক্ত জামানায় ফরমালিনমুক্ত কোথায় পাবা,, জীবনে চলতে হলে সাবধানে চলো না হলে মোড়ে মোড়ে হোঁচট খাবা 😔😔😔🫤😶
2025-09-02 08:44:56