@jeon_kim_tanjbin: ♡︎ 𝑪𝑶𝑼𝑺𝑰𝑵 𝑳𝑶𝑽𝑬 ♡︎ part 6 Kim কায়েশ তার পরিবার নিয়ে একটু আগেই চলে যায় সাথে যায় Jungkook এর দুই বন্ধুও। তাদের যাওয়ার পর Jungkook ও নিজের রুমে চলে যায়। কাল অফিসে যাবে যার জন্য সব সামলাচ্ছে। দেশের অফিসে দু'বছর পর গেলেও বিদেশে তো কাজ চলেছেই। তাই কাজ অনেক। সন্ধ্যায় সময় সব কাজিন নিচে আড্ডায় ব্যস্ত শুধু Jungkook বাদে। গল্প করার মাঝে Jungkook নিজের রুম থেকে বের হয়ে জোরে বলে --Yn আমার রুমে এক কাপ ব্ল্যাক কফি নিয়ে আয়। বলেই চলে যাচ্ছিল Jk তখনই Nancy বলে Nancy: আমি আনি Jungkook ভাই আপনি অপেক্ষা করুন। Jungkook উপর থেকেই বিরক্তি কন্ঠে বলে --তোকে বলেছি আনতে Yn কে বলেছি মানে Ynই আনবে। Yn তাড়াতাড়ি কফি আন। বলেই চলে যায় আবার নিজের রুমে। Jungkook এর কথায় Nancy কষ্ট পায়। Yn এর নিজেরও খারাপ লাগে এই বিষয়টি। Jennie: কেন আগ বাড়িতে কথা বলতে গেলি এখন নিজেই কষ্ট পেলি। Jisoo: থাক বোনু কষ্ট পাস না Jungkook ভাই তো এমনি জানিস তো। কাজিনরা সবাই জানে Nancy Jungkook কে কতটা ভালোবাসে এমন কি তার নিজের ভাইও জানে। একে তো Nancy Jungkook এর কথায় কষ্ট পেয়েছে তার উপর কাজিনদের এমন সিমপ্যাথি যেটায় তার কষ্ট আরো বাড়িয়ে দেয়। কারণ Nancy আর যাই সহ্য করুক সিমপ্যাথি একেবারেই সহ্য করতে পারে না। তাই আর কোনো কথা না বলে মনের মাঝে কষ্ট নিয়ে নিজের রুমে চলে যায়। Yn ঠিক বুঝলো না তাকেই কেন কফি নিয়ে যাওয়ার জন্য বললো। Yn মনে কষ্ট নিয়ে যায় কিচেন কফি বানানোর উদ্দেশ্যে। Yn বরাবরই চায় Jungkook থেকে দূরে থাকতে নাহলে দেখা যাবে সেই আগের মতো আবারও মারবে সাথে অপমান করবে। যদিও দুপুরে একবার অপমান হওয়া হয়ে গিয়েছে। Yn এত মার মা বাবা এবং টিচারদের হাত থেকেও খায় নি যত মার Jungkook এর হাত থেকে খেয়েছে। Yn এর এখনো মনে আছে Jungkook এর মার গুলো। Yn2র থেকেও Yn বেশি মার খেতো কিন্তু কেন Yn নিজেও জানে না। কফি হাতে নিয়ে সাথে মনে হালকা ভয় নিয়ে Jungkook এর রুমের দরজায় টোকা দিয়ে বলে Yn: Jungkook ভাই? ভিতর থেকে ভেসে আসে Jungkook এর কন্ঠস্বর। --হুম আয়। Jungkook এর রুমটা নীরব অথচ আভিজাত্যে ভরা। ঘাটের পাশে ছোট্ট একটি টেবিল, তার ঠিক পাশেই ওয়াশরুমের দরজা। ওয়াশরুমের পাশে কোণ ঘেঁষে রাখা রয়েছে দুটি সোফা, পাশাপাশি জোড়া লাগানো। সোফা দুটির সামনে একটি মার্জিত টি-টেবিল সাজানো আছে। পূর্ব দিকের সোফার উপরে বড় বেলকনির জানালা, যেখান দিয়ে সূর্যের আলো এসে ঘরে ছায়া-আলোর খেলা তৈরি করে। দক্ষিণ দেয়ালে দাঁড়িয়ে আছে এক ভারী কাঠের আলমারি, আর তার সাথে জুড়ে আছে বিশাল আয়না যেখানে একজন মানুষকে মাথা থেকে পা পর্যন্ত স্পষ্ট দেখা যায়। পুরো রুমের সাজসজ্জা কালো আর সাদায় রাঙানো। Yn ধীরে ধীরে রুমে প্রবেশ করে। দেখে Jungkook পূর্ব দিকের সোফায় বসে ল্যাপটপ নিয়ে কাজ করছে। Yn গিয়ে সোফার সামনে টি-টেবিলে কফি টা রেখে চলে আসতে যায় এমন সময় Jungkook বলে --তোকে আমি যেতে বলেছি? Jungkook এর কথায় Yn এর পা থেমে যায় হালকা ভয় মিশ্রিত কন্ঠে বলে Yn: জ্ব-জ্বি ভা-ভাইয়া...কিছু বল-বলবেন? Jungkook: এদিকে আয়। এই কথায় যেন আরো ভয় বেড়ে যায়। আস্তে আস্তে করে Jungkook এর সামনে আসবে। Jungkook: শরীরে কি কোনো শক্তি নেই যে এভাবে হাঁটছিস? Yn: আবার অপমান করলি শয়তান বেডা।(In mind) Jungkook ধমক দিয়ে বলে --কি হলো কথা বলছিস না কেন? Jungkook এর ধমকে কেঁপে উঠে ওষ্ঠাদশী। Yn: জ্বি জ্বি ভাইয়া কি বলবো? Jungkook: পড়া লেখা তো মনে হয় ঠিক মতো করিস না। Jkর কথায় Yn অবাক হয়। Yn বরাবরই পড়া লেখা নিয়ে সিরিয়াস। Yn: করি তো পড়ালেখা ভাইয়া। Jungkook: করিস তা তো দেখতেই পাচ্ছি, না পড়ে সারাদিন শুধু আড্ডা দিয়েই কাটিয়ে দিস। কাল Yn এর দুই ফুপি চলে যাবে তাই Yn একটু গল্প করছিল আবার কবে পাবে। একটু পরেই পড়তে যাচ্ছিল আর Jungkook কি না কি বলে। Jungkook: এখন এখানে দাঁড়িয়ে না থেকে সোজা পড়তে যা বেয়াদব। Yn ও Jungkook এর কথায় রেগে যায়, যখন তখন শুধু অপমানই করে। রেগেই চলে যায় Jungkook এর রুম থেকে নিজের রুমে আর আসবে না এই হিটলারের সামনে। রুমে গিয়েই সজোরে দরজা বন্ধ করে। যা আওয়াজ Jungkook এর কানেও গেলো তা শুনে Jungkook হালকা মুচকি হাসে। কারণ Jungkook চায় না তার হার্টবিট অন্য কারোর সাথে সময় কাটাক। Iu: কিরে Yn এর আবার কি হলো? Jisoo: দেখ তো ভাই আবার কিছু বলেছে আরকি। তাদের কথা Soobin চুপচাপ শুনে। Yn এর জন্যই তো Soobin এখানে বসেছিল। কালকে চলে যাবে তাই আজ একটু সময় কাটাতে চেয়েছিল। Jennie: হয়েছে তাহলে আজ আর আমাদের yn রাণী আসবে না। Soobin চলে যায় নিজের রুমে এখানে বসে থাকার আর কোনো মানেই নেই। Yn2: কিরে soobin ভাইয়া কই যান? Soobin: রুমে। Iu: কেন আর থাকবে না? Soobin: না তোরা গল্প কর। Jisoo: এর আবার কি হলো? কালকে কিছু সমস্যার কারণে দিতে পারি নি তার জন্য দুঃখিত 200cp @TikTok Bangladesh @For You @TikTok #jeon_tanjbin #cousin_love_jk_ff #zxycba #fyp #jk_ff