@tatan_er_odhora: ✉️ : আপনি আপনার জীবনে এসেছিলেন কিছুটা গোধূলি লগ্নের মতো। যা আসে আবার ফিরেও যায়! তবু আপনাকে ভালোবাসতে আমি কোনোদিন পিছুপা হইনি। আমার একতরফা ভালোবাসার এমন করুন পরিনতি যে হবে সেটা আমি শুরু থেকেই জানতাম। তাও সেই আগুনে ঝাপ দিয়েছি। জেনে এবং বুঝে। মানুষ তো পাগল বলবেই? আচ্ছা, কেউ কি সেচ্ছায় হেমলক পান করে? না, করে না। কারন তারা জানে এতে তার মৃ*ত্যু নিশ্চিত। কিন্তু আমি যে বোকার মতো সেটাই করে বসে আছি। লোকে বলে! ভালোবাসা ভুল না তবে আমার ভালোবাসার মানুষটা নাকি ভুল। সত্যি কি তাই? ভালোবাসায় ভুল মানুষ ও হয় বুঝি? কই? আমার তো তাকে ভুল মনে হয় না। বরং তাকে দেখলে আমার এক বুক আফসোস হয়। "আমি তারে আমার কইরা পাইলাম না"... - অধরা(: #fypシ #taehyung #fyppppppppppppppppppppppppppppppppppp #fypシ゚viral #bdtiktokofficial🇧🇩