আমি sorry বলে সত্যিই চলে আসছি নিজের শুধু একটাই দোষ ছিলো জপনে শুনে নিজেকে ধ্বংস করছি আমি জানতা ঠোকবো সবাই বলছে তাও ঠোকালাম নিজেকে 🙂 এই টা মিলে গেছে আমার সাথে আমিও শেষ বার সরি বলছি আর সে অনেক গুলো প্রশ্ন করছে আর বলছে আমাকে হারিয়ে নিজেই ঠোকছে তাও আমাকে কষ্ট দিতে তার ভালো লাগে ❤️🩹😅
2025-09-05 16:04:56
3
Irfan khan :
heee🙂
2025-09-06 13:39:23
0
🖤🎀 :
Hmm🥹
2025-09-05 16:38:04
1
🌸Roksana🌸❤️ :
keno
2025-09-05 03:09:39
1
S $ A :
amio emn jibone ar chai na 🥺
2025-09-03 13:33:16
5
💫🦋M̷i̷s̷ S̷h̷i̷z̷u̷k̷a̷🦋💫 :
এমন করতাছো না করো একদিন Sorry বলে এমন ভাবে উধাও হয়ে যাবো বুঝতেও পারবা না ক্ষমা চাইলাম না ক্ষমা করে গেলাম সেদিন আমার বিরক্তকর মেসেজ গুলো মিস করবা
2025-09-03 09:16:07
13
king tofazzal❤️🥰 :
😔🙂🙂hmm asolei boji ki haraimo
2025-09-06 12:23:19
0
🥀❤️🩹A_R_K_O🥀🫶🏿 :
ummm 😅
2025-09-03 13:20:16
2
কমলাকান্তের দপ্তর :
তুমি যদি একবার জানতে- তোমাকে ছাড়া আমি আসলে কেমন আছি, তাহলে তুমি পৃথিবীর সবচেয়ে বেশি ঘৃণা করতে নিজেকেই। কারণ তুমি বুঝতে পারবে, আমার সব হাসির পেছনে লুকানো কান্নাগুলো, প্রতিটা নিঃশ্বাসে তোমার অভাব, আর রাত জেগে চোখের কোনে জমা অনাহত প্রশ্নগুলো- সবই শুধুমাত্র তোমার জন্য।
তুমি চলে যাওয়ার পরে আমি প্রতিদিন অপেক্ষা করি হয়তো ফিরে আসবে বলে অথচ তুমি জানো না, আমি আর আগের মত নেই, শুধু একটা খালি খোলস হয়ে গেছি- যার ভিতরে শুধু তোমার স্মৃতি আর একরাশ হতাশএকতরফা ভালোবাসা মানে নিজের ভেতরে এক অদ্ভুত যুদ্ধ। যেখানে তুমি ভালোবাসো, কিন্তু সে বোঝে না। তুমি অপেক্ষা করো।, কিন্তু সে কখনো আসে না। প্রতিদিন তার হাসি দেখে ভালো লাগে, কিন্তু সেই হাসির পেছনে তুমি নেই - এটাও জানো। তাকে দেখে পৃথিবী থেমে যায়, অথচ সে জানেই না কেউ আড়াল থেকে তাকিয়ে থাকে এতটা ভালোবাসা
নিয়ে। একতরফা ভালোবাসা কখনো প্রকাশ পায় না, শুধু নিজের বুকেই পুড়ে পুড়ে ছাই হয়ে যায়। তবুও মন চায়- সে একবার শুধু ফিরে তাকাক...😅💔